সম্পাদকীয়

‘ধর্মের’ আশ্রয়ে কুসংস্কার

চার বছর আগে সেটাও ছিল এক সেপ্টেম্বরের ঘটনা। ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাতরাস জেলায় চারজন উচ্চবর্ণের পুরুষ ধানখেতের মধ্যে এক ১৯ বছরের দলিত তরুণীকে গণধর্ষণ করে পৈশাচিক শারীরিক অত্যাচার চালায়। ঘটনার দু’সপ্তাহ পর দিল্লির একটি হাসপাতালে মৃত্যু হয় সেই কন্যার। তার মৃত্যুর পর পরিজনের সম্মতি ছাড়াই পুলিস জোর করে দেহ পুড়িয়ে দেয়। গোটা দেশে সেই নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়। সেই হাতরাস ফের শিরোনামে আসে গত জুলাই মাসে। এবার পদপিষ্ট হয়ে প্রায় ১২৫ জনের মৃত্যু ঘটে। খবরে প্রকাশ, এই জেলার এক গ্রামের অপরিসর মাঠে স্বঘোষিত ধর্মগুরু সুরজ পাল ওরফে ‘ভোলে বাবা’ ‘সৎসঙ্গ’-র ডাক দিয়েছিলেন। অনুষ্ঠান শেষে বাবার কাছে পৌঁছনোর হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে যায়। উদ্যোক্তারা পুলিসকে জানিয়েছিলেন, সৎসঙ্গে ৮০ হাজার ভক্ত উপস্থিত থাকবেন। কিন্তু ছিলেন আড়াই লক্ষ মানুষ। যোগী আদিত্যনাথের সাম্রাজ্যের সেই ঘা না-শুকতেই আবার খবরে উঠে এসেছে হাতরাস। এবার কুসংস্কারের বলি হতে হয়েছে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে। বিজেপি’র ‘মডেল’ রাজ্য উত্তরপ্রদেশের হাতরাসের ডিএল পাবলিক স্কুলে পড়ত শিশুটি। স্কুলের মালিক কালাজাদু ও তন্ত্রসাধনায় বিশ্বাসী। সেই অন্ধ বিশ্বাসেই স্কুল ও পরিবারের ‘সমৃদ্ধি’-র অজুহাতে ‘বলি’ দেওয়া হয় শিশুটিকে। শুধু স্কুলের মালিক যশোধর সিং নয়, এই ঘটনায় স্কুলের এক শিক্ষক ও ডিরেক্টরও যুক্ত বলে অভিযোগ। শ্বাসরোধ করে পড়ুয়া শিশুটিকে খুন করা হয়েছে। এই ঘটনা সামনে আসার পর আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, একই উদ্দেশ্যে গত ৬ সেপ্টেম্বর আরও এক ছাত্রকে ‘বলি’ দেওয়ার চেষ্টা হয়েছিল। আট বছরের সেই বাচ্চাটি কোনওক্রমে বেঁচে ফিরে পরে জানিয়েছে, স্কুলের মালিক নাকি তার নাক-মুখ চেপে ধরেছিল। তার দম বন্ধ হয়ে আসছিল। সেই সময়ে সে চিৎকার করায় আশপাশের লোক ছুটে আসে। সেই সুযোগে সে পালায়। সেই বাচ্চাটি পালাতে পারলেও দ্বিতীয় শ্রেণির শিশুটি কার্যত ঘুমের মধ্যেই ‘শেষ’ হয়ে যায়। তোলপাড় ফেলে দেওয়া একের পর এক এইসব ঘটনার পরও রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কোনও হেলদোল দেখা যাচ্ছে না! বরং বিজেপি’র অন্দরের খবর, হিন্দি ‘হার্টল্যান্ড’-এ দলের এই ‘পোস্টার বয়’ নরেন্দ্র মোদির পর প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার। কী হবে তা অবশ্য পরে বোঝা যাবে। কিন্তু এই নিয়ে কোনও সন্দেহ নেই যে, আন্তর্জাতিক ক্ষেত্রে এখন ভারত বলতে হাতরাসকে তুলে ধরতেই পারে নিন্দুকেরা। ‘ডাবল ইঞ্জিন’ সরকারের ‘সাফল্য গাথা’ হিসেবে। বলাবাহুল্য হাড়হিম করা এই ঘটনা প্রসঙ্গে স্বভাবসিদ্ধভাবে বিজেপি নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছে!
এদেশে কুসংস্কার, কালাজাদু, ডাইনি সন্দেহে হত্যা বা আক্রমণ ভাইরাসের মতো একটি সংক্রামক ব্যাধি। অথচ আজও কুসংস্কার বিরোধী কোনও সুনির্দিষ্ট জাতীয় আইন তৈরি হয়নি! বহু বছর আগে কালাজাদু বিরোধী আন্দোলন করার ‘অপরাধে’ প্রাণ দিতে হয়েছিল সমাজকর্মী নরেন্দ্র দাভোলকরকে। সেই ঘটনার পর কুসংস্কার ও কালাজাদুর বিরুদ্ধে মহারাষ্ট্র সরকার একটি আইন তৈরি করে। সেটা ২০১৩ সালে। এর চার বছর পরে ২০১৭ সালে অনুরূপ একটি আইন করে কর্ণাটক রাজ্য। অন্যদিকে ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, রাজস্থান সহ দেশের বারোটি রাজ্যে ডাইনি অপবাদ দিয়ে অত্যাচারের ঘটনার বিরুদ্ধে কড়া শাস্তির বিধান রয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, ‘ম্যাজিক, রেমেডিজ অ্যান্ড অবজেকশনেবল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাক্ট’ সহ কয়েকটি কেন্দ্রীয় আইনের সাহায্যে কুসংস্কার ও কালাজাদুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কিছুটা সুযোগ রয়েছে ঠিকই, কিন্তু এই আইনগুলির তেমন প্রচলন নেই। ফলে এই সুযোগে বৃদ্ধি পাচ্ছে কুসংস্কার।
প্রশ্ন উঠেছে, কুসংস্কার, কালাজাদুর মতো অন্ধ বিশ্বাস দূর করতে মোদি সরকার আদৌ আগ্রহী তো? নাকি ‘সনাতনী ঐতিহ্যের’ নামে তাকে জল-বাতাস দিয়ে পুষ্ট করার চেষ্টা হচ্ছে? যেমন, প্লাস্টিক সার্জারির নিদর্শন হিসাবে গণেশের কথা, স্টেমসেল নীতির প্রমাণ গান্ধারীর শতপুত্র, টেস্ট টিউব বেবি কর্ণ, পুষ্পক রথকে বিমান চলাচলের প্রযুক্তি হিসেবে দেখা, সঞ্জয়ের দেওয়া কুরুক্ষেত্রের যুদ্ধের ধারাবিবরণীকে অন্তর্জালের ব্যবহারের নিদর্শন (ইন্টারনেট) হিসেবে দাবি করা হয়েছে গেরুয়া শাসকের তরফে। একদা মোদির শিক্ষামন্ত্রীর জ্যোতিষশাস্ত্রের বৈজ্ঞানিক ব্যাখ্যার দাবি এই প্রসঙ্গে স্মরণযোগ্য। এই শাসকের মুখেই শোনা গিয়েছে গোরুর নিঃশ্বাসে অক্সিজেন বা দুধে সোনা পাওয়ার কথা। শুধু মুখের কথা নয়, মোদি সরকারের নতুন জাতীয় শিক্ষানীতিতেও প্রাচীন ও সনাতনী ঐতিহ্যের নামে এমন কিছু রয়েছে দেখা যাচ্ছে যা বিজ্ঞানমনস্ক মানুষের মনে প্রশ্নের ঝড় তুলেছে। আসলে মোদি জমানায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধর্মের আশ্রয় নিয়েছে কুসংস্কার, যার ‘বলি’ এই দ্বিতীয় শ্রেণির শিশুটি। তাই এমনটা হয়তো চলবে নিরন্তর।
13d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা