সন্দেশখালির সামগ্রিক পরিস্থিতির কথা বিবেচনা করে স্বতঃপ্রণোদিত মামলা করল কলকাতা হাইকোর্ট। আজ, মঙ্গলবার বিচারপতি অপূর্ব সিনহা রায় তাঁর নির্দেশে উল্লেখ করেন, সন্দেশখালির দুটি বিষয় নিয়ে তিনি বিচলিত। প্রথমত, আদিবাসীদের জমি দখল করার অভিযোগ। একইসঙ্গে মহিলাদের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ। এই ঘটনায় আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে আদালত বান্ধব হিসেবে নিয়োগ করেছেন বিচারপতি। রাজ্যের পক্ষে আইনজীবী দেবাশিস রায়কে এই ব্যাপারে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২০ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।
বালি থানার দেওয়ানগাজি এলাকায় জিটি রোডের উপর ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে একটি যাত্রীবোঝাই ট্যাক্সিতে ধাক্কা মারে সিমেন্ট মেশানোর ডাম্পার। দুর্ঘটনার জেরে ডাম্পারের নিচে কার্যত দুমড়ে-মুচড়ে দলা পাকিয়ে যায় হলুদ ট্যাক্সিটি। ঘটনাস্থলে ছুটে আসে বালি থানার পুলিস ও দমকল বাহিনী। আর্থ মুভার দিয়ে প্রথমে ডাম্পারটিকে সরানো হয়। এরপর গ্যাস কাটারের সাহায্যে ট্যাক্সির পেছনের অংশ কেটে চালক ও যাত্রীদের বের করা হয়। আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুজনের মৃত্যু হয়েছে। অন্যদের চিকিৎসা চলছে।
2025-02-13 11:15:37ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৫.৮৮ টাকা | ৮৭.৬২ টাকা |
পাউন্ড | ১০৬.০৭ টাকা | ১০৯.৮১ টাকা |
ইউরো | ৮৮.১৬ টাকা | ৯১.৫৩ টাকা |