এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন পর্বের কথা মাথায় রেখে ভারতীয় কুস্তির অ্যাড-হক কমিটিতে যোগ করা হল অভিজ্ঞ দুই কোচ জ্ঞান সিং ও অশোক গর্গকে। বৃহস্পতিবার ভারতীয় ওলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সচিব কল্যাণ চৌবে একথা ঘোষণা করেন। মূলত বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগিরদের অন্দোলনের জেরে থমকে গিয়েছে এশিয়ান গেমসের প্রস্তুতি। এই পরিপ্রেক্ষিতে বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে দেখা করেন সাক্ষী মালিক-বজরং পুনিয়ারা। তারপরই এই দুই কোচের অন্তর্ভূক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, বিএস বাজওয়ার তত্ত্বাবধানে আগেই গঠন করা হয়েছিল অ্যাড-হক কমিটি।
2023-06-09 09:51:33ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.০৯ টাকা | ৮৪.৮৩ টাকা |
পাউন্ড | ১০৯.৪৭ টাকা | ১১৩.০৪ টাকা |
ইউরো | ৯১.০৬ টাকা | ৯৪.২৫ টাকা |