রামায়ণে লঙ্কার রাজা রাবণকে বিপাকে ফেলেছিল হনুমান। সেই লঙ্কাকাণ্ড নিয়ে চর্চা হয় সর্বত্রই। এবার হনুমান না হলেও বাঁদরের জন্য বিদ্যুৎ বিপর্যয় হল শ্রীলঙ্কায়! যাকে কেন্দ্র করে শ্রীলঙ্কার বর্তমান সরকারের উপর ক্ষুব্ধ হলেন সাধারণ মানুষ। গত রবিবার দেশটির রাজধানী কলম্বোর দক্ষিণে একটি বড় পাওয়ার স্টেশনে কোনওভাবে ঢুকে পড়ে এক বাঁদর। জানা গিয়েছে, ওই বাঁদরই পড়ে ওই পাওয়ার স্টেশনের সবচেয়ে বড় ট্রান্সফরমারের সংস্পর্শে কোনওভাবে চলে আসে। যার ফলে গোটা দেশেই বিদ্যুৎ বিপর্যয় ঘটে। জানা গিয়েছে, দক্ষিণ কলম্বোর ওই পাওয়ার স্টেশনটি দেশের অন্যতম বড় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র। তাই সেখানেই বিপত্তি ঘটায় বেশ কয়েকঘণ্টা বিদ্যুৎহীন হয়ে পড়ে দ্বীপরাষ্ট্রটি। সূত্রের খবর, গত রবিবার সকাল ১১টায় ঘটনাটি ঘটে। তার তিনঘণ্টা পড়েও বিদ্যুৎ কর্মীরা পরিষেবা স্বাভাবিক করতে পারেনি। আর তাতেই বেজায় চটে যায় সাধারণ মানুষ। পরিকাঠামোর অভাবে সরকারকেই দুষতে থাকেন অনেকে। যদিও গোটা ঘটনার জন্য শ্রীলঙ্কার শক্তিমন্ত্রী কুমারা জয়াকোড়ি ওই বাঁদরটিকেই দায়ী করেছেন। তিনি জানান, ‘আমাদের বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফরমারের সংস্পর্শে আসে একটি বাঁদর। যার ফলে দেশে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটে।’ সূত্রের খবর, বিদ্যুৎ কর্মীদের চেষ্টায় বেশ কয়েকঘণ্টা পর পরিষেবা স্বাভাবিক হয়।
ব্রেস্ট : পিএসজি (রাত ১১-১৫ মিনিটে)
ম্যান সিটি : রিয়াল মাদ্রিদ (রাত ১-৩০ মিনিটে)
জুভেন্তাস : পিএসভি (রাত ১-৩০ মিনিটে)
স্পোর্টিং লিসবন : বরুসিয়া (রাত ১-৩০ মিনিটে)
* সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টসে।
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৬.৬৮ টাকা | ৮৮.৪২ টাকা |
পাউন্ড | ১০৬.৭৭ টাকা | ১১০.৫১ টাকা |
ইউরো | ৮৮.৬৮ টাকা | ৯২.০৬ টাকা |