Bartaman Patrika
 

রোদ্দুর ছুঁতে সূর্যের দেশে পাড়ি দিচ্ছে ভারত 

বিনয় মালাকার: চাঁদের পর এবার সূর্য। পরপর দু’বার চন্দ্র অভিযানের সাফল্যের পর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর এখন লক্ষ্য সূর্য। সূর্যের অগ্নি বলয়ে হয়তো পৌঁছনো সম্ভব হবে না, তবে সূর্যের অনেকটাই কাছে পৌঁছনোর চেষ্টা চালানো হবে। যাতে করে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র সূর্যকে নাকের ডগায় বসে অধ্যয়ন করা যায়। সেই লক্ষ্যে সূর্যের দেশে পাড়ি দিতে চলেছে ভারতের প্রথম সৌর মহাকাশযান ‘আদিত্য এল-১’। সূর্যের রহস্যভেদ সম্ভব হলে শুধু সৌর পদার্থবিজ্ঞানেরই নয়, পদার্থবিজ্ঞান সহ বিজ্ঞানের অন্যান্য শাখারও নতুন দিগন্ত উন্মোচিত হবে।
পৃথিবীতে বসে বিজ্ঞানীরা সূর্যকে নিয়ে অনেক গবেষণা করেছেন, তবে আরও নিখুঁত ও পূর্ণাঙ্গ গবেষণার জন্য সূর্যের কাছে যাওয়াটা ভীষণ জরুরি। সেই কাজই করবে ‘আদিত্য এল-১। সংস্কৃত শব্দ আদিত্য মানে সূর্য। ২০২০ সালের শুরুতে এই মহাকাশ যানটিকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল-এক্সএল বা পিএসএলভি-এক্সএল রকেটের সাহায্যে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই মহাকাশযানটির নির্মাণে ইসরোকে সাহায্য করেছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্স (আইআইএ), পুনের ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স (আইইউসিএএ), আমেদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি (পিআরএল), কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), রাজস্থানের উদয়পুর সোলার অবজারভেটরি রাজস্থান এবং তিরুবনন্তপুরমের স্পেস ফিজিক্স ল্যাবরেটরি।
প্রথমে মনে করা হয়েছিল আদিত্য এল-১-কে দিয়ে সূর্যের করোনা বা সোলার করোনার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। কারণ, ৪০০ কিলোগ্রাম ওজনের এই উপগ্রহে ‘ভিজিবল এমিশন লাইন করোনাগ্রাফ’ নামে একটি মাত্র ‘পে-লোড’ থাকার কথা ছিল। সেজন্য এটিকে ৮০০ কিলোমিটার পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করার পরিকল্পনা হয়েছিল। পরে সেই পরিকল্পনা পাল্টে যায় এবং আদিত্য-১ রূপান্তরিত হয় আদিত্য এল-১-এ।
এল-১ হল প্রথম ল্যাগর‌্যাঞ্জ পয়েন্ট। একটি উপগ্রহ ল্যাগর‌্যাঞ্জিয়ান পয়েন্টের চারদিকে যে পথ অনুসরণ করে তাকে হ্যালো অরবিট বলে। পৃথিবী ও সূর্যের মধ্যে মোট পাঁচটি ল্যাগর‌্যাঞ্জিয়ান পয়েন্ট আছে — এল-১, এল-২, এল-৩, এল-৪ এবং এল-৫। এই এল-১-কে কেন্দ্র করে একটি ‘হ্যালো কক্ষপথে’ পরিক্রমণ করবে আদিত্য এল-১। এল-১ পয়েন্ট হল সোলার সিস্টেমের এমন একটি অবস্থান যেখানে পৃথিবী ও সূর্যের সম্মিলিত মাধ্যাকর্ষণ বল ওই অবস্থানে রাখা তৃতীয় কোনও ছোট বস্তু বা উপগ্রহের ওপর অনুভূত কেন্দ্রাতিক বলের সমান ও বিপরীতমুখী। ফলে উপগ্রহটি স্থিতিশীল একটি কক্ষপথে আবর্তন করবে।
পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার এবং সূর্য থেকে ১ হাজার ৪৮১ লক্ষ কিলোমিটার দূর অবস্থান করে কোনও গ্রহণ বা বাধা ছাড়াই কমপক্ষে পাঁচ বছর নিরবচ্ছিন্নভাবে আদিত্য এল-১ সূর্যকে পর্যবেক্ষণ করবে। উৎক্ষেপণের প্রায় ১০০ দিন পরে উপগ্রহটি এল-১-কে কেন্দ্র করে হ্যালো অরবিটে ঘুরতে শুরু করবে। এইভাবে সূর্যের বাড়িতে গোপন নজরদারি চালিয়ে সূর্যের যাবতীয় কার্যকলাপের কথা ও ছবি পাঠিয়ে দেবে এই নীলগ্রহে। উপগ্রহটিতে মোট সাতটি পে-লোড বা পরীক্ষা-নিরীক্ষামূলক অত্যাধুনিক বৈজ্ঞানিক যন্ত্র থাকবে। জ্বালানি সহ ১ হাজার ৫০০ গ্রাম ওজনের এই সর্বাধুনিক উপগ্রহটি সৌর করোনার রহস্য উন্মোচন করতে পারবে বলেই বিজ্ঞানীদের ধারণা।
কিন্তু, কেন সৌর করোনা এত রহস্যময়? সূর্যের কেন্দ্রে একটি পরমাণু চুল্লি রয়েছে। সেখানে প্রতিনিয়ত হাইড্রোজেন নিউক্লীয়-সংযোজন প্রক্রিয়ায় হিলিয়ামে পরিণত হয়। এই রূপান্তরের সময় যে পরিমাণ ভর ‘হারিয়ে’ যায় সেই ভরই তাপশক্তি এবং আলোকশক্তিতে রূপান্তরিত হয়। এই পুরো প্রক্রিয়াটি হয় আইনস্টাইনের E=mc2 সূত্র মেনে। এর ফলে সূর্যের কেন্দ্রের তাপমাত্রা প্রায় ১.৫ কোটি কেলভিন হয়। সূর্যপৃষ্ঠের বা ফোটোস্ফিয়ারের তাপমাত্রা ৫ হাজার কেলভিন। অর্থাৎ, সূর্যের কেন্দ্র থেকে সূর্যপৃষ্ঠের দিকে এগিয়ে গেলে তাপমাত্রা কমতে থাকে। কিন্তু ফোটোস্ফিয়ার থেকে দশ গুণের বেশি দূরত্বে থাকা সোলার করোনার তাপমাত্রা প্রায় ১০ লক্ষ কেলভিন।
অর্থাৎ সূর্যের কেন্দ্রের কাছে থাকা ফোটোস্ফিয়ারের তুলনায় অনেক দূরে থাকা করোনার তাপমাত্রা প্রায় ২০০ গুণ বেশি। আবার করোনার তাপমাত্রা সব জায়গায় সমান নয়। কোথাও অনেক বেশি, কোথাও অনেক কম। কেন করোনার তাপমাত্রা এত বেশি, কেনই বা করোনার বিভিন্ন অংশের তাপমাত্রার মধ্যে এত পার্থক্য — সূর্যের এই সমস্ত হেঁয়ালিপনার কারণ অনুসন্ধান করবে আদিত্য এল-১।
করোনা ছাড়াও এই মহাকাশযানটি ফোটোস্ফিয়ার এবং ক্রোমোস্ফিয়ারের ওপর নজরদারি চালাবে। ফোটোস্ফিয়ার হল সূর্যের সর্বনিম্ন একটি স্তর। পৃথিবীতে আমরা যে সমস্ত আলোকিত বস্তুকে দেখি, সেই আলো এই ফোটোস্ফিয়ার থেকেই নির্গত হয়। সূর্য থেকে এই আলো ৮ মিনিট ২০ সেকেন্ড পরে আমাদের পৃথিবীতে এসে পৌঁছয়। দ্বিতীয় স্তরটি হল, ক্রোমোস্ফিয়ার। সবচেয়ে বাইরে থাকে করোনা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় চাঁদ ফোটোস্ফিয়ারকে ঢেকে দেয়। আমরা তখন গোলাপি-লাল রঙের ক্রোমোস্ফিয়ার এবং করোনাকে দেখতে পাই।
২০১৮ সালের ১২ আগস্ট আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা বিশ্বের প্রথম সৌর মহাকাশযান ‘পার্কার সোলার প্রোব’ মহাকাশে পাঠায়। ইতিমধ্যেই সেটি সফলভাবে দু’বার সূর্যকে ভীষণ কাছ থেকে (সূর্য থেকে মাত্র ৮০ লক্ষ কিলোমিটার) প্রদক্ষিণ করেছে। এই মহাকাশযানটি ইতিমধ্যেই অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাঠিয়েছে। এগুলো আদিত্য এল-১-কে অনেক সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। যে সূর্যকে আমরা আকাশে রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখি, যার জন্য শুধু এই পৃথিবীতেই জল তরল অবস্থায় আছে, পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়েছে, সেই সূর্যের গোপন রহস্য উন্মোচন করতে পারবে আদিত্য এল-১। এমনটাই ধারণা ইসরোর বিজ্ঞানীদের।
নাসা আর ইউরোপিয়ান স্পেস এজেন্সির পর ভারতই প্রথম পাড়ি দিচ্ছে সৌর মুলুকে। এই অভিযান সফল হলে মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে ভারতের জায়গাটা শুধু শক্তিশালীই হবে না, পদার্থবিজ্ঞানের দীর্ঘস্থায়ী অনেক প্রশ্নের সমাধানও করা যাবে। আগামী কয়েক বছরের মধ্যে চাঁদে ভারত নিজস্ব স্পেস স্টেশন তৈরি করবে। ২০২০ সালটা তাই ভারতের মহাকাশ গবেষণায় একটি গুরুত্বপূর্ণ বছর। এরপর ইসরো যথাক্রমে গগনযান, চন্দ্রযান-৩, মঙ্গল-২ এবং শুক্র মিশন পাঠাবে মহাকাশে। 

আদিত্য এল-১-এর সাতটি পে-লোডের কাজ:
১. ভিজিবল এমিশন লাইন করোনাগ্রাফ: করোনার উপর নজর রাখার
জন্য থাকবে শক্তিশালী এই করোনাগ্রাফ। এটি সূর্যের মধ্যে ঘটে চলা বিভিন্ন গতিমান প্রক্রিয়া এবং কীভাবে করোনা থেকে ভর নির্গত (করোনাল মাস এমিশন) হয় তা পরীক্ষা করবে। করোনার চৌম্বকক্ষেত্রের পরিমাপ করবে। করোনাগ্রাফ হল একটি বিশেষ যন্ত্র, যা সূর্যের আলোকে আটকানোর জন্য তৈরি করা হয়েছে। যাতে করে জ্বলন্ত সূর্যের উত্তপ্ত বহির্মুখী স্তরটিকে দেখতে পাওয়া যায়। অন্যথায় যে স্তরটি সূর্যের আলোতে লুকিয়ে থাকে। করোনাগ্রাফ আসলে সূর্যালোককে অবরুদ্ধ করে মহাকাশে কৃত্রিমভাবে একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সৃষ্টি করবে।
২. সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ: এটি সূর্যের ফোটোস্ফিয়ার এবং ক্রোমোস্ফিয়ারের ছবি পাঠাবে। এই টেলিস্কোপটি ২০০-৪০০ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের (আল্ট্রাভায়োলেট অঞ্চল) পরিসরের মধ্যে সূর্যেকে পর্যবেক্ষণ করবে।
৩. আদিত্য সোলার উইন্ড পার্টিকেল এক্সপেরিমেন্ট: এটি সৌরবায়ুর বৈশিষ্ট্য পরিবর্তন এবং তার বণ্টন ব্যবস্থা ও আলোকধর্মের অধ্যয়ন করবে।
৪. প্লাজমা অ্যানালাইজার প্যাকেজ ফর আদিত্য: এটি সৌরবায়ুর উপাদান এবং সৌরবায়ুর শক্তির বিন্যাস পর্যবেক্ষণ করবে।
৫. সোলার লো এনার্জি এক্স-রে স্পেক্ট্রোমিটার: কোন বিশেষ কৌশলে করোনার তাপমাত্রা এত বেড়ে যায় তা বোঝার জন্যে এক্স-রে ফ্লেয়ার (সৌর শিখা) গুলির ওপর নজর রাখবে এই স্পেক্ট্রোমিটার। এক্স-রে ফ্লেয়ার হল শক্তিশালী সৌর বিকিরণ যা করোনা থেকে নির্গত হয়।
৬. হাই এনার্জি এল-১ অরবিটিং এক্স-রে স্পেক্ট্রোমিটার: সৌর করোনায় ঘটে চলা প্রক্রিয়াগুলি পর্যবেক্ষণ করবে এবং বিস্ফোরণের সময় সৌরশক্তি যুক্ত কণাগুলিকে ত্বরান্বিত করতে কী পরিমাণ শক্তির প্রয়োজন তার একটা আন্দাজ দেবে এই স্পেক্ট্রোমিটার।
৭. ম্যাগনেটোমিটার: আন্তঃগ্রহ চৌম্বকীয় ক্ষেত্রের (Interplanetary Magnetic Field) পরিমাপ এবং প্রকৃতি বোঝার চেষ্টা করবে এই ম্যাগনেটোমিটার।

আদিত্য মিশনের মূল লক্ষ্য:
 সূর্যপৃষ্ঠ থেকে বহু দূরে থাকা করোনার তাপমাত্রা সূর্যপৃষ্ঠের তাপমাত্রার থেকে এত বেশি কেন, করোনা থেকে কীভাবে ভর নির্গত হয় তা বোঝার চেষ্টা করা। কোনও অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস জানতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 সৌরঝড়ের কারণ এবং তার গতিপথ বোঝার চেষ্টা করা। এটা বুঝতে পারলে এই গ্রহের টেলি যোগাযোগ ব্যবস্থা আরও নিখুঁত এবং নির্ঝঞ্ঝাট করা যাবে।
 সৌরঝড় কোন পথে পৃথিবীতে আসে, কেন অন্য পথে না গিয়ে ওই পথ ধরেই সৌরঝড় আমাদের গ্রহে আসছে তা জানার চেষ্টা করা হবে। এই সৌরঝড় পৃথিবীর চারপাশে প্রদক্ষিণরত যোগাযোগ রক্ষাকারী উপগ্রহগুলিকে তছনছ করে দিতে পারে।
 সূর্য থেকে আসার ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি সূর্যের ঠিক কোন জায়গা থেকে এবং কী পরিমাণে আসে তা অনুধাবন করার চেষ্টা করা হবে।
(লেখক হুগলি জেলার নেতাজি মহাবিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রধান)
12th  January, 2020
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আসছে ওষুধ
পৃথিবীতে এই প্রথম

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে যে কয়েকটি ক্ষেত্রে তোলপাড় করবে, তার অন্যতম হল স্বাস্থ্যক্ষেত্র। ইতিমধ্যেই এই ক্ষেত্রে কামাল দেখানো শুরু করে দিয়েছে এআই। বড় কোনও অঘটন না ঘটলে শীঘ্রই আত্মপ্রকাশ হতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি পৃথিবীর প্রথম ওষুধের। বিশদ

05th  July, 2023
কোন ৫ জি স্মার্টফোন
আপনার জন্য পারফেক্ট
রইল সেইসব মোবাইলের হদিশ

 

শীঘ্রই বাজারে আসছে ৫ জি। ইন্টারনেটের স্পিড বেড়ে যাবে কয়েকগুণ। সোশ্যাল মিডিয়ায় নানা টেলিকম সংস্থার এইধরণের বিজ্ঞাপনে ছয়লাপ।
বিশদ

16th  August, 2022
এবার ইন্টারনেট ছাড়াই মিলবে
জি মেইল পরিষেবা

গুরুত্বপূর্ণ মেইল এসেছে। কিন্তু, ইন্টারনেট না থাকায় তা চেক করতে পারছেন না। এখন থেকে আর জি মেইল গ্রাহকদের এই সমস্যায় পড়তে হবে না। অর্থাৎ ইন্টারনেট সংযোগ ছাড়াই গ্রাহক তাঁর মেল পড়তে, রিপ্লাই দিতে বা পুরনো মেল সার্চ করতে পারবেন। এমনই অভিনব পরিষেবা নিয়ে এল মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল।
বিশদ

28th  June, 2022
পথ চলা শেষ, অবসর
নিচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

বয়স হয়েছে, তাই দীর্ঘদনের সঙ্গীকে বিদায় জানাচ্ছে মাইক্রোসফট । অবসর নিচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। ২৭ বছর ধরে অনবদ্য পরিষেবা দিয়েছিল এই ব্রাউজার। কিন্তু কালক্রমে গ্রহণযোগ্যতা হারাচ্ছিল ইন্টারনেট এক্সপ্লোরার
বিশদ

15th  June, 2022
সংস্থার নাম এখন মেটা,
জানালেন ফেসবুক কর্তা

ইঙ্গিত আগেই মিলেছিল। সেই মতো বৃহস্পতিবার সংস্থার নাম বদলের কথা ঘোষণা করলেন ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ। নতুন নাম ‘মেটা’। তিনি জানিয়েছেন,  সোশ্যাল নেটওয়ার্কের গণ্ডির মধ্যে আর আটকে থাকতে চাইছে না সংস্থা।
বিশদ

29th  October, 2021
পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে যেতে
পারে ‘বেন্নু’, বলছেন বিজ্ঞানীরাই

আকার-আয়তনে আমেরিকার এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সমান। বিশালকায় সেই গ্রহাণু ‘বেন্নু’ ধেয়ে আসবে পৃথিবীর দিকে। হয়তো সরাসরি আছড়েও পড়বে। ১৯৯৯ সালে আবিষ্কার হওয়ার পর থেকেই বেন্নুকে ঘিরে এই আশঙ্কা করে আসছেন মহাকাশবিজ্ঞানীরা।
বিশদ

16th  August, 2021
ঐতিহ্য ও আধুনিকতার
মেলবন্ধনের উজ্জ্বল উদাহরণ

ফুজিফিল্মের 'ইন্সট্যাক্স মিনি ৪০' 

জাপানের ক্যামেরা নির্মাতা কোম্পানি ফুজি ফিল্ম একটি বিশ্ববন্দিত ব্র্যান্ড। ঐতিহ্যগত পরম্পরার সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে একের পর এক ক্যামেরা লঞ্চ করে চলেছে কোম্পানিটি। প্রায় প্রতিটিই গ্রাহকদের মধ্যে হিট। 
বিশদ

02nd  May, 2021
১০০০ টাকার মধ্যে
সেরা ৫ ইয়ারফোন

এখন বাজারে ভালো মানের ইয়ারফোন পাওয়া খুব একটা কঠিন নয়। প্রত্যেক সপ্তাহেই নতুন নতুন অপশন লঞ্চ হচ্ছে। অ্যাকটিভ নয়েস ক্যান্সেলেশন, উন্নতমানের ব্যাটারির পাশাপাশি ব্লুটুথ কোডেক সাপোর্ট এবং ড্রাইভারের মতো আধুনিক প্রযুক্তিগত উন্নতি ঘটিয়ে বাজারে এসেছে হরেক ইয়ারফোন। দামও সাধ্যের মধ্যেই। বিশদ

27th  January, 2021
ট্রুকলারকে টেক্কা দিতে
আসছে গুগল কল?

‘ট্রুকলার’-এর দিন কি তবে ঘনিয়ে এল? একটি ইউটিউব বিজ্ঞাপনের জেরে এমনই আলোচনা শুরু হয়েছে গ্যাজেট গুরুদের মধ্যে। বিষয়টি ঠিক কী? শোনা যাচ্ছে, কলিং অ্যাপটিকে ঢেলে সাজিয়েছে গুগল। নাম বদলে হয়েছে ‘গুগল কল’। শুধুমাত্র ফোন করা বা রিসিভ করাই নয়, নতুন এই অ্যাপটি কলারের নাম, কোন এলাকার নম্বর তাও জানিয়ে দিতে পারবে বলে দাবি করছে বিশ্বের একাধিক গ্যাজেট সংক্রান্ত তথ্যপ্রদানকারী সংস্থাগুলি।
বিশদ

24th  November, 2020
চন্দ্রপৃষ্ঠে সূর্যের আলো পড়া
অংশে মিলল জলের অস্তিত্ব

প্রথমবার ২০০৮ সালে ইসরো জানিয়েছিল, চাঁদের যে অংশে সূর্যালোক পড়ে, সেখানে জলের উপাদান রয়েছে। কিন্তু, সেই উপাদান কী অবস্থায় রয়েছে, তা নিশ্চিত করা যায়নি সেই সময়। পরবর্তী সময়ে নাসার শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে লাগাতার পর্যবেক্ষণ চালিয়েও এবিষয়ে কোনও নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি বিজ্ঞানীরা।
বিশদ

05th  November, 2020
 টিকটকের জায়গা নিতে ভারতে
নতুন ফিচার আনল ইনস্টাগ্রাম

নয়াদিল্লি: ভারত-চীন সংঘাতের মধ্যে টিকটক ব্যান করে দিয়েছে নরেন্দ্র মোদি সরকার। এবার ওই চীনা অ্যাপের জায়গা নিতে বাজারে এল ইনস্টাগ্রামের নতুন ফিচার ‘রিলস’। এটিতে টিকটকের সমস্ত বৈশিষ্ট্যগুলি রয়েছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট জানিয়েছে, ইনস্টাগ্রাম স্টোরিজের মধ্যে এই ফিচারটি পাওয়া যাবে। বিশদ

09th  July, 2020
সংসারের ঝামেলার সঙ্গেই উপরি নেটওয়ার্ক সমস্যা, বাড়ি থেকে কাজে নাজেহাল সকলে

  নয়াদিল্লি, ২২ মে: বাড়িতে কাজের অনিবার্য পরিবেশ অধরা। ফলে লকডাউনের ভারতে দিনদিন কাহিল অবস্থা হচ্ছে ‘কর্পোরেট ভারত’-এর। টানা প্রায় তিনমাস ঘরবন্দি গোটা দেশ। বাড়িতে বসে কাজ করতে গিয়ে প্রতি মুহূর্তে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন ওয়ার্ক ফ্রম হোম করা সাধারণ মানুষ। বিশদ

24th  May, 2020
৩২ বিটের কম্পিউটারের
দিন কি ঘনিয়ে এল?

ওয়াশিংটন, ১৫ মে: ভবিষ্যতের কথা ভেবে একটি বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলল মাইক্রোসফট। তারা ৩২ বিটের কম্পিউটারের জন্য উইন্ডোজ ১০-এর আর কোনও ভার্সন তৈরি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি উইন্ডোজ ১০-এর একটি নয়া ভার্সন বাজারে এনেছে মাইক্রোসফট।
বিশদ

16th  May, 2020
নতুন লুকে ফেসবুক,
রয়েছে ডার্ক মোডও

সান ফ্রান্সিসকো, ১২ মে: করোনা ভাইরাসের দাপটে বিশ্বজুড়ে ঘরবন্দি মানুষ। কয়েকটি দেশে লকডাউন শিথিল করা হলেও জনজীবন স্বাভাবিক হয়নি। করোনায় ত্রস্ত মানুষ বাড়ি ছেড়ে এখনই বের হতে সাহস পাচ্ছে না। ঘরবন্দি অবস্থায় এরমধ্যে একটি বিরাট অংশই নির্ভরশীল ইন্টারনেটের উপর। প্রায় অধিকাংশ নেটিজেনেরই বর্তমানে সর্বক্ষণের সঙ্গী হয়ে উঠেছে ফেসবুক।
বিশদ

13th  May, 2020

Pages: 12345

একনজরে
বৃহস্পতিবার রাতে উল্লাসে তৃণমূলের প্রতীকে জেতা সাংসদ সুনীল মণ্ডলের উল্লাসের বাড়িতে কেক কাটলেন বিজেপির দিলীপ ঘোষ। আবার শুক্রবার সকালে প্রাতঃভ্রমণ করার সময় বিজেপি প্রার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বর্ধমান শহরের তৃণমূল কাউন্সিলার অজিত খাঁ ...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার পক্ষে সওয়াল করলেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়ম নওয়াজ। শুক্রবার কর্তারপুর সাহিব গুরুদ্বারে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ...

ক্যানিং পূর্বের বিধায়ক তথা তৃণমূলের ভাঙড়ের পর্যবেক্ষক সওকত মোল্লার বিরুদ্ধে পোস্টার পড়ল ভাঙড়ে। এই নিয়ে শোরগোল পড়েছে এলাকায়। কোথাও তাঁকে অশান্তির কারিগর তকমা দেওয়া হয়েছে, কোথাও আবার ঘুরিয়ে বহিরাগত বলে পোস্টার সাঁটানো হয়েছে। ...

ধুবুড়ির কালবেলায় একটি ছোট ক্যাম্প অফিসে ডাঁই করে রাখা অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা এইআইইউডিএফের ফ্ল্যাগ। এত ফ্ল্যাগ কবে লাগাবেন? ক্যাম্পের কর্মী আনিমুল হক খানিক গম্ভীর গলায় বলে উঠলেন, ‘ওই ফ্ল্যাগ না লাগালেও আমাদের কিছু হবে না। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে শুভ। নতুন কর্মপ্রাপ্তি বা কর্মসূত্রে দূররাজ্য বা বিদেশ গমন হতে পারে। আনন্দানুষ্ঠানে যোগদান ও ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫২৬: পানিপথের যুদ্ধে মোগলরা আফগানদের পরাজিত করে
১৭৭০: আজকের দিনে ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া আবিষ্কার করেন
১৮৪৪: বাংলার নবজাগরণের অন্যতম ব্যক্তিত্ব দ্বারকানাথ গঙ্গোপাধ্যাযয়ের জন্ম
১৮৭৯: ডিরোজিওর অন্যতম শিষ্য, কলকাতার প্রথম শেরিফ রাজা দিগম্বর মিত্র প্রয়াত হন 
১৮৮৯: ফরাসী বিপ্লবের শতবর্ষ পূর্তিতে স্মারকস্তম্ভ হিসেবে ৯৮৫ ফুট উঁচু আইফেল টাওয়ার নির্মাণের কাজ শেষ হয়
১৮৮৯: জার্মানির চ্যান্সেলর অ্যাডলফ হিটলারের জন্ম
১৯০৫: অগ্নিযুগের বিপ্লবী, সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ অনুগামী জ্যোতিষচন্দ্র জোয়ারদারের জন্ম
১৯১২: আইরিশ লেখক ব্রাম স্টোকারের মৃত্যু
১৯১৮: বাংলাদেশী রাজনীতিবিদ এবং বাংলা ভাষা আন্দোলনের অন্যতম নেতা শওকত আলীর জন্ম
১৯২০: ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী যূথিকা রায়ের জন্ম 
১৯৪৬: সম্মিলিত জাতিপুঞ্জের বিলুপ্তি ঘোষণা করা হয়
১৯৪৮: বলিউড অভিনেত্রী ববিতার জন্ম
১৯৫০: রাজনীতিক তথা অন্ধ্রপ্রদেশের ১৩তম মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর জন্ম
১৯৫২: বাংলা ভাষার সুরকার ও সঙ্গীতজ্ঞ সুধীরলাল চক্রবর্তীর মৃত্যু
১৯৬০: বংশীবাদক ও সুরকার পান্নালাল ঘোষের মৃত্যু
১৯৭২: চাঁদের মাটিতে নামল অ্যাপোলো ১৬
১৯৭২: বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নির জন্ম
১৯৯৯: কলেরাডোর কলম্বাইন হাইস্কুলে ১৩ জনকে হত্যা করে আত্মহত্যা করল এরিক হ্যারিস এবং ডিলান কেবোল্ড
২০১৩: চীনের সিচুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে মৃত ১৫০ 
২০১৯ : বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও লেখক অমর পালের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.১০ টাকা ৮৪.১৯ টাকা
পাউন্ড ১০২.৫৮ টাকা ১০৫.২২ টাকা
ইউরো ৮৭.৭৯ টাকা ৯০.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,১৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,৫০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭০,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৩,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৩,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৭ বৈশাখ, ১৪৩১, শনিবার, ২০ এপ্রিল ২০২৪। দ্বাদশী ৪৩/৩৫ রাত্রি ১০/৪২। পূর্বফল্গুনী নক্ষত্র ২২/০ দিবা ২/৪। সূর্যোদয় ৫/১৬/৬, সূর্যাস্ত ৫/৫৫/৫। অমৃতযোগ দিবা ৯/৮ গতে ১২/৫১ মধ্যে। রাত্রি ৮/১১ গতে ১০/২৭ মধ্যে পুনঃ ১১/৫৯ গতে ১/২৯ মধ্যে পুনঃ ২/১৪ গতে ৩/৪৪ মধ্যে। বারবেলা ৬/৫১ মধ্যে পুনঃ ১/১০ গতে ২/৪৫ মধ্যে পুনঃ ৪/২০ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/২০ মধ্যে পুনঃ ৩/৫১ গতে উদয়াবধি।
৭ বৈশাখ, ১৪৩১, শনিবার, ২০ এপ্রিল ২০২৪। দ্বাদশী রাত্রি ১০/৫৮। পূর্বফল্গুনী নক্ষত্র দিবা ২/৪৩। সূর্যোদয় ৫/১৬, সূর্যাস্ত ৫/৫৬। অমৃতযোগ দিবা ৯/২২ গতে ১২/৫১ মধ্যে এবং রাত্রি ৮/১৬ গতে ১০/২৭ মধ্যে ও ১১/৫৬ গতে ১/২২ মধ্যে ও ২/৩ গতে ৩/৩৩ মধ্যে। কালবেলা ৬/৫১ মধ্যে ও ১/১১ গতে ২/৪৬ মধ্যে ও ৪/২১ গতে ৫/৫৬ মধ্যে। কালরাত্রি ৭/২১ মধ্যে ও ৩/৫১ গতে ৫/১৬ মধ্যে। 
১০ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
বালুরঘাটের তৃণমূল প্রার্থী  বিপ্লব মিত্রর সমর্থনে রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

04:26:00 PM

এনআরসি-ক্যা-ইউসিসি না চাইলে বিজেপিতে একটাও ভোট নয়: মমতা

04:25:16 PM

একমাত্র তৃণমূল তখন অসমে গিয়েছিল, কিন্তু ওরা ঢুকতে দেয়নি: মমতা

04:24:33 PM

ভোট কেটে সুবিধা করতে এটা বিজেপির প্ল্যান: মমতা

04:12:44 PM

মোদি সরকার বাংলার টাকা বন্ধ করে দিল, কংগ্রেস-সিপিএম মুখ খোলেনি: মমতা

04:11:59 PM

আমের ফসল যাতে নষ্ট না হয় সেই ব্যবস্থা করে দিয়েছি: মমতা

04:10:39 PM