ঝড় বৃষ্টির কারণে ওভারহেড তারে গাছ পড়ে যাওয়ায় বিপত্তি। খড়্গপুর স্টেশনে আটকে পড়ে করমণ্ডল, শিরমণি ও জগন্নাথ এক্সপ্রেস। রেল সূত্রে জানানো হয়েছে, বেলদার কাছে করমণ্ডলের এসি কোচে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় ট্রেন দাঁড় করানো হয়। কলাইকুণ্ডা, হিজলি, নিমপুরা, গোকুলপুরে ওভারহেড তারে গোলযোগ দেখা দেয়। প্রায় ঘণ্টাখানেক পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
2025-02-18 22:52:00ঝাড়গ্রাম স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়লা বোঝাই মালগাড়ির বগিতে অগ্নিকাণ্ড। আজ, মঙ্গলবার রাত পৌনে ১০টা নাগাদ আগুন লাগার বিষয়টি নজরে আসে। সঙ্গে সঙ্গেই ঝাড়গ্রাম স্টেশন কর্তৃপক্ষ দমকল বিভাগে খবর দেয়। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় ঝাড়গ্রাম স্টেশনের ৬ নং প্ল্যাটফর্মে মালগাড়িটি দাঁড়িয়ে ছিল। হঠাৎই মালগাড়ির বগি থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়। ঝাড়গ্রামের দমকল বিভাগ একটি ইঞ্জিন এসে পরিস্থিতি সামাল দেয়। তবে কিভাবে মালগাড়ির বগিতে আগুন লাগলো তা খতিয়ে দেখছে রেল। ঝাড়গ্রাম দমকল বিভাগের অফিসার মৃন্ময় মান্না বলেন,'কিছুক্ষণ আগে আমরা খবর পাই মালগাড়ির বগি থেকে আগুন ও ধোঁয়া বের হচ্ছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন আর বিপদ নেই।'
2025-02-18 22:43:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৫.৮৬ টাকা | ৮৭.৬০ টাকা |
পাউন্ড | ১০৭.৩১ টাকা | ১১১.০৭ টাকা |
ইউরো | ৮৯.৩৪ টাকা | ৯২.৭৩ টাকা |