মাকে খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দিয়ে দেহ লোপাটের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটার ১৩ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়ায়। আজ শনিবার, সেপটিক ট্যাঙ্ক থেকে পুলিস, মায়া চট্টোপাধ্যায় (৬৫) নামে ওই মৃত মহিলার দেহটি উদ্ধার করে। এই ঘটনায় মৃতার ছেলে বাপ্পা চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে।
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮২.৮৩ টাকা | ৮৪.৫৭ টাকা |
পাউন্ড | ১০৯.৩৫ টাকা | ১১২.৯২ টাকা |
ইউরো | ৯১.৯২ টাকা | ৯৫.১২ টাকা |