সম্পাদকীয়

পুনর্বিন্যাস ও গেরুয়া কৌশল

চব্বিশের ভোটে নরেন্দ্র মোদি হ্যাটট্রিক করেছেন বটে, কিন্তু মন ভরেনি তাঁর। কেননা, বিজেপি এবং এনডিএ উভয়েরই আসন সংখ্যা উনিশের চেয়ে অনেকটাই কমে গিয়েছে। তার ফলে ক্ষতি হয়েছে তাঁর দু’দিক থেকেই—সরকারে বিজেপি এবং মোদির একচ্ছত্র আধিপত্য চলে গিয়েছে, অন্যদিকে লোকসভাতেও দুর্বল হয়ে গিয়েছে বিজেপি তথা এনডিএ। স্বভাবতই উজ্জীবিত বিরোধী পক্ষ। অষ্টাদশ বা চলতি লোকসভায় বিবিধ বিরোধিতার মোকাবিলা করতেই যে সরকার পক্ষকে নাস্তানাবুদ হতে হবে, তা তারা টের পেয়েছে ইতিমধ্যেই, একাধিক ইস্যুতে। শুধু লোকভাতেই নয়, বিজেপি এবং এনডিএ-র এই দুর্বলতার ছায়া প্রকট হয়েছে একাধিক রাজ্যেও—স্থানীয় সরকার (পঞ্চায়েত/পুরসভা) থেকে বিধানসভা ও উপনির্বাচন পর্যন্ত নানা ক্ষেত্রে গণতন্ত্রের অনুশীলনে। জম্মু ও কাশ্মীরকে রাজনৈতিক কব্জায় নেওয়ার ক্ষেত্রে মোদি-শাহের চরম ব্যর্থতা আন্তর্জাতিক মহলেরও দৃষ্টি এড়ায়নি। সব মিলিয়ে লক্ষণীয় গেরুয়া শিবিরের ক্রমবর্ধমান অস্বস্তি। তাদের এটাও নিশ্চিত করে ভাবাচ্ছে যে, এই ধারা বজায় থাকলে পরবর্তী (২০২৯) লোকসভা নির্বাচনের আগে বিজেপি, এনডিএ উভয়েই আতান্তরে পড়ে যাবে।
উপর্যুপরি চতুর্থ এনডিএ সরকার গঠন যাতে কষ্টকল্পনায় পর্যবসিত না-হয় তার জন্য এখন থেকেই ঘুঁটি সাজাচ্ছেন কি মোদি? মোদি সরকারের সেন্সাস এবং ডিলিমিটেশন ভাবনাই রাজনৈতিক মহলের সামনে প্রশ্নটি উপস্থিত করেছে। প্রথমে হবে সেন্সাস বা জনগণনা। তার ভিত্তিতে সরকার হাত দেবে ডিলিমিটেশনে—অর্থাৎ দেশজুড়ে বিধানসভাগুলি এবং লোকসভার আসন পুনর্বিন্যাসের কাজে। তারপরই নেওয়া হবে লোকসভার ভোট। যেকোনও শাসকই এই কাজটি করার ভিতরে তাঁর প্রত্যাবর্তনের পন্থাও নিশ্চিত করতে চান। মোদি-শাহরা কোনোভাবেই তার ব্যতিক্রম নন, বরং অধিক কৌশলী। তাই রাজনৈতিক মহলের অনুমান, এই ডিলিমিটেশন ভাবনা জুড়েই থাকছে গেরুয়া শিবিরের আসন বৃদ্ধির অঙ্ক। বহুচর্চিত ‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’ আদৌ হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে ২০২৯ সালের লোকসভা ভোটে দুটি পরিবর্তন নিয়ে কোনও সংশয় নেই। ডিলিমিটেশন এবং মহিলা আসন সংরক্ষণের বাস্তবায়ন। রাজনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষকদের ধারণা, লোকসভায় আসন সংখ্যা বেড়ে হতে চলেছে অন্তত ৭৮৮। এই পুনর্বিন্যস্ত ও বর্ধিত আসনের ভিত্তিতেই হবে পরবর্তী লোকসভা নির্বাচন। আর সেখানেই কার্যকর হবে ২০২৩ সালে পাস হওয়া মহিলা সংরক্ষণ বিল। নরেন্দ্র মোদিরই উদ্যোগে বিপুল অর্থ খরচ করে নয়া সংসদ ভবন নির্মিত হয়েছে। বিতর্কিত এক অনুষ্ঠানের মাধ্যমে ওই ভবনের উদ্বোধনও করেছেন তিনি। সংসদের অধিবেশন এখন ওই সুবৃহৎ কক্ষেই বসে। ভবিষ্যতে বর্ধিত সংখ্যক সদস্যদের কথা মাথায় রেখেই এই ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। এমনকী লোকসভা-রাজ্যসভার যৌথ অধিবেশন আয়োজনেরও উপযোগী এই নবনির্মিত ভবন। এমন আয়োজন যাঁর হাতে ও নেতৃত্বে পরবর্তী লোকসভায় তিনিই সেখানে থাকতে পারবেন না, এই জিনিস মেনে নেওয়া নরেন্দ্র মোদির পক্ষে কল্পনাতীত বইকি।
তাই রণকৌশল তৈরি চলছে অত্যন্ত সুচতুরভাবে। অবশেষে নতুন বছরে, অর্থাৎ ২০২৫-এ সেন্সাসের কাজ শুরু হবে। সেন্সাসের প্রকাশিত পরিসংখ্যান হাতে নিয়ে পরের বছর গড়া হবে ডিলিমিটেশন কমিশন। একাধিক মাপকাঠি অনুযায়ী লোকসভা ও বিধানসভা আসনের সীমানা পুনবির্ন্যাস করে দেবে তারা। বর্ধিত লোকসভা আসনের ভিত্তিতেই ২০২৯ সালে হবে সাধারণ নির্বাচন। রাজনৈতিক মহলের খবর, মোদি কেবল বর্ধিত লোকসভা আসনের ভিত্তিতে ভোট করেই থেমে থাকতে চাইছেন না, তাঁর লক্ষ্য ‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’ ভাবনারও বাস্তবায়ন। আর এখানেই শুরু মোদির আসল অঙ্ক। জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা থেকে বিশেষজ্ঞদের অনুমান, দক্ষিণ ভারতে লোকসভা আসন কমবে এবং বাড়বে উত্তর ও পূর্ব ভারতে। তাতে নিজেদের লাভের পাল্লা ভারীই দেখছেন হিন্দুত্ববাদীরা। কিন্তু তাতেও যে স্বস্তিতে নেই মোদিবাবুরা! কারণ চব্বিশের লোকসভা এবং পরবর্তীকালে অনুষ্ঠিত একাধিক রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল, হিন্দিবলয়ে দলের শক্ত ঘাঁটিতেও মোদির নেতৃত্বের প্রতি অনাস্থা স্পষ্ট করেছে। তাই গেরুয়া শিবিরের থিঙ্কট্যাঙ্ক আসন পুনর্বিন্যাসের ভিতরেই খুঁজছে এই দগদগে ক্ষত পূরণের মহৌষধ। তাদের প্রাথমিক লক্ষ্য হবে, বাংলা এবং উত্তরপ্রদেশ। এই দুই রাজ্যে আসন বাড়িয়ে, তাদের দু’ভাগে ভেঙে দেওয়ার ফর্মুলা কাজে লাগানো হলেও বিস্ময়ের কিছু থাকবে না। চেষ্টা থাকবে বিজেপির পক্ষে দুর্বল আসনের পার্শ্ববর্তী মজবুত ভোটব্যাঙ্কের আসনটিকে জুড়ে দিতে। তাতে ভোটের মাধ্যমে বিজেপির আসন সংখ্যা বৃদ্ধির সুযোগ বাড়বে। আসন বিন্যাস এই অঙ্কে চললে কোনও সন্দেহ নেই তাতে ক্ষতিগ্রস্ত হবে—কংগ্রেস, তৃণমূল, সপা, আরজেডি, জেএমএম প্রভৃতি প্রধান বিরোধী দল। সমস্ত বিরোধী দলের এই ব্যাপারে এখন থেকেই সতর্ক হওয়া দরকার। দেশের গণতন্ত্র এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে সংহত করার স্বার্থেই এটা জরুরি।
4d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

লাগাতার প্রচেষ্টার পর কর্মে অগ্রগতি। বিশেষ কোনও ক্ষেত্র থেকে বড় বরাত প্রাপ্তির যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     November,   2024
দিন পঞ্জিকা