সম্পাদকীয়

মূর্তি কোনও সুরাহা নয়

একটি কেন, একশো এবং আকাশচুম্বী স্ট্যাচু দিয়েও কৃষকের‌ পেট ভরবে না। মূর্তি তো মূর্তিই। কৃষকরাই তার চিন্ময় রূপ। মৃন্ময়কে আঁকড়ে থেকে চিন্ময়কে উপেক্ষার মাশুল মারাত্মক হতে পারে। চাই ফসল উৎপাদনে সবরকম সহায়তা এবং লাভজনক দামে ফসল বিক্রয়ের সুযোগ। কৃষি খামারগুলির নিকটবর্তী এলাকায় বাজার। ফসল বাজারজাত করার উপযোগী পাকা রাস্তাসহ উন্নত পরিকাঠামো। মরশুমি ফসল সংরক্ষণের পরিকাঠামো হোক মজবুত ও আধুনিক। কমাতে হবে কৃষি ক্ষেত্রে মহাজন এবং অসৎ ফড়েদের দৌরাত্ম্য। ফসলের উপর শুধুমাত্র কৃষকের অধিকার প্রতিষ্ঠা জরুরি। তাহলে ফসলের অভাবী বিক্রি বন্ধ হবে। অভাবী বিক্রি বন্ধ না-হলে কৃষকের লোকসান কমতে পারে না। অতিবৃষ্টি, খরা এবং রোগ ও পোকার আক্রমণ ভারতের কৃষির একটি বড় সমস্যা। তাতে শুধু ফসল ও কৃষক পরিবারগুলিই সরাসরি ক্ষতিগ্রস্ত হয় না, যথেষ্ট সংকটে পড়েন কৃষি শ্রমিকরাও। তাঁদের বেশিরভাগই ভূমিহীন খেতমজুর। তাই সুলভ এবং বিশ্বস্ত ফসল বিমার সুযোগ পৌঁছে যাওয়া দরকার প্রতিটি খামার পর্যন্ত। কৃষিতে এই ধরনের ক্ষয়ক্ষতি জাতীয় অর্থনীতির উপর একটি বড় আঘাত। কারণ ভারতীয় অর্থনীতিতে কৃষির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আকস্মিক বিপর্যয়ের কালে কৃষিই হয়ে ওঠে ত্রাতা। 
অতীতে তার প্রমাণ আমরা বার বার পেয়েছি। করোনা পর্বেই মিলেছে তার টাটকা দৃষ্টান্ত। ২০২০-২২ সালে শিল্প এবং পরিষেবা ক্ষেত্রের বেশিরভাগই যখন মুখ থুবড়ে পড়েছিল, তখন বস্তুত একা কুম্ভের চেহারায় কৃষিই ভারতের অর্থনীতির পতন রুখে দিতে সচেষ্ট ছিল। সারা পৃথিবীতে যখন ত্রাহি মধুসূদন রব উঠে গিয়েছে, তখনও ভারতকে যে হার মানতে হয়নি, তার জন্য মূল কৃতিত্ব কৃষির। মাঝারি মানের বৃদ্ধি এবং কর্মসংস্থানের ছবি উপহার পাওয়া গিয়েছিল কৃষির সৌজন্যে। তখন থেকেই কৃষককে ‘অন্নদাতা’র আসনে বসাবার একটি তাগিদ নতুন করে প্রচলিত হয়েছে। করোনার বিপর্যয় ইতিমধ্যেই কাটিয়ে উঠেছে ভারতসহ সারা বিশ্ব। কিন্তু ভারতের কৃষির দুর্ভাগ্য এই যে, ‘কাজ ফুরোলেই পাজি’র সম্মান জুটেছে তার। সরকার অবশ্য এই অভিযোগ মানবে না। ইউপিএ জমানায় বাজেটে কৃষির জন্য বরাদ্দের পাশে ওই খাতে এনডিএ আমলের আর্থিক ‘অবদান’ রেখে তা নস্যাৎই করতে চাইবে তারা। কিন্তু মুদ্রাস্ফীতির প্রেক্ষিতে এবং জিডিপির অংশ হিসেবে এই দাবি কতটা বাস্তব? সরকার এই ধোঁয়াশা‌ কাটাতে কতটা আগ্রহী? এই সংশয় রয়েই যায়। 
তবে সে গেল তাত্ত্বিক প্রতর্কের প্রশ্ন। গফুর মিয়াঁ, রামা কৈবর্তদের তাতে আগ্রহ থাকার কথা নয়। কৃষক এবং কৃষি শ্রমিক পরিবারগুলির দাবি—ডিজেল ও বিদ্যুৎ এবং সার, বীজ ও কৃষি উপকরণগুলির দাম কমানো হোক। বন্ধ নয়, বাড়ুক কৃষিতে ভর্তুকি। অনিশ্চয়তায় ঝুঁকি কমাতে দুর্যোগের পূর্বাভাস প্রদানের ক্ষেত্রটি হয়ে উঠুক ব্যাপক এবং সার্বিক। বিনামূল্যে সংশ্লিষ্ট সবার জন্য পর্যাপ্ত অঙ্কের ফসল বিমার দায়িত্ব নিক সরকার। মোদি সরকার ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) গ্যারান্টি দিক। অবিলম্বে বাড়ানো হোক ন্যূনতম মজুরিও। কারণ কৃষি শ্রমিকসহ সব ক্ষেত্রে শ্রমিকের প্রকৃত মজুরি ছ’বছর যাবৎ থমকে রয়েছে। এজন্য ব্যাপক মুদ্রাস্ফীতির সামনে আপামর শ্রমিক শ্রেণির অসহায়তা ক্রমবর্ধমান! এসব দিকে আন্তরিকভাবে নজর দিলে তাদের সরাসরি উপকার হতে পারে। কৃষিতে উৎপাদনশীলতার সঙ্গে বৈচিত্র্য বৃদ্ধিও সুরাহার একটি উপায়। আর একটি উপায় হল কৃষিভিত্তিক শিল্পের প্রসার। বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরেই এগতে হবে ভারতের আগামীর কৃষিকে। বর্তমান কৃষিকে ভবিষ্যতের করে তোলা না-গেলে শিক্ষিত প্রশিক্ষিত প্রজন্ম কৃষির থেকে বিমুখ হয়ে উঠবে দ্রুত। মনে রাখতে হবে, কৃষকরা আছেন বলেই আমরা আছি। যে যত বড় শিক্ষিত, ক্ষমতাবান আর করিৎকর্মা হই না কেন, কৃষক না-থাকলে‌ বাকি সকলেরই অস্তিত্ব মুহূর্তে স্রেফ ‘নেই’ হয়ে যাবে। অতএব, সস্তা হাততালির মোহ কাটিয়ে উঠে প্রধানমন্ত্রীর উচিত প্রকৃত সমাধানে মনোনিবেশ করা। তাহলেই কৃষক শ্রেণির সঙ্গে সমস্ত দেশবাসীও নরেন্দ্র মোদিকে মনে রাখবেন। তাঁর প্রকৃত উচ্চতা এমন হবে যে, কাছে দূরে উপর নীচে পাশে—যেকোনও দিক থেকেই তাঁকে সর্দার প্যাটেলের পূর্ণাবয়ব মূর্তির চেয়ে অনেক বেশি উঁচু দেখাবে!
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা