অমৃতকথা

শ্রীমা সারদা দেবীর জীবনচিত্র

এ এক দেবী-জননীর কাহিনি। জগতের সবাই তাঁকে ভালবেসে ‘মা’ বলে ডাকেন। সবাই এই পবিত্রতার প্রতিমূর্তিকে বলেন শ্রীশ্রীমা, ‘অমৃতস্বরূপিণী’ সারদা দেবী। তিনি ভগবতী, জগজ্জননী। ভগিনী নিবেদিতা তাঁর সম্বন্ধে বলতেন, “শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আমাদের জন্য রেখে যাওয়া এক অপূর্ব প্রেমের পাত্র।” স্বামী বিবেকানন্দ তাঁকে দেখতেন রামকৃষ্ণ সঙ্ঘের সঙ্ঘজননী, রক্ষাকর্ত্রী, পরিপালনকারিণী হিসেবে। শিষ্যরা তাঁকে স্তুতি করেন মা বলে। তিনি মহাদেবী, বিশ্ববিধাত্রী। বিশ্ব তাঁর বন্দনা করে ‘মহাশক্তি-মহামায়া’ বলে, তিনি জগদ্ধাত্রী, আবার তিনিই সীতা, রাধা, মেরি মাতা। নারীর গৌরবের পরাকাষ্ঠা তাঁর জীবন। জ্ঞানীরা বলেন, তাঁর চরিত্র প্রত্যেক নারীরই অনুসরণ করার মতো। একজন নারী তাঁর মাতৃত্ব আর সেবা দিয়ে, সহ্যশক্তি আর ঈশ্বরচিন্তা দিয়ে কোন মহিমায় পৌঁছতে পারেন তারই প্রমাণ এই মহাজীবন। এক কথায়, ভালবাসা আর একটু শান্তি খুঁজছে এমন অসংখ্য মানুষের তিনি সত্যিকারের মা।
ঘোমটার আড়ালে
সংসারের বহু দায়িত্বের মধ্যে থেকেও তিনি সন্ন্যাসীদের জন্যও আদর্শ জীবন দেখিয়েছেন যা সন্ন্যাসীদের অনুসরণযোগ্য। তিনি প্রাচীন ঐতিহ্যে বিশ্বাসী কিন্তু নতুনকে গ্রহণ করতে কখনই পিছপা হননি। তিনি বিবাহিতা। কিন্তু পতি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তাঁকে শুধু দেবীর মতো সম্মান করতেন তাই নয়, দেবীরূপে পুজাও করেছেন। তাঁর বহু শিষ্য ছিলেন। গুরু হয়েও তিনি তাঁদের সেবা করতেন, লজ্জার বা ঘোমটার আড়ালটি রেখেই সংসার, সমাজ এবং সঙ্ঘের দায়িত্ব নিয়েছিলেন মায়ের মতো।
অবতারের প্রসঙ্গ
এবং ভগবতী দেবী সা নিত্যাপি পুনঃ পুনঃ।
সম্ভূয়কুরুতেভূপ জগতঃ পরিপালনম্‌।।
দেবীমাহাত্ম্য ঘোষণা করেছেন, “দেবী ভগবতী তাঁর সৃষ্টিকে রক্ষা করবার জন্য বারবার পৃথিবীতে আসেন। যখনই জগতে অধর্মের ভাব বেশি হয়, মানুষের মনে সংশয় আসে, তখনই তিনি আসেন।” পরাধীন ভারতে সামাজিক কুসংস্কার, জাতপাতের গোঁড়ামি, অর্থহীন আচার-বিচার মেয়েদের অবস্থা শোচনীয় করে তুলেছিল। সেইসঙ্গে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে তাদের আধ্যাত্মিকতাও যখন প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়াল তখন এই যুগের প্রয়োজন মেটাতে এলেন শ্রীমা সারদা দেবী। তাঁর জীবন যেন প্রাচীন এবং নূতন আদর্শের মধ্যে গড়া একটি সেতু।
পিতামাতার স্বপ্ন
অবতার কবে আসবেন, কখন আসবেন তা আগে থেকে জানা যায় না। তাছাড়া তাঁরা যখন থাকেন তখন খুব কম মানুষই তাঁদের চিনতে পারেন। তাঁদের দেহত্যাগের বেশ কিছু পরে তাঁদের জীবন ও উপদেশ ধীরে ধীরে অনেক জীবনকে বদলে দেয়, অনেক জীবনের মোড় ফিরিয়ে দেয়—মনের গতিকে ধর্মের দিকে নিয়ে যায়। অবশ্য অন্য কেউ জানুক বা না জানুক অবতারের বাবা-মা কিন্তু তাঁদের দিব্য আবির্ভাব আগে থেকে জানতে পারেন। শ্রীমা সারদা দেবীর জীবনেও তেমনি ঘটনা দেখা যায়। তাঁর পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন একজন সহজ সরল ব্রাহ্মণ।
সারদা মঠ প্রকাশিত ‘বাণী তাঁর আকাশে বাতাসে’ থেকে 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা