বিয়ে করে প্রাক্তন প্রেমিকার বাড়ি হাতানোর উদ্দেশ্য ছিল। কিন্তু বেঁকে বসেছিলেন ওই তরুণী। সেজন্য তাঁকে বাড়িতে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশের গুনা জেলার এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম অয়ন পাঠান। বিষয়টি প্রকাশ্যে আসার পর অভিযুক্তর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন। বাড়িটি সরকারি জমিতে বেআইনিভাবে তৈরি হয়েছে দাবি করে এই ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। রবিবার স্থানীয় পুলিস-প্রশাসন বুলডোজার নিয়ে পৌঁছে যায় অয়নের বাড়িতে। দেওয়ালে নোটিস ঝুলিয়ে দেওয়া হয়। পুলিসের দাবি, অয়ন ও তার ভাই শ্রমিক। অভিযুক্ত মাদকাসক্ত।
2024-04-22 09:19:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.৮৮ টাকা | ৮৫.৬২ টাকা |
পাউন্ড | ১০৫.৩৯ টাকা | ১০৯.১২ টাকা |
ইউরো | ৮৭.২৫ টাকা | ৯০.৬০ টাকা |