Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

মধ্যচল্লিশেও হার্ট অ্যাটাক!
এত বিরিয়ানি খাওয়া ছাড়ুন

হার্ট অ্যাটাক হওয়ার গড় বয়স আগের তুলনায় অন্তত ১০ বছর কমেছে। কেন এমন ভয়াবহ চিত্র? বিস্ফোরক বিশিষ্ট হার্ট সার্জেন ডাঃ কুণাল সরকার
 
 ডাক্তার হবেন, ঠিক করেই রেখেছিলেন? 
কিছুটা আত্মগোপন করেই ডাক্তারি পড়া। দাদু ছিলেন বিধানবাবুদের আমলের নামকরা ফিজিশিয়ান। জানি না, কোনওদিন তাঁকে না দেখলেও হয়তো সেটা রক্তের ভিতরে কাজ করত। আমাদের সময়ে ছেলেরা হয় অঙ্ক নিত, নয়তো বায়োলজি পড়ত। আমি বায়োলজি নিয়েছিলাম এক্সট্রা সাবজেক্ট হিসেবে। প্রথমে আইআইটিতে অ্যাডমিশন পাই। তারপর মেডিসিন জয়েন্টে পেলাম। মেডিক্যাল কলেজে ডাক্তারিতে ঢুকলাম। এমবিবিএস শেষ করে সার্জারিতে ঢুকব—এমন একটা বিষয় মাথায় ছিল। প্লাস্টিক সার্জারিতে খুব আগ্রহ ছিল। জানেন, দু’বছর প্লাস্টিক সার্জারি নিয়ে পড়াশোনাও করেছি। 
তখন আটের দশকের শেষ, নয়ের শুরু। চিকিৎসাতেও নতুন কিছু করার হাওয়া বইছে। বি এম বিড়লাতে হার্ট সার্জারির কিছু কিছু কাজ শুরু হয়েছে। আমি বিদেশে। এইসব খবর পাচ্ছি। সিনিয়র দাদারা বলছেন, চর্বিতচর্বন না করে, এইসব নতুন কিছু কর না! নববিস্ময়ের আনন্দ নিয়ে ইংল্যান্ডেই হার্ট সার্জারির পড়াশোনা শুরু করলাম। বলতে পারেন বড় ঝুঁকি নিলাম। কারণ, ওদের পড়াশোনাও ছকে চলে। ফসকে গেলেন তো ট্রাপিজের খেলার একেবারে উপর থেকে নীচে! যাই হোক, ফসকে যাইনি। 
পড়াশোনার পর্ব শেষ করে ১৯৯৬-এ দেশে ফিরলাম। তখন পিজিতে কিছু কাজ হচ্ছে। আর বি এম বিড়লাতে ডাঃ দেবী শেঠি কাজ করছেন। সত্যি বলতে কী, দেশের এই প্রান্তে হার্ট সার্জারির কাজকে প্রথম একটা সিস্টেমের মধ্যে আনলেন ডাঃ শেঠিই। প্রথম ব্যাকরণ দিলেন। বছর তিনেক এদিকওদিক কাজ করে তারপর ওঁর সঙ্গে আর এন টেগোরে কাজ শুরু করলাম। সেটা ২০০১। সদ্য সদ্য আর এন টেগোর শুরু হয়েছে। উনি, আমি আর ডাঃ আশুতোষ রঘুবংশী নতুন ভেঞ্চারে ঝাঁপিয়ে পড়লাম। ফলও মিলল। তিন-চার বছরে আর এন টেগোর হার্টের চিকিৎসা ও অপারেশনে দেশের প্রথম তিন-চারটি সেন্টারের মধ্যে চলে এল। ২০১৩ তে যোগ দিলাম মেডিকায়। 

আপনাদের প্রধান কাজ তো হার্টের রক্তবাহী ধমনী ও শিরা নিয়ে। বাঙালিদের হার্টের ধমনী কি সরু? 
আমাদের সমস্যা আছে। ডায়াবেটিসের প্রাদুর্ভাব, অল্পবয়স থেকেই ধূমপান এবং ছোটখাট শারীরিক কাঠামো হওয়ায় আমাদের হার্টের শিরা-ধমনীও ছোট, সরু। তার মধ্যে অল্পবয়স থেকেই সুগার হানা দেওয়ায় সেগুলি ক্ষয়ে ক্ষয়ে সুতোর মতো হয়ে যায়। 

কোন বয়সে ধমনীতে প্লাক জমা শুরু হয়?
সে তো তত্ত্বগতভাবে ১৪-১৫ বছরেই। কিন্তু আমাদের চিন্তা অন্যত্র। আমাদের চিন্তা হল তিরিশের শেষ, চল্লিশের শুরুতেই প্রচুর যুবকের সুগার ধরা পড়ছে। 

অল্পবয়সিদের মধ্যে হার্ট অ্যাটাকও তো বাড়ছে? সবচেয়ে কম কোন বয়সে পেয়েছিলেন? 
তার ন’বছর বয়স ছিল। সেটা জিনগত। কিন্তু সামগ্রিকভাবেও অবস্থাটা চিন্তার। 

কতটা? 
আসলে কেন হার্ট অ্যাটাক বাড়ছে, তা নিয়ে গত ৫০ বছর ধরে তেমন উল্লেখযোগ্য কাজই হয়নি। আমরা হার্ট সার্জেনরা এতগুলি বছর ধরে হয় অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্টি নয়তো বাইপাস করে যাচ্ছি অথবা বড়ি লিখে যাচ্ছি। হার্ট অ্যাটাক নিয়ে আমাদের কথা শুনে দেখবেন, সবই কমবেশি এক টেপ বারবার বাজিয়ে যাওয়া। সেই কোলেস্টেরল, সেই সুগার, মোটা হওয়া, ধূমপান, পরিশ্রমবিমুখতা— এক গান! এই ছকের মধ্যে ১০ জন হার্ট অ্যাটাকের রোগীর মধ্যে বড়জোর ৬-৭ জনকে ফেলা যেতে পারে। কিন্তু ছিপছিপে শরীর, সুগার নেই, লিপিড ঠিক আছে, অল্প বয়স, অনিয়ম করেন না, হৃদরোগের বংশগত ইতিহাস নেই— তাঁদেরও হার্ট অ্যাটাক হচ্ছে। কেন? সেই উত্তর নেই। এই ৩০ থেকে ৪০ শতাংশ হার্ট অ্যাটাকের কারণ রহস্যই থেকে গিয়েছে।  
আসলে হার্টের অসুখ নিয়ে মানুষের বিচলিত হওয়ার সূত্রপাত হয়েছিল ১৯৪৫-এ। যখন আমেরিকান প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট নিজের অফিসেই মারা গেলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ঠিক আগে এই ঘটনা তোলপাড় ফেলে দিল। তার আগে মানুষের হার্ট অ্যাটাক নিয়ে অত মাথাব্যথা ছিল না। তখন ‘হার্ট অ্যাটাক’ বলাও হত না। রুজভেল্টের ঘটনাটিকেও বলা হল ‘করোনারি থ্রম্বোসিস’। শুরু হল হইচই। তারপরই হার্টের অসুখ নিয়ে একটি বড় ট্রায়াল শুরু হল। বিশ্ববিখ্যাত ‘ফ্রামিংহাম ট্রায়াল’। তার রিপোর্ট ছয়ের দশকের শেষ লগ্নে প্রকাশিত হল। সেই ট্রায়ালে যেসব কথা বলা হয়েছিল, আজও সেগুলিকেই হার্টের চিকিৎসায় বেদবাক্য মানা হয়। হ্যাঁ, টুকটাক লিপিড প্রোফাইল নিয়ে হয়তো নতুন কিছু বললাম বা সুগারের চিকিৎসা নিয়ে— কিন্তু সামগ্রিকভাবে নতুন বড় কী আর বলতে পারলাম? একটা উদাহরণ দিই। ধরুন গ্যাসট্রিক এবং ডিওডিনাম আলসার নিয়ে কয়েকশো বছর কাটিয়ে দিয়েছি আমরা। আমরা মনে করতাম, শুধু তেল, ঝাল, মশলাদার খাবারই বোধহয় এই আলসারের কারণ। আটের দশকে এল যুগান্তকারী আবিষ্কার। জানা গেল, এইচ পাইলোরি ব্যাকটেরিয়া সংক্রমণ রয়েছে আলসারের পিছনে। 
আসলে আমি বলতে চাইছি, আমাদের চিকিৎসাশাস্ত্রে তেমন নতুন কিছু হল না। হার্ট অ্যাটাকের কারণ কি সংক্রমণ, না কি পরিবেশগত, না জিন— এখনও নির্দিষ্ট উত্তর মিলল না। আমরা স্টেন্ট, পেসমেকার, বেলুন কী ধরনের লাগানো হবে, সেইসব নিয়েই পড়ে আছি। গঙ্গাজলে গঙ্গাপুজো করে যাচ্ছি। দেখুন, একটা কোভিড মহামারী কত বড় ধাক্কা দিয়ে গেল। আর সঙ্গে সঙ্গে আমরা মাইক্রোবায়োলজি, ভাইরোলজি, ইমিউনোলজির আশ্রয় নিলাম। টিকা বেরিয়েও গেল। এরকম কোনও চাড় হার্টের চিকিৎসায় দেখছি না। 

কোভিড কি আমাদের হার্টে চিরস্থায়ী ছাপ রেখে গিয়েছে? 
মনে হয় না। যেটুকু হয়েছে ফাস্ট হার্ট রেট ইত্যাদি অধিকাংশ ক্ষেত্রেই মাস তিনেকে ঠিক হয়ে গিয়েছে। কোভিড ছাপ রেখে গিয়েছে ফুসফুসে। 

হার্ট ভালো রাখতে কুণাল সরকারের টিপস কী? 
অল্পবয়সিদের জ্ঞান দেওয়া উচিত নয়। ওরা যথেষ্ট বুদ্ধিমান। তবে বলব বুদ্ধির পাশাপাশি অন্তর্দৃষ্টিটাও বাড়ালে ভালো। পরিবারে হার্টের রোগ ও সুগারের ইতিহাস থাকলে তিরিশ পেরলেই বছরে একবার রুটিন ব্লাড টেস্ট, ইকো, ইসিজি করে দেখে নেওয়া ভালো। চল্লিশ পেরলে তিন-চার বছর অন্তর একবার সিটি অ্যাঞ্জিও করে নেওয়া যেতে পারে। প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। দেখুন, আধুনিক জীবনযাপন তো অল্পবয়সিরা ছেড়ে দিতে পারবে না। তাও আমি বলি, কতগুলি জিনিস নিয়ে একটু ভেবে দেখতে পারেন। এক, সেক্টর ফাইভের কর্মরতদের বলব, রোজ রোজ বিরিয়ানি খেতেই হবে? ধূমপান মানেই পুরুষালি ব্যাপার— এমন ভাবা ছাড়বেন কবে? আপনারা যথেষ্ট ইন্টালিজেন্ট। একটু ভেবে দেখুন না, এগুলি কি লং রানে ভালো করবে? 
নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, হার্ট অ্যাটাকের জন্য যেসব অল্পবয়সিকে অপারেশন থিয়েটারে পাই, তাঁদের সিংহভাগই কিন্তু হয় ধূমপায়ী, নয়তো জানতেনই না, হাই সুগার আছে।   

হার্ট অ্যাটাক হওয়ার গড় বয়স এখন কত? 
মাঝ চল্লিশ থেকে পঞ্চাশের গোড়া। আগের থেকে ১০ বছর বয়সসীমা কমে গিয়েছে। 

বিতর্ক কুণাল সরকারের পিছু ছাড়ে না। একটু প্রশ্নোত্তর পর্ব হয়েই যাক।         
হোক। 

এত টিভিতে মুখ দেখান কেন? 
আমার ‘জীবনদর্শনের গুরু’ ডাঃ দেবী শেঠির কাছ থেকে শিখেছি, মানুষের সঙ্গে  চিকিৎসকের যোগাযোগ রাখা উচিত। ওঁর সময়ে এত সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেল ছিল না। তিনি নিজের মতো করে নিজের দর্শন তুলে ধরেছিলেন। আমিও নিজের মতো করে করি। 

আবার ডাঃ শেঠির কাছে ফিরতে ইচ্ছা করে? 
(হাসতে হাসতে) আমাদের মধ্যে তো নিত্য যোগাযোগ আছে। 

কুণাল সরকার কি রাজনীতিতে নামতে চান? 
চাইলে অনেক আগেই নামতে পারতাম। রাজনীতি নিয়ে অন্ধ নই। তবে হ্যাঁ, এখনই ডাক্তারি ছাড়তে তীব্র অনীহা আছে (হাসি)।

আপনার চড়া ফিজের জন্য কত লোক দেখাতে পারে না। 
সেজন্যই তো মাসে ২-৩ টে হেলথ ক্যাম্প করি। সেখানে তো ফিজ নিই না। 

টিভিতে এত বলেন, কখনও মনে হয় না রাস্তায় নেমে মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে একটা হার্টের হাসপাতাল করি? 
বহুবার মনে হয়েছে। সেই ঝুঁকি নিতে গিয়েও শেষমুহূর্তে পিছিয়ে এসেছি। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্যতম বড় সমালোচক আপনি?
আগেও বলেছি, আবারও বলছি, আমার মতে, স্বাস্থ্যসাথী হল আজকের সময়ের সবচেয়ে বড় বেহিসেবি সদর্থক স্বাস্থ্যবিমা প্রকল্প। তবে এটাও ঘটনা, স্বাস্থ্যসাথীর জন্য বহু জটিল চিকিৎসা আজ বাংলার মানুষ বাংলাতেই বিনা পয়সায় করাতে পারছেন। আমিও তো অসংখ্য অপারেশন স্বাস্থ্যসাথীতে করি। ভবিষ্যতেও করব।    

23rd  September, 2024
কী খেলে কমবে ইউরিক অ্যাসিড?

বেশ কিছু খাবার আছে যা প্রকৃতপক্ষেই শরীরে ইউরিক অ্যাসিড কমাতে কার্যকরী।  পরামর্শে ডায়েটিশিয়ান সুদেষ্ণা মৈত্র নাগ। বিশদ

23rd  September, 2024
কোলেস্টেরল নিয়ে প্লিজ প্যানিক করবেন না বাঙালিরা!

কোলেস্টেরল নিয়ে বিস্ময়কর মন্তব্য করলেন বিখ্যাত হার্ট সার্জেন ডাক্তার দেবী শেঠি। সাক্ষাৎকারে বিশ্বজিৎ দাস। বিশদ

23rd  September, 2024
রেইকি থেরাপি

আমাদের শরীরের মধ্যে এনার্জির একটি চ্যানেল বা শক্তির একটি লাইন আছে। রেইকি মাস্টার শক্তির এই লাইনটিকে উন্মুক্ত করে দেন। প্রাচীন এবং রহস্যময় জাপানি এই চিকিৎসা পদ্ধতি নিয়ে লিখেছেন  ডঃ উৎপল অধিকারী। বিশদ

23rd  September, 2024
সুগার রোগীর বেড়াতে যাওয়ার ডায়েট
 

পুজোর ছুটিতে ডায়াবেটিসের রোগীরাও ঘরবন্দি থাকবেন না। প্রশ্ন হল, বাইরে বেড়াতে গিয়ে কী খেলে সুগার চড়চড় করে বাড়বে না, আবার শরীরও থাকবে চনমনে? জানাচ্ছেন ডায়েটিশিয়ান ববিতা হাজারিকা। বিশদ

23rd  September, 2024
দাম্পত্য সম্পর্ক দুর্বল করে তুলছে স্মার্টফোন

না কোনও তৃতীয় ব্যক্তি নয়। সমীক্ষা বলছে দাম্পত্যে এখন চিড় ধরাচ্ছে স্মার্টফোন। কীভাবে? লিখেছেন সুরজিৎ মুখোপাধ্যায়।  বিশদ

23rd  September, 2024
ডিপ্রেশন কাটানোর দাওয়াই

সাধারণ মন খারাপ ও অবসাদের মধ্যে ফারাক বিরাট। অবসাদ কাটাতে ওষুধের প্রয়োজন হতে পারে। চিনবেন কীভাবে কোনটা মন খারাপ আর কোনটা অবসাদ? পরামর্শে বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবাঞ্জন পান বিশদ

23rd  September, 2024
লেবু-মধুর জল কি আদৌ মেদ ঝরায়?

দোরগোড়ায় পুজো। শরীরের বাড়তি মেদ ঝরিয়ে একেবারে ছিপছিপে হতে সকালে উঠেই পান করছেন লেবু-মধুর জল? কাজ হবে? পরামর্শে ডায়েটেশিয়ান সায়ন্তনী চট্টোপাধ্যায়।
বিশদ

23rd  September, 2024
তোফা স্বাদের টোফু

টোফু খেলে কি জাপানিদের মতো বহু বছর অবধি তারুণ্য ধরে রাখা যাবে? জানতে পড়ুন ‘তোফা স্বাদের টোফু’। লিখেছেন ব্রতীন দাস। বিশদ

23rd  September, 2024
গ্রিন টি খালি পেটে
খাব না ভরা পেটে?

কখন গ্রিন টি খেলে পাবেন উপকার? কতটুকু খাবেন একবারে? বিস্তারিত জানালেন পিজি হাসপাতালের পুষ্টিবিদ সায়ন্তনী চট্টোপাধ্যায়। বিশদ

20th  September, 2024
পুষ্টিগুণে পেয়ারা

ভারতীয় আয়ুর্বেদে এই ফলের গুরুত্ব অপরিসীম। রোজ একটি পেয়ারা খেলে কী কী উপকার পেতে পারেন জানেন? জানালেন কেন্দুয়া সুস্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার (আয়ূষ) ডাঃ বিশ্বজিৎ ঘোষ। বিশদ

20th  September, 2024
রাত জেগে ওয়েব সিরিজ দেখে
অনিদ্রায় ভুগছেন? 
রান্নাঘরেই রয়েছে ঘুমের ওষুধ

লিখেছেন প্রাক্তন আয়ূষ মেডিক্যাল অফিসার ডাঃ নারায়ণী চক্রবর্তী এবং ডায়েটিশিয়ান সোহিনী চট্টোপাধ্যায় বিশদ

14th  September, 2024
ত্বক ও চুল ভালো রাখার উপায়

গরমে হাঁসফাঁস দশা। এই পরিস্থিতিতে ত্বক আর চুলের দেখভালের রুটিন কেমন হবে? সুলুকসন্ধান দিলেন ডাঃ নবনীতা চক্রবর্তী
বিশদ

14th  September, 2024
সুগারের রোগীরা কী খাবেন, কী খাবেন না? 

পরামর্শে পিজি হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রধান ডাঃ প্রদীপ মুখোপাধ্যায় বিশদ

08th  September, 2024

Pages: 12345

একনজরে
অণ্ডাল থানার মধুজোর কোলিয়ারিতে পরিত্যক্ত আবাসনে অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদের নোটিস দিল ইসিএল কর্তৃপক্ষ। ফলে প্রায় ৮০টি পরিবার বিপাকে পড়েছে। ওই পরিবারগুলি বৃহস্পতিবার দক্ষিণখণ্ড গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে পুনর্বাসনের দাবি করেন। ...

সুখবীর সিং বাদলের উপর হামলার আগের দিনও অমৃতসরের স্বর্ণমন্দির চত্বরে ঘোরাফেরা করেছিলেন অভিযুক্ত খালিস্তানি জঙ্গি। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে একথা জানিয়েছে পুলিস। বুধবার জঙ্গির ...

গত বুধবার রাতে ডানকুনির রামকৃষ্ণপাড়া এলাকা থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করেছে পুলিস। মৃতের নাম শুকুর আলি (৪০)। তাঁর বাড়ি চণ্ডীতলার কুমিরমোড়ায়। ...

বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা ম্যাচের আগে পইপই করে ছেলেদের বলেছিলেন, জিতেই মাঠ ছাড়তে হবে। কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য কোনও অঙ্কের অপেক্ষা করা যাবে না। কোচের ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস
বিশ্ব মাটি দিবস
১৩৬০: ফ্রান্সের মুদ্রা ফ্রাঁ চালু হয়
১৭৬৬: লন্ডনে প্রথম নিলাম ডাক শুরু হয়
১৮৫৪: রিভলবিং থিয়েটার চেয়ারের পেটেন্ট করেন অ্যারোন অ্যালেন
১৮৭৯: স্বয়ংক্রিয় টেলিফোন সুইচিং সিস্টেম প্রথম পেটেন্ট হয়
১৯০১: মার্কিন চলচ্চিত্র প্রযোজক, নির্দেশক ও কাহিনীকার ওয়াল্ট ডিজনির জন্ম
১৯১১: প্রবাদপ্রতিম গীতিকার ও কবি প্রণব রায়ের জন্ম
১৯১৩: বাঙালি চিত্রশিল্পী গোপাল ঘোষের জন্ম
১৯২৪: গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার জন্ম
১৯৩২: অভিনেত্রী নাদিরার জন্ম
১৯৩৫: কলকাতায় মেট্রো সিনেমা হল প্রতিষ্ঠা হয়
১৯৩৯: অভিনেত্রী বাসবী নন্দীর জন্ম
১৯৪০: সঙ্গীত শিল্পী গুলাম আলির জন্ম
১৯৪৩: জাপানী বোমারু বিমান কলকাতায় বোমা বর্ষণ করে
১৯৫০: বিপ্লবী, দার্শনিক ও আধ্যাত্মসাধক ঋষি অরবিন্দের প্রয়াণ
১৯৫১: শিল্পী ও লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু
১৯৬৯: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব-পাকিস্তানের নামকরণ করেন ‘‘বাংলাদেশ ”
১৯৮৫: ক্রিকেটার শিখর ধাওয়ানের জন্ম
১৯৮৬:  ভারতের ভৌত রসায়ন বিজ্ঞানের পথিকৃৎ ড. নীলরতন ধরের মৃত্যু
১৯৯৩: বিশিষ্ট বাঙালি সঙ্গীতশিল্পী ও সুরকার  সত্য চৌধুরীর মৃত্যু
১৯৯৯: যানজট এড়াতে ব্যাংককে আকাশ ট্রেন সার্ভিস চালু
১৯৯৯: মিস ওয়ার্ল্ড হলেন যুক্তামুখী
২০১৩: দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যু

05th  December, 2024


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৮৮ টাকা ৮৫.৬২ টাকা
পাউন্ড ১০৫.৩৯ টাকা ১০৯.১২ টাকা
ইউরো ৮৭.২৫ টাকা ৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
05th  December, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭৬,৪০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৬,৮০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৩,০০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯০,৩৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯০,৪৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
05th  December, 2024

দিন পঞ্জিকা

২০ অগ্রহায়ণ, ১৪৩১, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪। পঞ্চমী ১৫/৩ দিবা ১২/৮। শ্রবণা নক্ষত্র ২৮/০ সন্ধ্যা ৫/১৯। সূর্যোদয় ৬/৭/২২, সূর্যাস্ত ৪/৪৭/৫৮। অমৃতযোগ প্রাতঃ ৬/৫১ মধ্যে পুনঃ ৭/৩৩ গতে ১/৪১ মধ্যে পুনঃ ১১/৪৯ গতে ২/৪০ মধ্যে পুনঃ ৩/২৩ গতে অস্তাবধি। রাত্রি ৫/৪১ গতে ৯/১৫ মধ্যে পুনঃ ১১/৫৫ গতে ৩/২৯ মধ্যে পুনঃ ৪/২২ গতে উদয়াবধি। বারবেলা ৮/৪৭ গতে ১১/২৭ মধ্যে। কালরাত্রি ৮/৭ গতে ৯/৪৭ মধ্যে। 
২০ অগ্রহায়ণ, ১৪৩১, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪। পঞ্চমী দিবা ১০/৪৭। শ্রবণা নক্ষত্র সন্ধ্যা ৪/৪৫। সূর্যোদয় ৬/৯, সূর্যাস্ত ৪/৪৮। অমৃতযোগ দিবা ৭/৪ মধ্যে ও ৭/৪৬ গতে ৯/৫৩ মধ্যে ও ১২/০ গতে ২/৪৯ মধ্যে ও ৩/৩২ গতে ৪/৪৮ মধ্যে এবং রাত্রি ৫/৫০ গতে ৯/২৫ মধ্যে ও ১২/৬ গতে ৩/৪০ মধ্যে ও ৪/৩৪ গতে ৬/৯ মধ্যে। বারবেলা ৮/৪৯ গতে ১১/২৯ মধ্যে। কালরাত্রি ৮/৯ গতে ৯/৪৯ মধ্যে। 
৩ জমাদিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
হাওড়ায় বধূকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে 

11:15:00 PM

দিল্লি বিমান বন্দরে প্রচুর সোনা সহ আটক ১

10:29:00 PM

কর্ণাটকের তালিকোটি তালুকে সড়ক দুর্ঘটনা, মৃত ৫

10:23:00 PM

বারাণসীতে কালভৈরবের মন্দির পরিদর্শনে গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

10:14:00 PM

পাঞ্জাবের কালিসান গ্রামে চাষের জমি থেকে ৫৯৯ গ্রাম হেরোইনের প্যাকেট উদ্ধার করল বিএসএফ

09:43:00 PM

পাটনার গান্ধী ময়দানে বইমেলার উদ্বোধন করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

09:33:00 PM