ট্যাক্সি ভাড়া বৃদ্ধির দাবিতে ১৫ জুন নবান্ন অভিযানের ডাক দিল একটি বাম সংগঠন। বৃহস্পতিবার এআইটিইউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটার্স কো-অর্ডিনেশন কমিটি এই দাবিতে রাস্তায় নেমেছিল। ওই প্রতিবাদ মিছিলে পা মেলান বহু ট্যাক্সি চালক। লেনিন সরণি থেকে এন্টালি মার্কেট পর্যন্ত মিছিল করেন তাঁরা। তারপর একটি সভা থেকে নবান্ন অভিযানের ঘোষণা করেন সংগঠনের নেতারা। তাঁদের দাবি, ট্যাক্সির সঙ্গে অসংখ্য পরিবারের রুটি-রুজি যুক্ত। দীর্ঘদিন ভাড়া বৃদ্ধি না হওয়ায় ট্যাক্সি পরিষেবা কার্যত ধুঁকছে। অবিলম্বে ভাড়া বৃদ্ধি করতে হবে। এই দাবিতে মিছিলের ডাক দেওয়া হয়েছে। ইউনিয়নের নেতাদের অভিযোগ, পথেঘাটে ট্রাফিক পুলিস ট্যাক্সি চালকদের সঙ্গে অমানবিক আচরণ করে। পুলিসি জুলুমের বিরুদ্ধে প্রশাসনকে কড়া পদক্ষেপ করার দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।
2023-06-09 10:04:15ফের বিতর্কে দক্ষিণী অভিনেতা বিনায়কান। এক বেসরকারি বিমান সংস্থার গেট স্টাফের সঙ্গে খারাপ ব্যবহার ও এয়ারপোর্টে গন্ডগোল পাকানোর জন্য আটক করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় ছিলেন তিনি। কোচি থেকে হায়দরাবাদ এসেছিলেন। তাঁর যাওয়ার কথা ছিল গোয়াতে। হায়দরাবাদ এয়ারপোর্টেই গন্ডগোল পাকান বিনায়কান। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ওই অভিনেতা বিমানবন্দরে মেঝেতে খালি গায়ে বসে অভব্য আচরণ করছেন। যার ফলে বিরক্ত হন বিমানবন্দরে আসা যাত্রীরা। বাধ্য হয়েই বিনায়কানকে আটক করে বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিআইএসএফ জওয়ান। তারপরে পুলিসের হাতে অভিনেতাকে তুলে দেন ওই জওয়ান। বিনায়কনের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। রজনীকান্তের ছবি ‘জেলার’-এ খলনায়কের চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন বিনায়কান।
2024-09-08 11:17:00আর জি কর কাণ্ডে নতুন মোড়। সিবিআই সূত্রে খবর, গত ৯ আগস্ট ভোরবেলা নিজের গাড়ির ড্রাইভারকে ফোন করেছিলেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর ড্রাইভারের কাছে ভোর ৫টা ৪৫ মিনিট নাগাদ ফোনটি আসে। তাঁকে আসতে বলা হয় বেলেঘাটার বাড়িতে। সূত্রের খবর, সিবিআইয়ের কাছে এমনটাই জানিয়েছেন সন্দীপ ঘোষের ড্রাইভার।
2024-09-08 11:02:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.১৩ টাকা | ৮৪.৮৭ টাকা |
পাউন্ড | ১০৮.৩২ টাকা | ১১১.৮৭ টাকা |
ইউরো | ৯১.২৫ টাকা | ৯৪.৪৩ টাকা |