বন্ধ চা বাগান ইস্যুতে আজ সরগরম হল রাজ্য বিধানসভা। প্রথমে এই ইস্যুতে মুলতুবি প্রস্তাব আনা হয় বিরোধী দল বিজেপির পক্ষ থেকে। এরপর দফায় দফায় শুরু হয় স্লোগান ও বিক্ষোভ। তারপর ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। এমনকী অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নিষেধ উপেক্ষা করে বিধানসভার সিঁড়িতে বসে কিছুক্ষণ বিক্ষোভও দেখানো হয়।
2023-12-06 12:41:34ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৬.৬৩ টাকা | ৮৮.৩৭ টাকা |
পাউন্ড | ১০৬.৯২ টাকা | ১১০.৬৭ টাকা |
ইউরো | ৮৯.১৭ টাকা | ৯২.৫৫ টাকা |