সন্ত্রাসবাদ সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘এই মজবুত সরকারের আমলে বাড়িতে ঢুকে মারা হয়’ বলে মন্তব্য করেছিলেন। তারপরই একটি মার্কিন সংবাদপত্রে প্রকাশ পেয়েছিল পাকিস্তানের মাটিতে একাধিক চিহ্নিত হত্যা সংগঠিত করেছে ভারত। যাকে ভারত বিরোধী প্রচার বলে উড়িয়ে দিয়েছিল কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। আর এবার এই ইস্যুতে প্রতিক্রিয়া দিলেন মার্কিন মুখপাত্র ম্যাথিউ মিলার। সাংবাদিক বৈঠকে তিনি এই প্রসঙ্গে বলেন, ‘আমি আগেও বলেছি, আমেরিকা এর মধ্যে ঢুকবে না। কিন্তু আমরা ভারত-পাকিস্তান দুই দেশকেই অনুরোধ করব কথাবার্তার মাধ্যমে সমস্যার সমাধান করতে।’
বিশ্বকর্মা প্রতিমা বিসর্জনে গিয়ে বিপত্তি! আস্ত একটা লরিই তলিয়ে গেল গঙ্গায়। দুর্ঘটনাটি ঘটে আজ বুধবার হাওড়ার শিবপুর ঘাটে। জানা গিয়েছে, ডোমজুড়ের জালান কমপ্লেক্সের একটি কারখানার কর্মীরা প্রতিমা বিসর্জনে গিয়েছিলেন এই ঘাটে। সেই সময় জোয়ারের হঠাৎই লরিটি পিছনের দিকে গড়িয়ে যায়। আর জোয়ারের টানে লরিসমেত প্রতিমা তলিয়ে যায় গঙ্গায়। তবে কোনক্রমে ওই লরি থেকে বেরিয়ে সাঁতরে পাড়ে উঠে আসতে পারেন। এই ঘটনায় কেউ আহত না হলেও চাঞ্চল্য ছড়ায়। লরিটি উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিস।
2024-09-18 20:30:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.০৭ টাকা | ৮৪.৮১ টাকা |
পাউন্ড | ১০৮.৬৫ টাকা | ১১২.২০ টাকা |
ইউরো | ৯১.৫৭ টাকা | ৯৪.৭৬ টাকা |