ওয়ার্ল্ড ফাস্ট এইড ডে
বিশ্ব মনোসংযোগ দিবস
১৫০১: বিখ্যাত ডেভিড মূর্তি নির্মান শুরু করেন মাইকেল এঞ্জেলো
১৬০৯: অভিযাত্রী হেনরী হাডসন আমেরিকার নিউ জার্সিতে একটি নদী খুঁজে পান, পরবর্তীতে নদীটির নাম রাখা হয় হাডসন নদী, স্থানীয় আদিবাসীরা নদীটিকে ডাকতো মু-হে-কুন-নে-তুক নামে
১৭৮০: বহুতল ভবনে উঠানামা করার জন্য ব্যবহৃত এলিভেটর বা লিফ্ট আবিস্কৃত হয়
১৭৮৮: নিউ ইয়র্ক সিটি আমেরিকার প্রথম রাজধানী হয়।
১৮৯৪: সাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের জন্ম
১৯০৪: সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর জন্ম
১৯১০: কবি, গীতিকার এবং সুরকার রজনীকান্ত সেন কলকাতায় মৃত্যুবরণ করেন
১৯২৯: ৬৩ দিন অনশনের পর বিপ্লবী যতীন দাস লাহোর কারাগারে মৃত্যুবরণ করেন
১৯১২: রাজনীতিক ফিরোজ গান্ধীর জন্ম
১৯১৩: মার্কিন দৌড়বীর জেসি ওয়েন্সের জন্ম
১৯৩১: বিশিষ্ট বাঙালি ইতিহাসবিদ নিমাইসাধন বসুর জন্ম
১৯৫৯: চাঁদে নামল রাশিয়ার মহাকাশযান লুনিক-২
১৯৬৯: বিশ্বের অন্যতম সেরা স্পিনার শেন ওয়ার্নের জন্ম
১৯৭১: সুরকার জয়কিষেনের মৃত্যু
১৯৭৩: ইতালীয় ফুটবলার ফাভিয়ো কানাভারো’র জন্ম
১৯৮৯: জার্মান ফুটবলার থমাস মুলারের জন্ম
২০১৪: প্রণোদিত প্রজননের জনক ডঃ হীরালাল চৌধুরীর মৃত্যু
মেষ: যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা।
বৃষ: বিজ্ঞান/ কলাশাস্ত্রের চর্চায় বিশেষ শুভ।
মিথুন: গবেষণাদিক্ষেত্রে বিশেষ শুভ।
কর্কট: কর্মে ক্রমোন্নতি ও আয় বৃদ্ধি।
সিংহ: ব্যবসা ও বিদ্যায় উন্নতির যোগ।
কন্যা: কাজকর্মে বিকালের দিকে বাধা আসতে পারে।
তুলা: ব্যবসায়িক কর্মে নতুন কোনও যোগাযোগ আসতে পারে।
বৃশ্চিক: অর্থাগম যোগ শুভ।
ধনু: বিদ্যাচর্চায় শুভ।
মকর: ব্যবসায়িক ক্ষেত্রে নেতৃত্ব প্রদানে সাফল্য ও সুনাম।
কুম্ভ: সাংসারিক ও ব্যবসায়িক ক্ষেত্রে সমস্যা থাকবে।
মীন: উপার্জন বৃদ্ধি।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
হাতে আর মাত্র কয়েক দিন। তারপরই উমা আসবে ঘরে। সেজে উঠছে রাজ্যের শহর, গ্রাম। এখন ব্যস্ততা তুঙ্গে শিল্পীদের। মহা ব্যস্ত পুজো উদ্যোক্তারাও। এবার মুম্বই পাড়ি দেবে বনগাঁতে তৈরি একটি দুর্গা মূর্তি। শিল্পী সিন্টু ভট্টাচার্যের তৈরি মাটির প্রতিমা যাবে দেশের বাণিজ্য নগরীতে। এর আগে সিন্টুবাবুর তৈরি ফাইবারের প্রতিমা বিদেশে গিয়েছিল। মাটির প্রতিমা এই প্রথম বনগাঁ থেকে অন্য জায়গায় যাচ্ছে। শিল্পীর বক্তব্য, এই এলাকার শিল্পীরা বাইরে গিয়ে প্রতিমা তৈরি করলেও বনগাঁয় তৈরি মাটির প্রতিমা এই প্রথম যাচ্ছে মুম্বই। গোরেগাঁও শহরে পুজো হবে বনগাঁর দুর্গার। ওই পুজোর উদ্যোক্তা কুণাল ভার্মা ও তাঁর স্ত্রী পুজো ব্যানার্জি ভার্মা। আড়াই মাস আগে এই মাটির প্রতিমা গড়ার কাজ শুরু করেছিলেন সিন্টুবাবু। বিশ্বকর্মা পুজোর পর একটি বিশাল কন্টেনারে মুম্বই নিয়ে যাওয়া হবে দুর্গা প্রতিমাটি। এখন রানির বেশে দেবীকে সাজিয়ে তুলছেন শিল্পী। বেনারসি পরিহিত দেবী একটি নামকরা গয়না সংস্থার তৈরি গহনা পরবেন। শিল্পী বলেন, ‘এক বন্ধুর মাধ্যমে প্রতিমা তৈরির বরাত পাই। একটি ছবি পাঠানো হয়েছিল। সেই ছবির আদলেই তৈরি হচ্ছে দুর্গা।’ বাবার কাছে কাজ শিখেছিলেন সিন্টুবাবু। বর্তমানে নিজে কারখানা গড়ে তুলেছেন। সেখানে কাজ করেন অনেকে। এবার দশটি প্রতিমার বরাত পেয়েছেন শিল্পী। পুজোর তিন মাস আগে থেকে কাজ শুরু করে দিয়েছেন। বনগাঁ ছাড়াও দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, নদিয়ার পায়রাডাঙা, বাদকুল্লা প্রভৃতি জায়গায় পাড়ি দেবে শিল্পীর তৈরি দুর্গা।
2024-09-12 08:20:00বুধবার ময়নাগুড়ির জল্পেশের লক্ষ্মীকান্ত হাই স্কুলের স্টোর রুম থেকে উদ্ধার হল একটি গোখরো। সাপটি উদ্ধার করে ময়নাগুড়ির এক পরিবেশপ্রেমী সংগঠন। স্কুলের প্রধান শিক্ষক গণেশ সরকার বলেন, এদিন স্কুলের একটি স্টোর রুম আমরা পরিষ্কার করছিলাম। সে সময় সাপটি বেরিয়ে আসে। স্বাভাবিকভাবেই স্কুলের ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। ময়নাগুড়ির পরিবেশপ্রেমী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাপটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে।
2024-09-12 08:15:00দুই নাবালিকাকে শ্লীলতাহানি ও ন’জন নাবালককে শারীরিক হেনস্তার অভিযোগে মহারাষ্ট্রে এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করল পুলিস। নাগপুরের সদর এলাকার একটি স্কুলে অঙ্ক ও ইতিহাস পড়াতেন অভিযুক্ত। সম্প্রতি তাঁর বিরুদ্ধে স্কুলের প্রিন্সিপালের দ্বারস্থ হয় দুই নাবালিকা। জানায়, ওই শিক্ষক তাদের শ্লীলতাহানি করেছেন। এমনকী তাঁর হাত থেকে রক্ষা পায়নি স্কুলের ছেলেরাও। নয় জন নাবালককে শারীরিকভাবে হেনস্তা করেন তিনি। এই সমস্ত অভিযোগের তদন্ত করতে স্কুলের প্রিন্সিপালের নির্দেশে একটি কমিটি গঠিত হয়। অভিযোগ দায়ের হয় পুলিসেও। মঙ্গলবার গ্রেপ্তার হন অভিযুক্ত শিক্ষক।
2024-09-12 08:15:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.১৪ টাকা | ৮৪.৮৮ টাকা |
পাউন্ড | ১০৮.২৩ টাকা | ১১১.৭৮ টাকা |
ইউরো | ৯১.১৫ টাকা | ৯৪.৩৪ টাকা |