সম্পাদকীয়

ব্যর্থতার ১০০ দিন!

লোকসভা ভোটের আগে নিজের সম্পর্কে তিনি বলেছিলেন, ‘কেউ কেউ আমাকে পাগল বলতে পারে, কিন্তু আমি নিশ্চিত যে, ‘পরমাত্মা’ আমাকে একটি বিশেষ উদ্দেশ্যের জন্য পাঠিয়েছেন।... আমি নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছি’। এও বলেছিলেন, তাঁর জন্ম জৈবিকভাবে হয়নি। ঈশ্বরের সেই ‘স্বঘোষিত বরপুত্র’ এবার ‘মডার্ন বিশ্বকর্মা’-র তকমা পেলেন। মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৪ বছরে পা দিলেন। পদ্মশিবিরের এই ‘বিশ্বগুরু’র জন্মদিন পক্ষকাল ধরে পালন করবে বিজেপি। আর তাঁর সরকার এই সময়টা ‘সেবাপক্ষ’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। কোনও দল তাদের নেতার ম্যারাথন জন্মদিন পালন করতেই পারে। সরকারি কর্মসূচির সঙ্গে নেতার নাম জুড়ে দেওয়াটা এদেশে ব্যতিক্রমী ঘটনা নয়। কিন্তু প্রধানমন্ত্রীকে ‘বিশ্বকর্মা’ তকমা দেওয়ার মতো ধৃষ্টতা আগে কোনও দল দেখিয়েছে কি না সন্দেহ। খবরে প্রকাশ, মোদিকে ‘মডার্ন বিশ্বকর্মা’ ঘোষণা করে তাঁর জন্মদিন পালনে ওড়িশায় ৭৩ কেজি লাড্ডু বিলি করেছে বিজেপি। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মোদির জন্মদিন ও সরকারের বিশ্বকর্মা যোজনা প্রকল্প ঘোষণা করা হয়। এই প্রকল্পে গ্রামীণ নানান পেশার কারিগরদের জন্য কাজ ও আর্থিক সাহায্যের কথা বলা হয়েছে। মোদির জন্মদিন আরও একভাবে স্মরণ করেছে কেন্দ্রীয় সরকার। এই সরকারের প্রথম ১০০ দিন অতিক্রান্ত হয়েছে এই সময়ে। কেন্দ্রের দাবি, মাত্র ১০০ দিনের মধ্যেই ১৫ লক্ষ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। ভবিষ্যতের গর্ভে নিহিত নানাবিধ এই প্রকল্পের মধ্যে রয়েছে জাতীয় গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কার, শিল্পশহর তৈরি, কৃষি প্রকল্প, আরও বন্দে ভারত চালু, পরিকাঠামো উন্নয়নের আকাশকুসুম ঘোষণা।
কিন্তু মোদির এইসব ঘোষণা কতটা অন্তঃসারশূন্য, তথ্য দিয়ে সেই পর্দা ফাঁস করেছে বিরোধীরা। যেমন বিশ্বকর্মা যোজনায় ঢালাও কাজের প্রচার চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। তার পোঁ ধরেছে বিজেপিও। অথচ মোদি জমানায় দেশে কাজের বাজারের ছবিটা খুবই করুণ। আইএলও-র ২০২৪ সালের রিপোর্ট বলছে, ভারতে শিক্ষিত বেকারের হার গত ৪৫ বছরের মধ্যে সর্বাধিক বেড়েছে। শিক্ষিতদের মধ্যে স্নাতকস্তরের বেকারত্বের হার ৪২ শতাংশ। ২০১২-১৯ সালের মধ্যে নতুন কর্মস্থান বৃদ্ধির হার ছিল ০.০১ শতাংশ, মানে প্রায় শূন্য। অথচ প্রতি বছর সত্তর থেকে আশি লক্ষ প্রার্থী কাজ খুঁজছেন। সিটি গ্রুপের রিপোর্ট বলছে, সকলকে কাজ দিতে হলে বছরে ১.২ কোটি চাকরির ব্যবস্থা করতে হবে। রিপোর্টে প্রকাশ, ২০১৯-২২ সালের মধ্যে সংগঠিত ক্ষেত্রে স্থায়ী চাকরি কমে যাওয়ার হার ১০.৫ শতাংশ থেকে হয়েছে ৯.৭ শতাংশ। একদিকে সংগঠিত ক্ষেত্রে স্থায়ী চাকরি কমছে, অন্যদিকে বাড়ছে কম মজুরির ক্ষেত্রে চাকরি। এদেশে মাত্র ২১ শতাংশ কর্মী বেতনভুক। মজার বিষয় হল, বেকারত্ব নিয়ে হাহাকারের এই বাস্তব ছবিটাকে প্রাণপণে অস্বীকার করার চেষ্টা করছে মোদি সরকার। তার বদলে ‘বিকশিত ভারতে’র অসত্য স্বপ্ন দেখানো হচ্ছে, যা দুর্ভাগ্যের।
ঘটনা হল, মোদি .৩ সরকারের প্রথম ১০০ দিনেই ব্যর্থতার ছবিগুলি প্রকট আকার নিয়েছে। পরিসংখ্যান বলছে, নতুন সরকার গঠনের পর গত কয়েক মাসে বিমানবন্দরের পরিকাঠামো ও মূর্তি (শিবাজি মূর্তি সহ) মিলিয়ে মোট ৫৬টি নির্মাণ ভেঙে পড়েছে। এর অধিকাংশই মোদি জমানাতে তৈরি বা সংস্কার হয়েছে। এই সময়ে দেশের বিভিন্ন প্রান্তে ২৬টি সন্ত্রাসবাদী হামলার ঘটনায় ২১ জন সেনার প্রাণ গিয়েছে। গত তিন মাসে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হ্রাস পেয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অনেকটা কমলেও তার সুফল পায়নি এদেশের মানুষ। এই সময়ে মূল্যবৃদ্ধিও আকাশ ছুঁয়েছে। এর সঙ্গেই রয়েছে অশান্ত মণিপুর। গত প্রায় সতেরো মাস ধরে উত্তর-পূর্বের এই রাজ্য জ্বলছে। কুকি ও মেইতেইদের মধ্যে জাতিগত সংঘর্ষ থামার বিশেষ লক্ষণ দেখা যাচ্ছে না। এখনও সেখানে লক্ষাধিক মানুষ ঘরে ফেরেননি। এক কথায়, একেবারেই ভালো নেই মণিপুর। তবু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক। কেন্দ্র সব রকম ব্যবস্থা নিচ্ছে। প্রশ্ন উঠেছে, মণিপুর স্বাভাবিক হলে কেন প্রধানমন্ত্রী সেখানে গেলেন না? প্রশ্ন উঠেছে, কেন সেই রাজ্যে রাজ্যপাল নেই? কেন অনেক মন্ত্রী ও বিধায়ক এখনও রাজ্যের বাইরে রয়েছেন? কেন শাসক বিজেপি তাদের প্রদেশ কার্যালয় খুলতে পারছে না? শাহ এসব প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি। আসলে আগের দুই সরকারের পরম্পরা মেনেই চলছেন প্রধানমন্ত্রী মোদি। ভোটে কার্যত নাকখত খেয়েও কোনও শিক্ষাই নেননি তিনি।
23d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা