খলিস্তানপন্থী কুখ্যাত গ্যাংস্টার সুখদোল সিং ওরফে সুখা দুনেকের খুনের দায় নিল লরেন্স বিষ্ণোই গ্যাং। জেলবন্দি এই কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইর বিরুদ্ধে পাঞ্জাবি গায়ক সিদ্ধু মুসেওয়ালা খুনের মূলচক্রী হওয়ার অভিযোগ রয়েছে। জেলে থাকাকালীন বলিউড তারকা সালমান খানকে খুনের হুমকি দিয়েও শিরোনামে এসেছিল লরেন্স। একটি ফেসবুক পোস্টের মাধ্যমে লরেন্সের গ্যাং সুখদোল সিংকে খুনের দায় স্বীকার করেছে বলে খবর। যদিও তা সত্যি কিনা তা এখনও স্পষ্ট নয়।
2023-09-21 12:00:32ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.০৯ টাকা | ৮৪.৮৩ টাকা |
পাউন্ড | ১০৯.৪৭ টাকা | ১১৩.০৪ টাকা |
ইউরো | ৯১.০৬ টাকা | ৯৪.২৫ টাকা |