কানাডার পন্থাই অবলম্বন করল ইসলামাবাদ। বালুচিস্তানের মাস্তাং জেলায় জোড়া বিস্ফোরণে ভারতীয় গুপ্তচর সংস্থার হাত রয়েছে বলে অভিযোগ করল পাকিস্তান। গতকালের জোড়া আত্মঘাতী বিস্ফোরণ ইতিমধ্যেই ৬৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এই পরিস্থিতিতেই কোয়েটায় দাঁড়িয়ে পাকিস্তানের মন্ত্রী সরফরাজ বুগতি সরাসরি অভিযোগ করেছেন ভারতের বিরুদ্ধে। তিনি বলেছেন, ‘এই আত্মঘাতী বিস্ফোরণের পিছনে ভারতের সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিসি উইংয়ের হাত রয়েছে’।
2023-10-01 09:26:21জনসংখ্যার তুলনায় আধার কার্ডে আবেদনকারীর সংখ্যা বেশি। অসমের বেশ কিছু জেলায় এই চিত্র ধরা পড়েছে। তারপরেই নড়েচড়ে বসেছে অসমের বিজেপি সরকার। গতকাল, শনিবার একটি নিয়ম চালু করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অসমে এবার থেকে আধার কার্ড পেতে গেলে এনআরসিতে আবেদন করা বাধ্যতামূলক করে দেওয়া হল। মূলত অনুপ্রবেশকারীদের শনাক্তকরণের লক্ষ্যে এই নিয়ম চালু করা হয়েছে, মত অসম সরকারের। এই বিষয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, ‘আধার কার্ডের জন্য আবেদন করাটা শুধু নাগরিক হিসেবে নথিভুক্ত হওয়ার জন্য নয়। এর মধ্যে বহু সন্দেহভাজন নাগরিক আছেন। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার থেকে আধার কার্ড পাওয়ার জন্য আবেদন করতে গেলে এনআরসির রিসিপ্ট নম্বর দিতে হবে। সহজেই আর আধার কার্ড দেওয়া হবে না।’
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.১৩ টাকা | ৮৪.৮৭ টাকা |
পাউন্ড | ১০৮.৩২ টাকা | ১১১.৮৭ টাকা |
ইউরো | ৯১.২৫ টাকা | ৯৪.৪৩ টাকা |