Bartaman Patrika

 ১১৭ ইটভাটা, বাণিজ্যিক প্রতিষ্ঠানের
রাজস্ব বকেয়া ২২ লক্ষ
অডিট রিপোর্ট নবান্নের

সায়ন্ত ভট্টাচার্য, বারাকপুর: বেআইনি ইটভাটার বাড়বাড়ন্ত নিয়ে চিন্তায় রয়েছেন প্রশাসনের কর্তারা। তারই মধ্যে নতুন করে আরও একটি বিষয় উঠে এল। তাও খোদ নবান্নের অডিট রিপোর্টে। উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের কাছে ভূমি রাজস্ব দপ্তরের পাঠানো ওই রিপোর্টে দেখা গিয়েছে, ১১৭টির মতো ইটভাটা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে গত দু’বছরে রাজ্যের কোষাগারে কোনও টাকাই আসেনি। বকেয়ার পরিমাণ ২২ লাখ ৭৭৯ টাকা। চলতি অর্থসঙ্কটের সময়েও কেন এই টাকাগুলি আদায় করা হয়নি, তা জানতে চেয়েছে ভূমিদপ্তর। ওই দপ্তরের এক কর্তার কথায়, ইটভাটাগুলির মালিকদের বকেয়া টাকা জমা দেওয়ার ব্যাপারে প্রথমে সতর্কবার্তা দিতে বলা হয়েছে। কিন্তু তারপরেও তাঁরা বকেয়া অর্থ না জমা দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনার ভূমি ও বন কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ বলেন, আমরা রিপোর্ট পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসনের হাতে আসা অডিট রিপোর্টের ‘সিক্স-এ’ অনুচ্ছেদে লেখা হয়েছে, বারাসত-২ ব্লকে রাজস্ব বকেয়া রাখা ইটভাটার সংখ্যা ৭০। বিএল অ্যান্ড এলআরও’র ব্রিক ফিল্ড রেজিস্টার, কমার্শিয়াল রেজিস্টার এবং রেজিস্টার ৩ এবং ৪’এ এই ৭০টি ইটভাটার উল্লেখ রয়েছে। এদের কাছ থেকে বকেয়া রয়েছে ১৩ লাখ ১৩ হাজার ১৬০ টাকা। ৭০টি ইটভাটা মোট ৩৫৩ একর জমি নিয়ে ব্যবসা করছে। নিয়মানুযায়ী, এই ইটভাটাগুলিকে প্রতি একরে এক হাজার টাকা এবং ৮৬ শতাংশ সেস দেওয়ার কথা ছিল। কিন্তু দু’বছর ধরে সেই টাকা বকেয়া রেখেছেন সেগুলির মালিকরা।
অডিট রিপোর্টের ‘সেভেন-বি’ অনুচ্ছেদে বলা হয়েছে, বারাসত-২ ব্লকেরই রেজিস্টার ১, ৩, ৪-এ মোট ৩৭টি ইটভাটা এবং সরকারি জমিতে বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। বারাসত পুরসভার জমিতেও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি তৈরি হয়েছে। ব্যবহার করছে মোট ১৯.৮০ একর জমি। এই ৩৭টি ইটভাটা এবং প্রতিষ্ঠান থেকে গত দু’বছরে রাজস্ব এবং সেস বাবদ সরকারের প্রাপ্য মোট ৭ লাখ ২১ হাজার ৩৮ টাকা। কিন্তু তা আদায়ে কোনও সক্রিয়তা দেখায়নি প্রশাসন। অথচ, ব্যবসায়ীরা লাভ তুলে ঘরে নিয়ে যাচ্ছেন। এখানকার জমিতে একর প্রতি বছরে ১৭ হাজার ৫০০ টাকা এবং ১৫ শতাংশ সারচার্জ দেওয়ার কথা।
রিপোর্টের ‘এইট-সি’ অনুচ্ছেদে বলা হয়েছে, বারাসত-২ ব্লকের রেজিস্টার ১, ৩, ৪-এ মোট ১০টি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এগুলি সরকারি জমিতে তৈরি হয়েও রাজস্ব জমা দেয়নি। দু’বছরে এই বকেয়ার পরিমাণ ১ লাখ ৬৬ হাজার ৫৮১ টাকা। ২২.৩৯ একর এমন জমিতে রয়েছে বেসরকারি স্কুল, মিল, মার্কেট কমপ্লেক্স, শোরুম, দোকান। একর প্রতি বছর দু’হাজার টাকা এবং ৮৬ শতাংশ সারচার্জ দেওয়ার কথা এগুলির। কিন্তু প্রশাসনের ভাঁড়ারে কিছুই আসেনি। জেলা প্রশাসনের এক কর্তা বলেন, বকেয়া রাখা ইটভাটা এবং বাণিজ্যিক সংস্থাগুলিকে নোটিস ইস্যু করা হচ্ছে। কড়া ব্যবস্থা নেওয়া হলেই অর্থ আদায় সহজ হবে।

16th  September, 2020
উত্তরবঙ্গে নারীশক্তির ভোট উৎসব, ৫টা পর্যন্ত ৭৭.৫ শতাংশ ভোট

বাস্তবেই নারী সশক্তিকরণ। লোকসভা নির্বাচনের প্রথম দফায় পশ্চিমবঙ্গের তিন কেন্দ্রে ভোটের লাইন দেখিয়ে দিল, এরাজ্যে নির্ণায়ক হতে চলেছেন ‘মা লক্ষ্মী’রা। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি—তীব্র গরম উপেক্ষা করেও ‘বামা নির্বাচকমণ্ডলী’র উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
বিশদ

ব্যান্ডেল-হাওড়া লোকালে ধোঁয়া, আতঙ্কে হুড়োহুড়ি

ডাউন ব্যান্ডেল-হাওড়া লোকালে ধোঁয়া ঘিরে আতঙ্ক দেখা দিল এদিন। আজ, শনিবার সকাল ৮টা ৪০ নাগাদ ট্রেনটি চুঁচুড়া স্টেশনে আসতেই বিপুল
বিশদ

ট্রাম্পের বিচার চলাকালীন আদালতের বাইরে নিজের গায়ে আগুন ব্যক্তির

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা এবারের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিচার চলাকালীন নিজের গায়ে আগুন দিল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, ম্যানহ্যাটান আদালতের বাইরে।
বিশদ

অসমে ভোটকেন্দ্রে পৌঁছনোর আগেই নদীর জলে ডুবল ইভিএম

ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়ার আগেই নদীর জলে ডুবে নষ্ট হল ইভিএম মেশিন। ঘটনাটি ঘটেছে, অসমের লখিমপুর লোকসভা কেন্দ্রে। গতকাল চলছিল ২০২৪-এর
বিশদ

দুর্গাপুর স্টিল প্ল্যান্টে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ ৫ শ্রমিক

ফের দুর্ঘটনা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে। এবার বিষাক্ত গ্যাস লিকের জেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল ৫ শ্রমিককে। ঘটনাটি ঘটেছে, গতকাল রাতে। জানা গিয়েছে, আচমকাই প্ল্যান্টের একটি ব্লাস্ট ফারনেস থেকে বিষাক্ত গ্যাস নির্গত হতে থাকে।
বিশদ

‘টাকার বিনিময়ে সমীক্ষা, বিশ্বাস করবেন না’, ২০০ পেরবে না বিজেপি: মমতা

মোদির ‘৪০০ পার’-এর দাবি সাম্প্রতিককালের সবথেকে বড় ‘জুমলা’! শুক্রবার মুর্শিদাবাদের মাটিতে পা রেখে এই ভাষাতেই গেরুয়া শিবিরের এই ‘মিথ্যা সমীক্ষা’র পর্দা ফাঁস করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিশদ

দেশজুড়ে শান্তিপূর্ণ, গুলি শুধু মণিপুরে

শুরু হয়ে গেল ‘চব্বিশের মহারণ’। শুক্রবার দেশের মোট ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি লোকসভা কেন্দ্রে সম্পন্ন হল প্রথম দফার ভোটগ্রহণ। এর মধ্যে পশ্চিমবঙ্গের তিনটি আসনও ছিল। বিচ্ছিন্ন কিছু হিংসাত্মক ঘটনা ছাড়া শান্তিতেই মিটেছে এদিনের ভোটপর্ব।
বিশদ

ঠাকুরবাড়ির জন্য কিছুই করেননি শান্তনু, ক্ষোভ মতুয়া প্রার্থীর

২০১৯’এর পর আরও একটা লোকসভা ভোট। মতুয়া ভোট নিজেদের ঝুলিতে টানতে নাগরিকত্বের ‘গাজর’ সিএএ ঝুলিয়েছে বিজেপি। প্রতিশ্রুতি ছিল, নিঃশর্ত নাগরিকত্ব। যদিও ঝুলি থেকে বেড়াল বেরনোর পর শর্তের পাহাড় নিয়ে ক্ষোভ বাড়ছে মতুয়া মহলে। বিশদ

নির্বাচনী বিধিভঙ্গে অভিযুক্ত শিখা, পুলিসের সঙ্গে ধস্তাধস্তি, উত্তেজনা

নির্বাচনী বিধিভঙ্গে অভিযুক্ত ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। শুক্রবার তিনি তাঁর বিধানসভার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও দলীয় কর্মীদের নিয়ে দাপিয়ে বেড়ান।
বিশদ

উত্তরের ৩ কেন্দ্রে ভোট শান্তিতেই

প্রথম দফায় উত্তরের তিন কেন্দ্র কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি আসনে শান্তিতেই ভোট হল। দু-একটি জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলেও একুশের বিধানসভা ভোটের মতো রক্ত না ঝরায় দিনের শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল নির্বাচন কমিশন থেকে রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
বিশদ

মোদি জমানায় গেরুয়াকরণ দূরদর্শনেরও!

লোকসভা ভোটের ভরা মরশুমেও খামতি নেই গেরুয়াকরণে! জন্মলগ্ন থেকে দূরদর্শনের ট্রেডমার্ক সুরধ্বনির সঙ্গে ভেসে আসা লালরঙা লোগো হঠাৎ বদলে গেল গেরুয়ায়। প্রসার ভারতীর সিদ্ধান্তে ডিডি নিউজে আচমকাই ভেসে উঠল নতুন লোগো। লেগে গেল রাজনীতির রং। বিশদ

ভোটের সকালে পুড়ল তৃণমূলের বুথ কার্যালয়, নিশানায় বিজেপি

প্রথম দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটল আলিপুরদুয়ার লোকসভা আসনের অধীন তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে। ভোট শুরুর আগেই বক্সিরহাট থানার বারোকোদালি-১ পঞ্চায়েতের হরিরহাট বাজারে ১৪৯ নম্বর বুথে তৃণমূলের অস্থায়ী নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়।
বিশদ

ভোট দিতে গিয়ে গোবিন্দ রায় জানলেন তিনি ‘মৃত’

সকাল সকাল বুথে যাওয়াই পছন্দ গোবিন্দ রায়ের। শুক্রবার ভোটার স্লিপ এবং ভোটার কার্ড নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। হেঁটেই চলে যান
বিশদ

ভোটের লাইনে বিয়ের সাজে বর-কনে

তখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল। হঠাৎ করে ভোটকেন্দ্রে বিয়ের সাজে নবদম্পতির আগমন। যা দেখে হতবাক কেন্দ্রের ভোটকর্মী থেকে শুরু করে নিরাপত্তা কর্মী এবং লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্য ভোটাররা
বিশদ

আপনি সাংসদ ছিলেন? শুনে হকচকিয়ে গেলেন প্রার্থী, গড় রক্ষায় ছুটলেন ‘নিঃসঙ্গ’ জয়ন্ত
 

গড় রক্ষা করতে ‘নিঃসঙ্গ’ হয়ে দিনভর ছুটলেন জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়। বিজেপি তাদের পক্ষে ভোটের হওয়া বলে প্রচার করে, অথচ সেই অর্থে ভোট ময়দানে দলের কর্মীদের সেভাবে দেখা গেল না জয়ন্তবাবুর সঙ্গে। দু’তিনজনকে সঙ্গে নিয়ে ছুটলেন বিজেপি প্রার্থী।
বিশদ

নিঃশব্দে ভোট আলিপুরদুয়ারে, আশায় তৃণমূল

বরাবর আলিপুরদুয়ারে শান্তিপূর্ণ ভোট হয়। শুক্রবারও তার ব্যতিক্রম হয়নি। দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এদিন অবাধ ও শান্তিপূর্ণ ভাবেই ভোট হয়েছে। চা বলয়ের এই লোকসভা আসনে এবার এতটাই নিঃশব্দে ভোট হয়েছে, সেরকম আগে দেখেননি বলে জানালেন অনেকে।
বিশদ

বেঙ্গল কেমিক্যালের কাছে রেলিং ভেঙে ফুটপাতে প্রাইভেট গাড়ি, জখম দুই শিশু সহ তিন

এক বেপরোয়া প্রাইভেট গাড়ির ধাক্কায় জখম হল দুই শিশু সহ তিনজন। শুক্রবার বিকেল ৪টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে মানিকতলা মেন রোডে বেঙ্গল কেমিক্যালের কাছে। ঘটনার পর দুই শিশু সহ জখম তিনজনকে বাইপাস লাগোয়া এক নামী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিশদ

গরমের ছুটিতে মাত্রাছাড়া ভিড়, সামাল দিতে রেকর্ড সংখ্যক সামার স্পেশাল চালাবে রেল

গরমের ছুটিতে মাত্রাছাড়া ভিড় সামাল দিতে একপ্রকার ত্রাহি মধুসূদন অবস্থা রেলের! রেলযাত্রীদের একটি বড় অংশের অভিযোগ, এক্ষেত্রে চরমে উঠেছে অব্যবস্থা। ট্রেনে জায়গা নেই। বিভিন্ন স্টেশনেও থিকথিকে ভিড়। ট্রেন ‘মিস’ করছেন অনেকেই। বিশদ

কং প্রার্থীকেই ভোট দিন, আর্জি সদ্য বিজেপিতে যাওয়া মেয়রের

মাত্র ১৮ দিনেই দলবদলু মেয়রের ইউ টার্ন ও ‘ঘুষ’ দেওয়ার অভিযোগ— প্রথম দফার ভোটের দিন মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা কেন্দ্রে জোড়া ফলায় বিদ্ধ হল বিজেপি।  বিশদ

কলকাতায় প্রথম তাপপ্রবাহ, আরও ৪ দিন চলার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

শুক্রবার তাপমাত্রা আরও বাড়ল কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যে তাপপ্রবাহ চলছিল তার মাত্রা অনেকটা বেড়ে যায় এদিন। দক্ষিণবঙ্গের উপকূল ও সন্নিহিত কয়েকটি জায়গা ছাড়া সর্বত্র তীব্র বা সাধারণ তাপপ্রবাহ পরিস্থিতি ছিল। বিশদ

রূপাঞ্জনা-রাতুলের বিয়ে

অবশেষে চার হাত এক হল। বিয়ে করলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ও পরিচালক রাতুল মুখোপাধ্যায়। প্রেমের সম্পর্ক পেল এক নতুন পরিচয়। ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে শুক্রবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তাঁরা। বিশদ

রবিনার পরীক্ষা

নয়ের দশকে বলিউডে যে ক’জন অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সেন্সেও ট্রেন্ড তৈরি করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম রবিনা ট্যান্ডন। বয়স বেড়েছে। বেড়েছে অভিজ্ঞতা। এখন রবিনা যে ধরনের গল্পে কাজ করেন, তা কয়েক বছর আগেও ভাবতে পারতেন না। পাশাপাশি ফ্যাশনের প্রশ্নে এখনও তিনি উদাহরণ তৈরি করেন। বিশদ

সারল্যে অনাস্থা সুনীলের

মঞ্চে হোক বা পর্দায়, সর্বত্র সমান স্বচ্ছন্দ কৌতুক অভিনেতা সুনীল গ্রোভার। তাঁর উপস্থিতি মানেই দমফাটা হাসি। যার সাম্প্রতিক উদাহরণ জি ফাইভের ‘সানফ্লাওয়ার টু’ সিরিজে ‘সোনু’র চরিত্র। এই সিরিজের প্রথম সিজিন জনপ্রিয় হয়েছিল। সেকারণেই এর দ্বিতীয় সিজিন ঘিরে দর্শকের প্রত্যাশা ছিল তুঙ্গে। বিশদ

ক্রমশ বাড়িয়ে তুলতে হয় মনোযোগ

শিশুকে মনোযোগী করে তুলুন একদম ছোট বয়স থেকেই। কীভাবে? বিশেষজ্ঞের পরামর্শ শোনালেন কমলিনী চক্রবর্তী। বিশদ

মা হওয়ার পর অবসাদ কাটাতে সাইকোথেরাপি

মা হওয়া আনন্দের। কিন্তু সুন্দর অভিজ্ঞতার সঙ্গেই অনেক মা শিকার হন প্রসবোত্তর বিষণ্ণতার। সমস্যা ও সমাধানের খোঁজে ডঃ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিশদ

ওড়িশায় একফালি তিব্বত

প্রচারের আলো নেই ওড়িশার এই গ্রামে। আছে শুধু শান্ত স্নিগ্ধ পরিবেশ। জিরাং থেকে ঘুরে এসে লিখলেন নন্দিতা মিত্র। বিশদ

৪০ দিন কমলালেবু খেয়ে বাঁচলেন অ্যান

শুধুমাত্র ফল খেয়ে কি বেঁচে থাকা সম্ভব? তাও আবার যে কোনও একটি ফল? এ নিয়ে তর্ক হতেই পারে। তবে পরীক্ষিত সত্য, একটিমাত্র ফল খেয়ে বেঁচে থাকা সম্ভব। তা প্রমাণ করলেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা অ্যান অসবোর্ন। টানা ৪০ দিন কমলালেবু খেয়ে বেঁচে রয়েছেন তিনি। বিশদ

হরেক স্বাদে চুনো মাছ

গরম ভাতের সঙ্গে ছোট মাছের বিভিন্ন রান্নায় মজুক মন। ঘরোয়া রান্নার রেসিপি জানালেন সুমিতা শূর।   বিশদ

তার নাম কাঁচা আম

নানারকম রান্না করতে পারেন এই উপকরণটির সাহায্যে। টক মিষ্টি বা নোনতা যেমন ইচ্ছে বানিয়ে ফেলুন পদ। স্বাদ খুলবে কাঁচা আমের গুণে। রেসিপি সহযোগিতায় শ্রাবণী রায়।   বিশদ

শরবতে শীতল শরীর

লু বইছে চারদিকে। এই সময় সুস্থ থাকার অঙ্ক, মেপে খাওয়া ও শরীরকে ঠান্ডা রাখা। কী কী পানীয় থাকবে রুটিনে? হদিশ দিলেন মনীষা মুখোপাধ্যায়। বিশদ

Pages: 12345

একনজরে
ধুবুড়ির কালবেলায় একটি ছোট ক্যাম্প অফিসে ডাঁই করে রাখা অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা এইআইইউডিএফের ফ্ল্যাগ। এত ফ্ল্যাগ কবে লাগাবেন? ক্যাম্পের কর্মী আনিমুল হক খানিক গম্ভীর গলায় বলে উঠলেন, ‘ওই ফ্ল্যাগ না লাগালেও আমাদের কিছু হবে না। ...

ধুবুড়ির কালবেলায় একটি ছোট ক্যাম্প অফিসে ডাঁই করে রাখা অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা এইআইইউডিএফের ফ্ল্যাগ। এত ফ্ল্যাগ কবে লাগাবেন? ক্যাম্পের কর্মী আনিমুল হক ...

তীব্র দাবদাহের মধ্যে পানীয় জলের সংকট। শুক্রবার ক্ষোভে হরিরামপুর-ইটাহার রাজ্য সড়ক অবরোধ করলেন মহিলারা। হরিরামপুর থানার বিশাল ...

বৃহস্পতিবার রাতে উল্লাসে তৃণমূলের প্রতীকে জেতা সাংসদ সুনীল মণ্ডলের উল্লাসের বাড়িতে কেক কাটলেন বিজেপির দিলীপ ঘোষ। আবার শুক্রবার সকালে প্রাতঃভ্রমণ করার সময় বিজেপি প্রার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বর্ধমান শহরের তৃণমূল কাউন্সিলার অজিত খাঁ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে শুভ। নতুন কর্মপ্রাপ্তি বা কর্মসূত্রে দূররাজ্য বা বিদেশ গমন হতে পারে। আনন্দানুষ্ঠানে যোগদান ও ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫২৬: পানিপথের যুদ্ধে মোগলরা আফগানদের পরাজিত করে
১৭৭০: আজকের দিনে ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া আবিষ্কার করেন
১৮৪৪: বাংলার নবজাগরণের অন্যতম ব্যক্তিত্ব দ্বারকানাথ গঙ্গোপাধ্যাযয়ের জন্ম
১৮৭৯: ডিরোজিওর অন্যতম শিষ্য, কলকাতার প্রথম শেরিফ রাজা দিগম্বর মিত্র প্রয়াত হন 
১৮৮৯: ফরাসী বিপ্লবের শতবর্ষ পূর্তিতে স্মারকস্তম্ভ হিসেবে ৯৮৫ ফুট উঁচু আইফেল টাওয়ার নির্মাণের কাজ শেষ হয়
১৮৮৯: জার্মানির চ্যান্সেলর অ্যাডলফ হিটলারের জন্ম
১৯০৫: অগ্নিযুগের বিপ্লবী, সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ অনুগামী জ্যোতিষচন্দ্র জোয়ারদারের জন্ম
১৯১২: আইরিশ লেখক ব্রাম স্টোকারের মৃত্যু
১৯১৮: বাংলাদেশী রাজনীতিবিদ এবং বাংলা ভাষা আন্দোলনের অন্যতম নেতা শওকত আলীর জন্ম
১৯২০: ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী যূথিকা রায়ের জন্ম 
১৯৪৬: সম্মিলিত জাতিপুঞ্জের বিলুপ্তি ঘোষণা করা হয়
১৯৪৮: বলিউড অভিনেত্রী ববিতার জন্ম
১৯৫০: রাজনীতিক তথা অন্ধ্রপ্রদেশের ১৩তম মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর জন্ম
১৯৫২: বাংলা ভাষার সুরকার ও সঙ্গীতজ্ঞ সুধীরলাল চক্রবর্তীর মৃত্যু
১৯৬০: বংশীবাদক ও সুরকার পান্নালাল ঘোষের মৃত্যু
১৯৭২: চাঁদের মাটিতে নামল অ্যাপোলো ১৬
১৯৭২: বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নির জন্ম
১৯৯৯: কলেরাডোর কলম্বাইন হাইস্কুলে ১৩ জনকে হত্যা করে আত্মহত্যা করল এরিক হ্যারিস এবং ডিলান কেবোল্ড
২০১৩: চীনের সিচুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে মৃত ১৫০ 
২০১৯ : বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও লেখক অমর পালের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.১০ টাকা ৮৪.১৯ টাকা
পাউন্ড ১০২.৫৮ টাকা ১০৫.২২ টাকা
ইউরো ৮৭.৭৯ টাকা ৯০.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,১৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,৫০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭০,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৩,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৩,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৭ বৈশাখ, ১৪৩১, শনিবার, ২০ এপ্রিল ২০২৪। দ্বাদশী ৪৩/৩৫ রাত্রি ১০/৪২। পূর্বফল্গুনী নক্ষত্র ২২/০ দিবা ২/৪। সূর্যোদয় ৫/১৬/৬, সূর্যাস্ত ৫/৫৫/৫। অমৃতযোগ দিবা ৯/৮ গতে ১২/৫১ মধ্যে। রাত্রি ৮/১১ গতে ১০/২৭ মধ্যে পুনঃ ১১/৫৯ গতে ১/২৯ মধ্যে পুনঃ ২/১৪ গতে ৩/৪৪ মধ্যে। বারবেলা ৬/৫১ মধ্যে পুনঃ ১/১০ গতে ২/৪৫ মধ্যে পুনঃ ৪/২০ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/২০ মধ্যে পুনঃ ৩/৫১ গতে উদয়াবধি।
৭ বৈশাখ, ১৪৩১, শনিবার, ২০ এপ্রিল ২০২৪। দ্বাদশী রাত্রি ১০/৫৮। পূর্বফল্গুনী নক্ষত্র দিবা ২/৪৩। সূর্যোদয় ৫/১৬, সূর্যাস্ত ৫/৫৬। অমৃতযোগ দিবা ৯/২২ গতে ১২/৫১ মধ্যে এবং রাত্রি ৮/১৬ গতে ১০/২৭ মধ্যে ও ১১/৫৬ গতে ১/২২ মধ্যে ও ২/৩ গতে ৩/৩৩ মধ্যে। কালবেলা ৬/৫১ মধ্যে ও ১/১১ গতে ২/৪৬ মধ্যে ও ৪/২১ গতে ৫/৫৬ মধ্যে। কালরাত্রি ৭/২১ মধ্যে ও ৩/৫১ গতে ৫/১৬ মধ্যে। 
১০ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
বালুরঘাটের তৃণমূল প্রার্থী  বিপ্লব মৈত্রের সমর্থনে রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

04:26:00 PM

এনআরসি-ক্যা-ইউসিসি না চাইলে বিজেপিতে একটাও ভোট নয়: মমতা

04:25:16 PM

একমাত্র তৃণমূল তখন অসমে গিয়েছিল, কিন্তু ওরা ঢুকতে দেয়নি: মমতা

04:24:33 PM

ভোট কেটে সুবিধা করতে এটা বিজেপির প্ল্যান: মমতা

04:12:44 PM

মোদি সরকার বাংলার টাকা বন্ধ করে দিল, কংগ্রেস-সিপিএম মুখ খোলেনি: মমতা

04:11:59 PM

আমের ফসল যাতে নষ্ট না হয় সেই ব্যবস্থা করে দিয়েছি: মমতা

04:10:39 PM