দিনকয়েক স্থগিত থাকার পর আজ, বৃহস্পতিবার ফের কর্মসূচির ঘোষণা করতে পারেন আন্দোলনকারী কৃষকেরা। আবারও ‘দিল্লি চলো’র ডাক দেওয়া হতে পারে। সামগ্রিক পরিস্থিতির কথা বিবেচনা করে বুধবার থেকেই দিল্লির সীমানা এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করা শুরু করেছে পুলিস-প্রশাসন। এদিনই দিল্লি-হরিয়ানার সিঙ্ঘু সীমানার জন্য জারি করা হয়েছে ট্র্যাফিক অ্যাডভাইসরি। আন্দোলনকারী কৃষকেরা কর্মসূচি সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার পর দিল্লি-হরিয়ানার অবরুদ্ধ সিঙ্ঘু এবং তিক্রি সীমানার একদিকে যান চলাচল শুরু করা হয়েছিল। আবারও ওই দুই সীমানা এলাকায় আঁটোসাঁটো নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে। পাশাপাশি দিল্লি-উত্তরপ্রদেশের গাজিপুর সীমানা এবং দিল্লি-নয়ডার চিল্লা সীমানাতেও বাড়ানো হচ্ছে নজরদারি। বুধবার এমনই জানিয়েছে স্থানীয় পুলিস-প্রশাসন। আন্দোলন সাময়িক স্থগিত করলেও পাঞ্জাব-হরিয়ানার শম্ভু এবং খানাউরি সীমানা থেকে সরেনি আন্দোলনকারীরা। আপাতত তাদের অবস্থান চলছে পাঞ্জাব-হরিয়ানার ওই দুই সীমানাতেই। এমএসপি আইনের ইস্যুতে কেন্দ্র-কৃষক পাঁচবারের বৈঠকও ব্যর্থ হয়েছে। প্রশ্ন উঠেছে. আন্দোলনকারী কৃষকেরা আজ যদি আবারও দিল্লি চলোর ডাক দেন, তাহলে কি কেন্দ্রের মোদি সরকার ফের তাদের বৈঠকে বসার ডাক দেবে?
2024-02-29 09:05:02পাচার করার আগেই হেরোইন সহ গ্রেপ্তার দুই। ঘটনাটি ঘটেছে অশোকনগর শহরে। ধৃতদের নাম অভিজিৎ দাস এবং পলাশ মজুমদার। বনগাঁ ও পেট্রাপোলের বাসিন্দা তারা। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ১০৯ গ্রাম হেরোইন, যার বাজারমূল্য লক্ষাধিক টাকা। পুলিস জানিয়েছে, শনিবার রাতে অশোকনগর নৈহাটি রোডের খালপাড় এলাকায় একটি স্কুটিতে দুই সন্দেহভাজন যুবককে দেখে সন্দেহ হয় পুলিসের। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিস। পাশাপাশি স্কুটিতে তল্লাশিও চালায়। তখনই উদ্ধার হয় নিষিদ্ধ মাদক।
2025-01-20 18:25:00বিয়ের জন্য ভ্যালেন্টাইন ডে-কে বেছে নিয়েছিলেন অনিল। শনিবার গাড়ি নিয়ে বেরিয়েছিলেন আত্মীয়স্বজনকে নিমন্ত্রণ করতে। কিন্তু বাড়ি ফেরা হল না তাঁর। গাজিপুরের বাবা ব্যাঙ্কয়েট হলের কাছে গাড়িতে আগুন লেগে মৃত্যু হল দিল্লির নওয়াদার বাসিন্দা অনিলের। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনিলের গাড়িটি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। অনিলের ভাই সুমিত জানিয়েছেন, ‘শনিবার সন্ধ্যায় দাদা বিয়ের কার্ড বিলি করতে বেরিয়েছিল। বাড়ি না ফেরায় তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা চেষ্টা করা হয়। তবে ফোন বন্ধ ছিল।’
2025-01-20 18:24:48শনিবার স্বরূপনগরের ভারত-বাংলাদেশ সীমান্তের বিথারিতে রুপো পাচার রুখল বিএসএফ। উদ্ধার হয়েছে একটি স্কুটার ও ১২.৫৩০ কেজি রুপো। এর বাজারমূল্য প্রায় ৯.৮৬ লক্ষ টাকা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ১৪৩ নম্বর ব্যাটালিয়নের সীমান্ত ফাঁড়ি বিথারিতে প্রতিনিয়ত তল্লাশি হয়। শনিবার বিএসএফ জওয়ানরা স্কুটারে করে এক ব্যক্তিকে আসতে দেখেন। তবে বিএসএফকে দূর থেকে দেখেই স্কুটার ফেলে চম্পট দেয় পাচারকারী। স্কুটারটি আটক করে তল্লাশি চালালে উদ্ধার হয় রুপোর গয়না। এমনকী স্কুটারে তেলের ট্যাঙ্কের ভিতরে লুকনো ছিল রুপোর গয়না। উদ্ধার হওয়া রুপো আইন মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশে পাচারের জন্য তা নিয়ে যাওয়া হচ্ছিল বলে জেনেছে বিএসএফ।
2025-01-20 18:24:13অপারেশন টেবিলে যন্ত্র বিকল হয়ে গেল। ফলে মাঝপথেই এক রোগীর অস্ত্রোপচার বন্ধ করতে হয়! কলকাতা শহরের একটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ১৪ জানুয়ারি ওই রোগীর স্পাইনাল কর্ডে অপারেশন হওয়ার কথা ছিল। অপারেশন শুরু হওয়ার পর নাকি যন্ত্র খারাপ হয়ে যায়। তখন অপারেশন বন্ধ করে দেওয়া হয়। ওই রোগী বর্তমানে হাসপাতালের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন। এ ব্যাপারে হাসপাতালের সুপারকে ফোন করা হলেও তিনি না ধরায় মন্তব্য পাওয়া যায়নি।
2025-01-20 17:45:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৫.৭৮ টাকা | ৮৭.৫২ টাকা |
পাউন্ড | ১০৩.৬৮ টাকা | ১০৭.৩৮ টাকা |
ইউরো | ৮৭.৬০ টাকা | ৯০.৯৮ টাকা |