এই মুহূর্তে

লোকসভা নির্বাচনের ১৯৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

আসন্ন লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। আজ শনিবার সন্ধ্যায় ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করল গেরুয়া শিবির। যে ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করছে বিজেপি , তাঁদের মধ্যে ২৮ জন মহিলা। এদিনের তালিকায় বাংলার ২০ আসনের প্রার্থীও রয়েছে।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারানসী কেন্দ্র থেকেই লড়বেন। অমিত শাহ লড়বেন গান্ধীনগর ও মান্ধবিয়া থেকে। এছাড়া,  কিরণ রিজিজু লড়বেন  অরুণাচল প্রদেশ পশ্চিম কেন্দ্র থেকে, প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে পেশায় আইনজীবী বাঁশুরি স্বরাজ লড়বেন নয়াদিল্লি কেন্দ্র থেকে।, মধ্যপ্রদেশের গুনা থেকে লড়বেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বাংলার প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, মুর্শিদাবাদে গৌরিশঙ্কর ঘোষ, বালুরঘাটে সুকান্ত মজুমদার, বহরমপুরে নির্মল কুমার সাহা, বাঁকুড়া থেকে সুভাষ সরকার,  বনগাঁ থেকে লড়বেন শান্তনু ঠাকুর, যাদবপুরে অনির্বাণ গঙ্গোপাধ্যায়,  বিষুপুর থেকে লড়বেন সৌমিত্র খাঁ, ঘাটালে অভিনেতা হিরণ।

2024-03-02 19:10:39

পাঞ্জাবের লুধিয়ানায় আপ নেতা সঞ্জীব অরোরার বাড়িতে তল্লাশি অভিযানে ইডি

2024-10-07 09:54:00

মঞ্চেই মৃত্যু

মঞ্চে তাঁর দাপুটে অভিনয় থেকে তখন চোখ ফেরানো দায়। মনে হচ্ছিল মঞ্চে ঘুরে বেড়াচ্ছেন স্বয়ং দশরথ নন্দন রামচন্দ্র। হঠাৎই ছন্দপতন। স্টেজে বুকে হাত দিয়ে বসে পড়লেন তিনি। এরপর দৌড়ে চলে গেলেন স্টেজের পিছনে। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৪৫ বছর বয়সি মঞ্চাভিনেতা সুশীল কৌশিকের। আদতে পূর্ব দিল্লির বাসিন্দা সুশীল জমি কেনাবেচার সঙ্গে যুক্ত। তবে অভিনয়ই তাঁর নেশা। রামলীলা পালায় কয়েক দশক ধরে তিনি রামের ভূমিকায় অভিনয় করে আসছেন। সব গান ও সংলাপ তাঁর মুখস্ত। মঞ্চে জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ দর্শকরা।

2024-10-07 09:52:58

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

শহরের আকাশ সকালের দিকে রয়েছে ঝকঝকে। তবে কখনও কখনও মেঘাচ্ছন্ন হতে পারে আকাশ। এমনকী আজ কলকাতার কোনও কোনও অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস।

2024-10-07 09:46:39

কল্যাণী পুলিস মর্গে পৌঁছাল নাবালিকার পরিবার

কল্যাণী পুলিস মর্গে পৌঁছাল নাবালিকার পরিবার

2024-10-07 09:44:00

কল্যাণীর মেডিক্যাল কলেজের পুলিস মর্গে আনা হচ্ছে জয়নগরের নাবালিকার দেহ

কল্যাণীর মেডিক্যাল কলেজের পুলিস মর্গে আনা হচ্ছে জয়নগরের নাবালিকার দেহ

হাইকোর্টের নির্দেশে জয়নগরের নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হচ্ছে কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের পুলিস মর্গে। কল্যাণী এইমস-এর তত্ত্বাবধানে তাঁদের চিকিৎসক দ্বারা কল্যাণী মেডিক্যাল কলেজের পুলিস মর্গে দেহের ময়নাতদন্ত হবে। সেখানে বারুইপুরের এসিজেএম-এর উপস্থিতিতে ভিডিওগ্রাফি করা হবে বলে জানা গিয়েছে। পরিবারের লোক যদি ময়নাতদন্তে দেখতে চায় তাঁদেরকে সেই ব্যবস্থা করে দিতে হবে। সেই মতোই সমস্ত প্রস্তুতি চলছে। আপাতত পুলিসি ঘেরাটোপে কল্যাণীর মেডিক্যাল কলেজের পুলিস মর্গ।

2024-10-07 09:37:00

রাষ্ট্রপতি ভবনে পৌঁছে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মইজ্জু

2024-10-07 09:34:00
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে পরিশ্রম ও ব্যস্ততা বৃদ্ধি। ছোট ও মাঝারি ব্যবসায় অগ্রগতি। অর্থাগম যোগটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা