মেট্রোর লাইন ধরেই হাঁটা শুরু করেছিলেন তরুণী। বিষয়টি নজরে আসতেই এক মেট্রো চালক খবর দেন কর্তৃপক্ষকে। আজ, বৃহস্পতিবার রাত ৯টা ৫ নাগাদ আশ্চর্যজনক এই ঘটনাটি ঘটে ময়দান এবং পার্কস্ট্রিট স্টেশনের মাঝে। খবর পেয়েই তড়িঘড়ি ওই দুই মেট্রো স্টেশনের মাঝে লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর ৯টা ১০ নাগাদ পার্কস্ট্রিটের কাছে লাইন থেকে জীবিত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করা হয়। এই কারণে কিছুক্ষণ মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়। ৯টা ৩২ নাগাদ ফের লাইনে বিদ্যুৎ সংযোগ করা হলে পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হয়।
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.১৫ টাকা | ৮৪.৮৯ টাকা |
পাউন্ড | ১০৭.৭৯ টাকা | ১১১.৩৩ টাকা |
ইউরো | ৯০.৯৫ টাকা | ৯৪.১৩ টাকা |