Bartaman Patrika
 

বর্ষায় হেসাডি 
সুভাষ বন্দ্যোপাধ্যায়

একটু ছুটি পেল কি না পেল বাঙালি ঘুরতে বেরিয়ে পড়ল। সেরকম বর্ষায় দু-চারদিনের ছুটি পেলে যাওয়া যেতেই পারে অরণ্য, পাহাড়ে ঘেরা হেসাডি। বর্ষায় প্রকৃতির রূপ আর সবুজ বনাঞ্চলের বৃষ্টিস্নাত শ্যামলিমা দু’চোখ ভরে দেখার স্মৃতি বহুদিন অমলিন থাকবে এখানে এলে।
হাওড়া থেকে রাতে পশ্চিম ভারতগামী ট্রেনে চড়ে ভোরবেলা পৌঁছন চক্রধরপুর স্টেশনে। সূর্যদেব পুব আকাশে উঁকি দিলে স্টেশনের বাইরে বেরিয়ে কচুরি-জিলিপি-চা দিয়ে ভরপেট প্রাতঃরাশ সেরে নিন। একটা গাড়ি ঠিক করে ২/৩ দিনের রেশন মানে সব্জি-মাছ-ডিম কিনে রওনা দিন। চক্রধরপুর থেকে হেসাডি ৩৯ কিমি। প্রায় দশ কিমি যাওয়ার পর শুরু হবে ঘাট রোড। রাস্তার দু’পাশে শাল, সেগুন, মহুয়া, আর কেন্দু গাছের সারি। মাঝে মাঝেই চোখে পড়বে আদিবাসী নারী-পুরুষদের। তারা দল বেঁধে মাথায় কাঠের বোঝা, অথবা ঘর-গেরস্থালির জিনিসপত্র নিয়ে হাসি-গল্পে মেতে ঘরের পথে।
আরও কিছু দূর যাওয়ার পর চোখে পড়বে ছবির মতো এক জনপদ। নাম নাকটি। আরও কিছুটা পর আসবে জিলাবি ঘাটি। যেখানে রাস্তা অনেকটাই জিলিপির মতো প্যাঁচানো। এরপর পড়বে টেবো। বেশ বড় জনপদ। কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবি কল্পনায় স্থান পাওয়া এ শহর। টেবো ছাড়ালেই এক এক করে পার হবেন লোটা, কুরুন, কুন্দরগুট্ট প্রভৃতি গ্রাম। শেষে আসবে জরাকেল। যেখানকার ঘন জঙ্গল থেকেই ব্রিটিশ পুলিসের হাতে ধরা পড়েছিলেন বীরসা মুণ্ডা। আদিবাসীরা যাকে বলতেন ‘ধরতি আনা বীরসা ভগওয়ান’। জরাকেল পার হয়ে কিছুক্ষণ গেলেই হেসাডি। থাকার ব্যবস্থা পিডব্লুডির বাংলোয়।
বাংলোয় দুপুরের খাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে চলুন হিরণি জলপ্রপাত দেখতে। প্রায় একশো ফুট ওপর থেকে হিরণি নদীর মূলধারা তিরিশ ফুট চওড়া হয়ে নীচে নেমেছে। নামার পথে সে সঙ্গী করেছে আরও দু-তিনটি পাহাড়ি ঝোরাকে। পর্যটকদের জন্য তৈরি চাতালের বাঁদিকে একটা ছোট্ট সাঁকো। যেটা টপকে নদীর ওপারে যাওয়া যায়। তারপর সিঁড়ি ভেঙে ওপরে উঠলেই ভিউ পয়েন্ট। একটু বাঁদিকে এগলেই হিরণি-জলপ্রপাতের মূল উৎস। চারপাশে ঘন জঙ্গল। দূরে পাহাড়ের খাঁজে সমতলে ধান গাছ বাতাসে মাথা দোলায়। অজানা পাখির ডাক ভেসে আসে।
জলপ্রপাত থেকে ফিরে যাওয়া যাবে আদিবাসী হাটে। এসব অঞ্চলে হাট হল আদিবাসীদের জীবনের অক্সিজেন। এটাই তাদের মিলন মেলা। চার চোখের মিলনে এই হাটেই পুরুষ খুঁজে নেয় তার মনের মানুষ। হাটেই তারা ঘর বাঁধে আবার হাটেই তাদের ঘর ভাঙে। ছোট বেলায় পড়া হাট কবিতার বাস্তব রূপ এখানেই চোখে পড়ে। মুড়ি-সব্জি-বাসনপত্র-তেলেভাজা থেকে শুরু করে জামাকাপড়, হোমিওপ্যাথি ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র সব এক ছাতার তলায়। এ অঞ্চলে মূলত মুণ্ডা, হোঁ, ওঁরাও প্রভৃতি আদিবাসীদের বসবাস। হেসাডির আশপাশে হাট বসে বুধবার বন্দরগাঁও। বৃহস্পতিবার মুরহু, শুক্রবার খুঁটি, শনিবার চাকিতে।
দ্বিতীয় দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন। রাঁচির রাস্তায় ১৩ কিমি দূরে বন্দরগাঁও। বীরসা মুণ্ডার জীবনের শেষ ঠিকানা। বদগাঁও থেকে প্রায় ৬ কিমি দূরে পঞ্চপ্রপাত। একটা ছোট্ট ব্রিজ টপকে সিঁড়ি ভেঙে ওপরে উঠলেই নদী। নাম তার বনাই। যেটি ওপর থেকে নীচে নামার পথে পাঁচটি ধারায় ভাগ হয়েছে। সে জন্যই নাম হয়েছে পঞ্চপ্রপাত। ঝাড়খণ্ড সরকার এখানে একটি পিকনিক স্পট বানিয়েছে। বর্ষায় ভিড় কম থাকলেও শীতে লোকে-লোকারণ্যর চেহারা নেয়।
পঞ্চপ্রপাত দেখে চলুন দশ কিমি দূরের মুরহু বা মুড়ি। ওখানে ১৮৭৪ সালে তৈরি প্রাচীন চার্চে কিছুটা সময় কাটিয়ে যাওয়া যাবে পিঙ্গুরা জলপ্রপাত। জনশ্রুতি এই জলপ্রপাতের নীচে কেউ যায় না। কারণ গেলে সে আর ফিরে আসবে না। বর্ষায় জলপ্রপাতের চেহারাই বদলে যায়। সেটা দেখতেই পর্যটকরা ভিড় জমান পিঙ্গুরায়।
পিঙ্গুরা থেকে মুড়ি ফিরে দুপুরের খাবার খাওয়া। তারপর তামার মোড় পার হয়ে প্রায় দশ কিমি মেঠো পথে গাড়ি চলার পর পৌঁছনো যাবে কাজলা নদীর ধারে। এরপর কিছুটা পায়ে হাঁটা। বালিয়াড়ি পার হয়ে জঙ্গল। সেটাও টপকে পাথরের ওপর সাবধানে পা ফেলে নদী। যেখানে নীচে নেমেছে সেখানে পৌঁছলে চোখে পড়বে চারদিকে রং-বেরঙের পাথর ছড়ানো-ছিটানো। ওপর থেকে নামা জলের তোড়ে সৃষ্টি হয়েছে প্রাকৃতিক গুহা। এই জলপ্রপাতের নাম রানি। প্রাকৃতিক সৌন্দর্য আর রানি জলপ্রপাতের রূপ মিলে-মিশে একাকার এখানে। যে রূপ-মাধুরী পথের ক্লান্তি ভোলায়। মনকে মুগ্ধ করে।
কাজলা নদীর ধারে রানি জলপ্রপাতের কাছে কিছুটা সময় বয়ে যেতে দেওয়া যেতেই পারে। এরপর পথের ধারে কোথাও গরম গরম পকোড়া ও চা খেয়ে সোজা ফেরা হেসাডি। রাতে যদি বৃষ্টি নামে তাহলে হ্যারিকেনের আলোয় বৃষ্টির ঝরনার শব্দ ডাক বাংলোয় তৈরি করবে এক রোম্যান্টিক পরিবেশ। যে পরিবেশে দিশি মুরগির ঝোল আর গরম ভাত সঙ্গে ঝিঁঝিঁর ডাক। রাতের ঘুম জমে যাবে। পরদিন সকালে আবার ফেরার পালা।
প্রয়োজনীয় তথ্য
কীভাবে যাবেন
হাওড়া থেকে পশ্চিম ভারতগামী যে কোনও ট্রেনে চক্রধরপুর। স্টেশন থেকে একটু দূরের বাসস্ট্যান্ড থেকে রাঁচিগামী বাসে পৌঁছনো যায় হেসাডি। তবে দু-রাত্রি তিন দিনের জন্য গাড়ি বুক করে যাওয়াই ভালো। তাতে ঘোরাঘুরির সুবিধা হয়।
থাকার ব্যবস্থা
পিডব্লুডি বাংলো। বুকিং যোগাযোগ—
এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার
পিডব্লুডি (রোডস), চাইবাসা সদর। চাইবাসা, জেলা-সিংভূম।
ঝাড়খণ্ড। 
04th  August, 2019
পরাশর হ্রদের তীরে

অয়ন গঙ্গোপাধ্যায়: হিমাচলপ্রদেশের পাহাড়ঘেরা জেলা সদর শহর মাণ্ডি এক প্রাচীন জনপদ। মানালিগামী সড়কপথের মাঝে এর অবস্থান হলেও এখানে সেভাবে পর্যটকের ভিড় চোখে পড়ে না। কিন্তু মাণ্ডি ও তার আশপাশে ছড়িয়ে আছে বেশকিছু দর্শনীয় স্থান। যার মধ্যে অনির্বচনীয় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে লুকিয়ে রয়েছে অচেনা পরাশর হ্রদ।
বিশদ

নাথদ্বারায় বৃহত্তম শিব

 শ্রাবণ মাস শিবের জন্মমাস। দেশভর শিবের মন্দিরগুলি লোকারণ্য। সেই উপলক্ষে রাজস্থানের নাথদ্বারায় উৎসর্গ করা হয়েছে বৃহত্তম শিবের মূর্তি। বিশদ

পুরীর মন্দিরে নিষিদ্ধ পান, গুটকা

ঠোঁট লাল পাণ্ডা দেখার দিন ফুরালো পুরীর মন্দিরে। মন্দির কর্তৃপক্ষ মন্দির অভ্যন্তরে পান,গুটকা ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। আগষ্টের প্রথম দিন থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
বিশদ

লোকনাথ ব্রহ্মচারীর পুণ্যভূমি চাকলা ও কচুয়া ধাম

‘রণে বনে জলে জঙ্গলে/ যেখানেই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও, আমি রক্ষা করিব।’ এই উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে এক মহান ধর্মযজ্ঞে শামিল হতে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী যে পবিত্র তীর্থে আসেন, সেই পবিত্র তীর্থ হল চাকলা-কচুয়া ধাম।
বিশদ

চন্দ্রতালে তাঁবু নয়

 ট্রেকারদের জন্য দুঃখের খবর। চন্দ্রতালে এবার আর তাঁবু ফেলতে পারবেন না ট্রেকাররা। স্থানীয় পঞ্চায়েত লেকের পাশে টেন্ট করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। বিশদ

বাংলার বৃহত্তম ভ্রমণ মেলা

সম্প্রতি বাংলার বৃহত্তম ভ্রমণ মেলা হয়ে গেল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। এই মেলায় একই ছাদের নীচে দেশ বিদেশের অসংখ্য পর্যটন স্থান নিয়ে হাজির ছিলেন সেই সব জায়গার প্রতিনিধিরা। দেশের রাজ্য পর্যটন দপ্তরগুলি বাংলার ‘ভ্রমণ পাগল’ পর্যটকদের জন্য তাদের রাজ্যের চেনা অচেনা পর্যটন স্থানগুলিতে আহ্বান জানায়।
বিশদ

কেদারনাথে এটিএম 

ভারতের অন্যতম তীর্থক্ষেত্রে কেদারনাথে বসল এবার অটোমেটেড টেলর মেশিন অর্থাৎ এটিএম। এর ফলে বিশেষ উপকৃত হবেন তীর্থযাত্রীরা। একটি বেসরকারি ব্যাঙ্কের তরফে যাত্রীদের জন্য এই সুবিধা চালু হয়েছে আগস্টের ২ তারিখ থেকে। 
বিশদ

04th  August, 2019
উটিতে প্লাস্টিকে না
 

পুজোয় উটি যাচ্ছেন? সাবধান! প্লাস্টিক জাতীয় কিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না। যা বর্জ্য হয়ে পরিবেশের ক্ষতি করতে পারে। স্বাধীনতা দিবসের দিন থেকে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক। 
বিশদ

04th  August, 2019
ছোট পোশাকে না

লখনউ ঘুরতে যাচ্ছেন? যাচ্ছেন যান, সেটা সমস্যার নয়। সমস্যা ইমামবাড়া নিয়ে। সম্প্রতি এক নির্দেশিকা প্রকাশ করা  হয়েছে, যাতে বলা হয়েছে দুশো বছরের প্রাচীন দুই ইমামবাড়াতে শোভনীয় নয় বা  শরীর প্রদর্শিত কোনও পোশাক পরে প্রবেশ করা যাবে না।  
বিশদ

04th  August, 2019
মুর্শিদাবাদের প্রাচীন উৎসব বেড়া 

মুর্শিদাবাদ তথা ভারতের অন্যতম প্রাচীন উৎসব এই বেড়া বা ব্যাড়া উৎসব। প্রতি বছর বাংলা ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার এই উৎসব সাড়ম্বরে পালিত হয়। উৎসবের শুরু হয় হাজারদুয়ারি সংলগ্ন ভাগীরথীর নদীর ঘাট থেকে। এই উৎসবে শামিল হন মুর্শিদাবাদের বহু মানুষ।  
বিশদ

04th  August, 2019
নৈঃশব্দ ও কোলাহলের সহাবস্থানে
অভিনন্দন দত্ত 

দীর্ঘ এক বছরের পরিকল্পনার পর অবশেষে বালি যাওয়াটা স্থির করেই ফেললাম। বালি, ইন্দোনেশিয়ার দক্ষিণ প্রান্তে সমুদ্র বেষ্টিত এক বিশালাকার দ্বীপ। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই ভূভাগকে বলা হয় ‘আইল্যান্ড অব দ্য গডস’। ইন্দোনেশিয়ার সবথেকে বেশি হিন্দুর (৮৩%) ঠিকানাও এই বালি।  
বিশদ

21st  July, 2019
শৈলশহর ইয়েরকাড 

শৈলশহর উটির পরিচিতি সর্বজনীন। কিন্তু ‘পুওরম্যানস’ উটির কথা অধিকাংশেরই অজানা। সেবার গিয়েছিলাম সেই অজানা গন্তব্যেই। উত্তর-মধ্য তামিলনাড়ুর সালেম জেলায় পশ্চিমঘাট পর্বতের শেভারয় পাহাড়ের মাথায় নিরিবিলি নির্জন শৈলশহর ইয়েরকাড। কফি-কমলালেবু আর ইউক্যালিপটাসে ঘেরা। 
বিশদ

21st  July, 2019
শহরের মধ্যে দেশ ভ্যাটিকান

ভ্যাটিকান সিটি। ইতালিয়ানরা বলেন সিটা ডেল ভ্যাটিকানো। বিশ্বের ক্ষুদ্রতম এই দেশ খ্রিষ্ট ধর্মাবলম্বীদের মধ্যে বিশেষ করে রোমান ক্যাথলিকদের কাছে পবিত্র তীর্থভূমি। ইতালির রোম শহরের মধ্যে টিবের নদীর পশ্চিমপাড়ে অবস্থিত অতিক্ষুদ্র এই দেশটার আয়তন মাত্র ১১০ একর।
বিশদ

07th  July, 2019
পঞ্চকেদার

গাড়োয়াল হিমালয়ের অন্তর্গত সর্বপরিচিত ট্রেকরুট হল পঞ্চকেদার। কেদারনাথ, মদ্‌ম঩হেশ্বর, তুঙ্গনাথ, রুদ্রনাথ ও কল্পেশ্বর হল এর অন্তর্ভুক্ত। স্বর্গারোহণের পথে মহিষরূপী শিব ভীম দ্বারা আবিষ্ট হয়ে খণ্ডিতভাবে ছড়িয়ে পড়েছিল এই সকল স্থানে। এদেরকে কেন্দ্র করেই এই তীর্থস্থানগুলি গড়ে উঠেছে বলে মানুষের বিশ্বাস। বিশদ

07th  July, 2019

Pages: 12345

একনজরে
সংবাদদাতা, বসিরহাট: ভ্যাপসা গুমোট গরমের শেষে একটানা বৃষ্টির স্বস্তি এখন অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বসিরহাট পুরসভা এলাকায়। বেশিরভাগ ওয়ার্ডের রাস্তাঘাট, ঘরবাড়ি জলের তলায়। বাসিন্দাদের অভিযোগ, ...

 সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি সদর এলাকায় টোটোর দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করতে ময়নাগুড়ি পুলিস প্রশাসন বেশকিছু পদক্ষেপ নিতে চলেছে। ব্যস্ত রাস্তার ধারে বেআইনিভাবে টোটো পার্কিং করা হলে তা ...

করাচি, ১৭ আগস্ট (পিটিআই): পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের একটি মসজিদে বিস্ফোরণে মৃত্যু হল পাঁচজনের। এঁদের মধ্যে রয়েছেন শীর্ষ তালিবান নেতা মুল্লা হাইবাতুল্লার ভাই হাফিজ আহমাদুল্লা। কোয়েত্তা থেকে ২৫ কিলোমিটার দূরে কুচলক এলাকায় রয়েছে শেখ হাইবাতুল্লা মাদ্রাসা। ...

সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুর শহরে দলমাদল রোডে ভরসন্ধ্যায় যুবক খুনের ঘটনায় শুক্রবার রাতে পুলিস এক ফুচকা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মধুসূদন মাঝি। তার বাড়ি বিষ্ণুপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে। অভিযোগ,ওইদিন সন্ধ্যায় ফুচকা বিক্রেতার সঙ্গে যুবকের বচসা বাধে। তা ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

হঠাৎ জেদ বা রাগের বশে কোনও সিদ্ধান্ত না নেওয়া শ্রেয়। প্রেম-প্রীতির যোগ বর্তমান। প্রীতির বন্ধন ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯০০: রাজনীতিক বিজয়লক্ষ্মী পণ্ডিতের জন্ম
১৯৩৬: গীতিকার ও পরিচালক গুলজারের জন্ম
১৯৫৮: ইংলিশ চ্যানেল অতিক্রম করলেন প্রথম এশীয় ব্রজেন দাস
১৯৮০: সঙ্গীতশিল্পী দেবব্রত বিশ্বাসের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৫৯ টাকা ৭২.২৯ টাকা
পাউন্ড ৮৪.৮১ টাকা ৮৭.৯৪ টাকা
ইউরো ৭৭.৮৩ টাকা ৮০.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
17th  August, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,২৪৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,২৮৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৬,৮৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৩,৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪,০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১ ভাদ্র ১৪২৬, ১৮ আগস্ট ২০১৯, রবিবার, তৃতীয়া ৪৯/৪৯ রাত্রি ১/১৪। পূর্বভাদ্রপদ ২৯/২ অপঃ ৪/৫৫। সূ উ ৫/১৮/২, অ ৬/৩/১৪, অমৃতযোগ দিবা ৬/৯ গতে ৯/৩৩ মধ্যে। রাত্রি ৭/৩২ গতে ৯/২ মধ্যে, বারবেলা ১০/৫ গতে ১/১৬ মধ্যে, কালরাত্রি ১/৫ গতে ২/৩০ মধ্যে।
৩২ শ্রাবণ ১৪২৬, ১৮ আগস্ট ২০১৯, রবিবার, তৃতীয়া ৪৩/৯/৬ রাত্রি ১০/৩২/৩৬। পূর্বভাদ্রপদনক্ষত্র ২৬/১/৪১ দিবা ৩/৪১/৩৮, সূ উ ৫/১৬/৫৮, অ ৬/৫/৪৬, অমৃতযোগ দিবা ৬/১২ গতে ৯/৩১ মধ্যে এবং রাত্রি ৭/২২ গতে ৮/৫৪ মধ্যে, বারবেলা ১০/৫/১৬ গতে ১১/৪১/২২ মধ্যে, কালবেলা ১১/৪১/২২ গতে ১/১৭/২৮ মধ্যে, কালরাত্রি ১/৫/১৬ গতে ২/২৯/১০ মধ্যে।
 ১৬ জেলহজ্জ

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: প্রাকবিবাহ কথাবার্তাও হতে পারে। বৃষ: সৌখিন দ্রব্যের ব্যবসা শুভ হবে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৯০০: রাজনীতিক বিজয়লক্ষ্মী পণ্ডিতের জন্ম১৯৩৬: গীতিকার ও পরিচালক গুলজারের জন্ম১৯৫৮: ...বিশদ

07:03:20 PM

নেতাজিনগরে ২টি অটোর সংঘর্ষ, জখম মহিলা 

08:31:00 PM

বেনিয়াপুকুরে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার 

06:21:00 PM

পানিহাটিতে গঙ্গায় ডুবে যাওয়া যুবকের দেহ উদ্ধার 

05:49:00 PM

পানিহাটিতে গঙ্গায় ডুবে যাওয়া যুবকের দেহ উদ্ধার 

05:46:00 PM