অমৃতকথা

প্রেমোদ্বুদ্ধ কর্মধারা 

পার্থিব লাভের আশাতেই হোক, আর ব্যক্তিবিশেষের প্রতি আসক্তিবশেই হোক, অসৎকর্মে কখনোই লিপ্ত হওয়া উচিত নয়। তবে কারও বিশেষ প্রয়োজনে তারই কল্যাণে কোন একটি আরব্ধ শুভ কর্ম সাময়িকভাবে স্থগিত রাখা, কিংবা তার পরিবর্তে আরও একটি ভালো কাজ করা বিধেয়। সে-ক্ষেত্রে মহৎ কাজ ব্যর্থ হয় না, তা আরও মহৎ কাজে রূপান্তরিত হয়।  প্রেম বিনা, লোক-দেখানো সকল কাজই আসার; আর—জগতের চোখে তা যতই তুচ্ছ ও হেয় হোক না কেন—যার মধ্যে প্রেম আছে তা পূর্ণাঙ্গ চরিতার্থতায় মণ্ডিত হয়ে ওঠে। মানুষের কাজের পরিমাণ নয়, কাজের উদ্দীপক প্রেমের উৎকর্ষই ভগবান বিচার করেন। বিপুল যার প্রেম, তার কর্মও বিপুল। যে যত সুষ্ঠুভাবে কাজ করে তার কাজের মূল্যও ততই অধিক। স্বার্থ নয়, জনসেবা-ই যার কর্মের উদ্দেশ্য, সে-ই প্রকৃত কর্মী। স্বাভাবিক আসক্তি-কে প্রায়ই আমরা প্রকৃত প্রেম ব’লে ভুল করি: ইন্দ্রিয়বশ্যতা, আত্মপরতা, পুরস্কারপ্রাপ্তির লালসা, স্বার্থলাভের বাসনা প্রভৃতির অভাব কচিৎ কদাচিৎ দেখা যায়। অকৃত্রিম প্রেমের যে অধিকারী, সে কোনো কাজে নিজের স্বার্থ খুঁজে বেড়ায় না; বরং সব কাজেই তার একমাত্র উদ্দেশ্য—ঈশ্বরের মহিমাপ্রকাশ। তার ঈর্ষা নেই কারও প্রতি, ভাবনা নেই আত্মসুখের, ব্যক্তিগত সিদ্ধিতে নেই কোনো উল্লাসঃ ভগবৎপ্রেম-সম্ভোগই তার একমাত্র আকাঙ্ক্ষা। যা শুভ, তার কৃতিত্ব সে কখনই কোনো মানুষকে দেয় না; যাঁর সান্নিধ্যে পুণ্যাত্মারা চির বিশ্রাম লাভ করেন, সর্বমঙ্গলের উৎসস্বরূপ সেই ভগবানের বিধান প্রতিটি মঙ্গলকাজের মধ্যে সে লক্ষ্য করে। আহা, মানুষের মনে যদি বিশুদ্ধ ভগবৎপ্রেমের একটি স্ফুলিঙ্গও বর্তমান থাকত, তাহলে যাবতীয় পার্থিব বস্তুর অসারতা সে সহজেই অনুভব করত।
পরদোষ-সহিষ্ণুতা 
নিজের বা অন্যের যে-সব ত্রুটি শোধন করা তার সাধ্যের বাইরে মানুষকে তা ধৈর্যসহকারে সহ্য করতেই হবে,  যতদিন না স্বয়ং ভগবান অনুরূপ বিহিত করেন। মনে রেখো তোমার সহিষ্ণুতার এইটিই শ্রেষ্ঠ পরীক্ষা—আর সহিষ্ণুতা ছাড়া তোমার আত্মিক উৎকর্ষের মূল্য অতি সামান্য। কিন্তু তাহলেও এই জাতীয় বাধাবিপত্তির সম্মুখীন হলে তিনি যাতে তোমাকে সাহায্য করেন, এবং যথাযথরূপে সহ্য করার শক্তি দেন সেইজন্যে ভগবানের কাছে নিরন্তর প্রার্থনা জানাবে। একবার কি দুবার তিরস্কৃত হওয়া সত্ত্বেও কেউ যদি সৎ পথে প্রবৃত্ত না হয়, তবে তার সঙ্গে আর তর্কবিবাদ ক’রো না, সব দায়িত্ব ঈশ্বরের হাতে সমর্পণ কর; তিনি অমঙ্গলকে মঙ্গলে পরিণত করতে জানেন। তাঁর অভিপ্রায়ই পূর্ণ হোক, তাঁর সেবকদের জীবনে তিনিই গৌরবান্বিত হয়ে উঠুন। অন্যের সমস্ত রকম ত্রুটি-বিচ্যুতি সহ্য করার মতো ধৈর্য ধরার চেষ্টা করো; মনে রেখো, তোমার নিজের মধ্যেও এমন অনেক দোষ আছে যা সহ্য করতে হয়। তুমি যখন নিজেকেই নিজের মনোমতো করে গ’ড়ে তুলতে পার না, তখন অন্যেরা যে তোমার মনোমত হবে তা তুমি কেমনভাবে আশা কর?
ফাদার দ্যতিয়েনের অনুবাদিত ‘খ্রীষ্টানুকরণ’ থেকে
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা