ফের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া জেলায়।
2025-02-17 18:17:33মোটা বেতনের প্রলোভন দেখিয়ে এক নাবালক ও ২ নাবালিকাকে পাচারের ছক কষেছিল এক মহিলা। তবে রেল পুলিসের তৎপরতায় তার সেই অভিসন্ধি সফল হল না। আলিপুরদুয়ার জংশনে জিআরপির তৎপরতায় অল্পের জন্য মেয়ে পাচারচক্রের হাত থেকে রক্ষা পায় ওই নাবালক ও নাবালিকারা। অন্যদিকে, বিপদ বুঝে অভিযুক্ত মহিলা স্টেশন থেকে পলাতক।
2025-02-17 17:41:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৫.৮৮ টাকা | ৮৭.৬২ টাকা |
পাউন্ড | ১০৭.৩৮ টাকা | ১১১.১৫ টাকা |
ইউরো | ৮৯.৩৬ টাকা | ৯২.৭৭ টাকা |