এক সবজি বিক্রেতার উপর ছুরি নিয়ে হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম ব্যক্তির নাম সুলতান মহম্মদ (৫৫)। মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে, মেখলিগঞ্জ শহরের মাছহাটি সংলগ্ন সবজি বাজারে। রক্তাক্ত অবস্থায় সুলতানকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রোগীর গলায় ধারালো অস্ত্রের কোপ দেওয়ার চিহ্ন রয়েছে। মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার জানিয়েছেন, অভিযুক্তের সন্ধানে তল্লাসি শুরু হয়েছে।
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.২৫ টাকা | ৮৪.৯৯ টাকা |
পাউন্ড | ১০৭.৪১ টাকা | ১১১.১৯ টাকা |
ইউরো | ৮৯.৯৮ টাকা | ৯৩.৩৯ টাকা |