বুধবার উত্তর দমদমের বিশরপাড়া ছোটফিঙা থেকে হাওড়া স্টেশন পর্যন্ত সরকারি বাস পরিষেবা চালু করল রাজ্য পরিবহণ দপ্তর। এদিন বিকেলে ওই বাস পরিষেবার সূচনা অনুষ্ঠানে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ সৌগত রায়, উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, আগে নিউ বারাকপুর পুরসভার কৃষ্টি প্রেক্ষাগৃহের কাছ থেকে দীঘা যাওয়ার বাস চালু করা হয়েছিল। এবার স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মেনে ছোটফিঙা থেকে হাওড়া স্টেশন যাওয়ার বাস পরিষেবা চালু হওয়ায় খুশি বাসিন্দারা। আপাতত দু’টি বাস সারাদিন যাতায়াত করবে। বাসগুলি বিরাটি ভায়া কাঁকুরগাছি, গিরিশপার্ক হয়ে হাওড়া স্টেশনে যাবে।
2024-02-29 09:55:53ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.৮৮ টাকা | ৮৫.৬২ টাকা |
পাউন্ড | ১০৫.৩৯ টাকা | ১০৯.১২ টাকা |
ইউরো | ৮৭.২৫ টাকা | ৯০.৬০ টাকা |