Bartaman Patrika
 

নজরদারির নয়া ফাঁদ হোয়াটসঅ্যাপ 

সন্দীপ সেনগুপ্ত (ফাউন্ডার ডিরেক্টর,  ইন্ডিয়ান স্কুল অব অ্যান্টি হ্যাকিং): আপনার তথ্য কি সুরক্ষিত? বা আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই কেউ আপনার উপর নজরদারি চালাচ্ছে না তো? ফেসবুকে তথ্য চুরির বিষয়টি এখন আর কারও অজানা নয়। কিন্তু, অনেকেই হোয়াটসঅ্যাপের সুরক্ষা ব্যবস্থার উপর ভরসা রেখেছিল। হোয়াটসঅ্যাপে কাউকে কোনও ম্যাসেজ পাঠালেই, পরিষ্কার ভাষায় লেখা থাকত — ম্যাসেজটি এনক্রিপটেড। অর্থাত্ যিনি ম্যাসেজটি পাঠাচ্ছেন এবং যাঁকে পাঠাচ্ছেন, তাঁদের দু’জনের বাইরে কেউই ওই তথ্যের নাগাল পাবে না। কিন্তু, এই দাবির সঙ্গে বাস্তবের বিস্তর ফারাক রয়েছে বলে খবর। কারণ, এখন নতুন বিপদ হয়ে দাঁড়িয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নজরদারির বিষয়টি।
সম্প্রতি পেগাসাস নামে একটি ম্যালওয়্যারের ব্যাপারে প্রচুর চর্চা হচ্ছে। তথ্যভিজ্ঞ মহলের মতে, ইজরায়েলি একটি সংস্থার তৈরি করা এই সফটওয়্যার দিয়ে কোন নির্দিষ্ট ব্যক্তির উপর নজরদারি চালানো সম্ভব। বিষয়টি সামনে আসতেই গোটা বিশ্বজুড়ে তুমুল আতঙ্ক তৈরি হয়েছে। কিন্তু, সত্যি কি হোয়াটসঅ্যাপ হ্যাক করা সম্ভব? আদৌ কি হোয়াটসঅ্যাপ হ্যাক করে আপনার উপর নজরদারি চালানো যায়? একইসঙ্গে আমরা জানব এনএসও নামক সংস্থার-র ব্যাপারেও। পাশাপাশি কীভাবে এর সঙ্গে বাংলাও জড়িয়ে আছে, সে ব্যাপারেও আমরা আলোচনা করবে।
হোয়াটসঅ্যাপকে কি হ্যাক করা সম্ভব?
হ্যাঁ, সম্ভব। ইজরায়েলের একটি সংস্থা এনএসও পেগাসাস নামে একটি স্পাইওয়্যার তৈরি করেছে। হোয়াটসঅ্যাপের সুরক্ষার ফাঁক গলে, যার মাধ্যমে নির্দিষ্ট কোনও ডিভাইস বা ফোন হ্যাক করা সম্ভব। হোয়াটসঅ্যাপের সুরক্ষায় এই ফাঁকের কথা চলতি বছরের মে মাস থেকে ধীরে ধীরে সামনে আসতে শুরু করে।
হোয়াটসঅ্যাপের সুরক্ষা ব্যবস্থার এই ফাঁক বা গলদকে কাজে লাগাচ্ছে হ্যাকাররা। তারা পেগাসাস স্পাইওয়্যার নামে একটি নজরদারি ম্যালওয়্যার ইনস্টল করে দিচ্ছে। কিন্তু, মোবাইল ব্যবহারকারী ঘুণাক্ষরেও তা টের পাচ্ছেন না। এক্ষেত্রে হ্যাকাররা শুধু মাত্র আপনার ফোনে একটি হোয়াটস অ্যাপ ভিডিও কল করবে। আপনি সেই কল রিসিভ না করলেও, আপনার ফোন হ্যাক হয়ে যাবে। সিস্টেমে একবার এই ম্যালওয়্যার ইনস্টল হয়ে গেলে তা ফোনের ক্যামেরা, মাইক্রোফোন, ইমেল, ম্যাসেজ সহ ফোনে থাকা সমস্ত তথ্যে নজরদারি চালাতে সক্ষম। এমনভাবে এই ম্যালওয়্যার প্রোগ্রাম করা হয়েছে যে, ফোন বন্ধ করে চালালে বা ফ্যাক্টরি রিসেট, অপারেটিং সিস্টেম আপডেট করলেও এটি ফোনের মধ্যেই বাসা বেঁধে থাকে। এটি ব্ল্যাকবেরি ম্যাসেঞ্জার, আইম্যাসেজ, হোয়াটসঅ্যাপ, ভাইবার, স্কাইপ, ফেসবুক মেসেঞ্জার, টেলিগ্রাম, লাইন, উইচ্যাট ও ট্যাঙ্গোর মতো ম্যাসেজিং অ্যাপের মাধ্যমে সমস্ত তথ্যের উপর নজরদারি চালাতে পারে।
কীভাবে শুরু হল এই নজরদারি?
রাতারাতি এই স্পাইওয়্যার কাজ শুরু করেনি। ২০১৩ সাল থেকেই ফোনের মধ্যে আড়ি পাততে শুরু করে। ২০১৬ সালে প্রথম এর কথা জানা যায় এবং ২০১৯-এ বিশ্বের প্রতিটি প্রান্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে ইজরায়েলি সংস্থার এই নজরদারি টুলস।
আইওএসের ৯.৩.৫ আপডেটটি আসার ঠিক দশদিন আগে এই সমস্যার কথা প্রকাশ্যে আসে। আরবের মানবাধিকার কর্মী আহমেদ মনসুর একটি টেক্সট ম্যাসেজ পান। তাতে লেখা ছিল, সংযুক্ত আরব আমিরশাহির জেলে বন্দিদের উপর অত্যাচারের বেশ কিছু গোপন তথ্য তাঁকে (আহমেদকে) দেওয়া হবে। এরসঙ্গে একটি লিঙ্কও আহমেদকে পাঠানো হয়। ওই মানবাধিকার কর্মী লিঙ্কটি পরীক্ষা কারার জন্য সিটিজেন ল্যাবে পাঠিয়ে দেন। এরপর লুকআউট সিকিউরিটি কোম্পানি নামে সংস্থার সঙ্গে জুটি বেঁধে এই লিঙ্কটি খতিয়ে দেখা হয়। তখনই পরিষ্কার হয়ে যায় যে, এর মাধ্যমে আহমেদের ফোনে স্পাইওয়্যার পাঠানো হয়েছিল। তিনি যদি লিঙ্কটি খুলতেন, তাহলে হ্যাকারদের কাছে তাঁর ফোনে থাকা সমস্ত তথ্য চলে যেত।
এরপরই এনএসও গ্রুপ নামে ইজরায়েলি স্পাইওয়্যার সংস্থার কথা সকলের সামনে তুলে ধরে। এরা বিভিন্ন সরকারকে পেগাসাস বিক্রি করে। কিন্তু, এই ম্যালওয়্যারের মাধ্যমে যে সব তথ্য তাদের হাতে আসে, সেগুলি তারা অন্য কাজেও ব্যবহার করে বলে বিভিন্ন মহলে সন্দেহ প্রকাশ করা হয়েছে। এই স্পাইওয়্যারটির ব্যবহার নিয়ে লুকআউট নামক সংস্থাটি তাদের ব্লগে বিস্তৃত ব্যাখ্যা দিয়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকাতে এ ব্যাপারে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হয়েছে। দ্য নিউইয়র্ক টাইমস এবং টাইমস অব ইজরায়েল-এর তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরশাহী ২০১৩ সাল থেকে এই স্পাইওয়্যার ব্যবহার করছে।
এবারই কি প্রথম হোয়াটসঅ্যাপের ত্রুটি-বিচ্যুতি নজরে এল?
একেবারেই নয়। এর আগেও বেশ কয়েকবার হোয়াটসঅ্যাপের সুরক্ষা ব্যবস্থায় গলদ ধরা পড়েছে। ২০১৭ ও ২০১৮-তে একবার এবং ২০১৯-এ ৬ বার এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন ব্যবহারকারীরা। বেশিরভাগ সময়ই অজান্তে।
পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে কাদের ফোন হ্যাক করা হয়েছে?
ওয়াশিংটন পোস্টের সাংবাদিক তথা সৌদির মানবাধিকার কর্মী জামাল খাস্তোগীকে এই স্পাইওয়্যারের মাধ্যমেই খুঁজে বের করে খুন করা হয়েছিল বলে শোনা যায়।
এই স্পাইওয়্যার ইতিমধ্যেই সাংবাদিক, আইনজীবী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশার সঙ্গে যুক্ত বেশ কিছু মানুষের ফোন হ্যাক করার কাজে ব্যবহার করা হয়েছে। ভারত সরকার এই ম্যালওয়্যার ব্যবহার করে কি না, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। সংশ্লিষ্ট মহলের অনেকের মতে, প্রভাবশালী সাংবাদিক, সাংসদ, এনজিও, শিল্পপতি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনে যে আড়ি পাতা হয়নি, তা হলফ করে কেউ বলতে পারবে না।
এই সফটওয়্যার কোথায় এবং কার থেকে কিনতে হয়?
এই সফটওয়্যারের আনুমানিক দাম প্রায় ৫৮ কোটি টাকা (প্রতি বছর ৫০০টি ফোনে নজরদারি চালানোর জন্য)। অর্থাত্ টাকা থাকলে যে কেউই এই সফটওয়্যার কিনতে পারে। নির্বাচনের সময় যেখানে কোনও দল ২০ হাজার কোটি টাকার বেশি খরচ করে বা কোনও কর্পোরেট সংস্থা (যাদের প্রতিটি প্রজেক্টের খরচ ২০০ কোটির বেশি) — তাদের ক্ষেত্রে লড়াইয়ে এগিয়ে থাকতে এই স্পাইওয়্যারকে কাজে লাগানো অস্বাভাবিক নয়।
প্রতিটি দেশে স্থানীয় ও জাতীয় স্তরে বিভিন্ন ডিস্টিবিউটররা এই সফটওয়্যার বিক্রি করে। ভারতে, এমনকী কলকাতাকেও এর বিক্রেতা পাওয়া যেতে পারে। (গুগলে একবার সার্চ করে দেখুন: মিলিটারি গ্রেড সলিউশন ইজরায়েল কলকাতা)। তবে ঠিক কারা কারা এই স্পাইওয়ার ব্যবহার করেছে সেই সম্পর্কে কোন কিছুই নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়।
এই এনএসও গোষ্ঠীর মালিক কে?
মজার ব্যাপার হলো, এখানে কিন্তু বাংলার যোগ রয়েছে। ২০১৪ থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই সফটওয়্যার এর প্রধান স্টেকহোল্ডার ছিল একটি আমেরিকান সংস্থা। নাম ফ্রান্সিস্কো পার্টনার। এই সংস্থার প্রতিষ্ঠাতা এবং চিফ এক্সিকিউটিভ অফিসার একজন বাঙালি। তার নাম দীপাঞ্জন দেব। সুতরাং বলাই যায়, এই গোটা প্রক্রিয়ায় একজন বাঙালির মাথাও কাজ করেছে। এছাড়া এই সংস্থার ওয়েবসাইটে নজর দিলেই অন্যান্য মালিকদের ব্যাপারেও তথ্য পাওয়া যাবে।
অনুলিখন: সুদীপ্ত সেন ও সৌম্য নিয়োগী
10th  November, 2019
 টিভির ভোলবদল

 শৌণক সুর: বর্তমান যুগে টিভি ছাড়া বাড়িতে থাকাই দায়। সারাদিন পর বাড়িতে ফিরেই সুইচ অন করে বোকাবাক্সের সামনে বসে পড়া যেন নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। আশির দশকে টিভিতে খবর সম্প্রচার ছাড়া বিনোদনের তেমন কোনও অনুষ্ঠানই ছিল না। বিশদ

এই বোস সেই বোস নয়

মৃণাল শীল: আমরা দেশনায়ক সুভাষচন্দ্র বসুর ছাত্রাবস্থার একটি ঘটনার সঙ্গে সকলেই পরিচিত। সেটি হল, প্রেসিডেন্সি কলেজের ইতিহাসের এক ইংরেজ অধ্যাপক ওটেন সাহেব এক বাঙালি ছাত্রকে বিনা কারণে অপমান করেন। এই ঘটনার প্রতিবাদে সরব হয় গোটা প্রেসিডেন্সি কলেজ।  
বিশদ

12th  January, 2020
অদৃশ্য ক্যামেরার ফোন!

রোটেটর, পপ আপ, আন্ডার ডিসপ্লে ক্যামেরার স্মার্টফোনের দুনিয়ায় নতুন সংযোজন। ছবি তোলার পরই অদৃশ্য হয়ে যাবে ক্যামেরা। এমনই অভিনব প্রযুক্তির স্মার্টফোনের আত্মপ্রকাশ করল ওয়ান প্লাস। সম্প্রতি লাস ভেগাসে আয়োজিত ‘কনজিউমার ইলেক্ট্রনিক্স শো’-তে (সিইএস ২০২০) মডেলটি প্রকাশ্যে এনেছে ওয়ান প্লাস।
বিশদ

12th  January, 2020
রোদ্দুর ছুঁতে সূর্যের দেশে পাড়ি দিচ্ছে ভারত 

বিনয় মালাকার: চাঁদের পর এবার সূর্য। পরপর দু’বার চন্দ্র অভিযানের সাফল্যের পর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর এখন লক্ষ্য সূর্য। সূর্যের অগ্নি বলয়ে হয়তো পৌঁছনো সম্ভব হবে না, তবে সূর্যের অনেকটাই কাছে পৌঁছনোর চেষ্টা চালানো হবে।  
বিশদ

12th  January, 2020
সেরা কিছু প্রযুক্তিগত উন্নতি 

১০৮, ৪৮ ও ৬৪ মেগা পিক্সেল ক্যামেরা: মোবাইল ক্যামেরার অগ্রগতি ডিএসএলআর জগৎকে কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। বিশ্বে প্রথমবার ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর বাজারে নিয়ে এসেছে স্যামসাং।  বিশদ

29th  December, 2019
এ বছরের সেরা ব্যক্তিত্ব 

২০১৯ সালে বিজ্ঞানের অগ্রগতিতে অবদান রাখা ব্যক্তিদের মধ্যে এক ঝলকে খুঁজে নেওয়া কয়েকজন...  বিশদ

29th  December, 2019
জীবজন্তু 

প্রতিবছরই কিছু না কিছু নতুন প্রজাতির জীবজন্তু আবিষ্কার হয়। ২০১৯ সালও তার ব্যতিক্রম ছিল না। সেরকমই কয়েকটি প্রাণী হল  বিশদ

29th  December, 2019
এ বছরের উল্লেখযোগ্য ঘটনা 

 ১ জানুয়ারি: মানববিহীন মহাকাশযান নিউ হরাইজন্‌স সৌর জগতের দূরতম প্রান্তে অবস্থিত কাইপার বেল্টের মহাজাগতিক বস্তু ২০১৪ এমইউ৬৯-এর কাছে পৌঁছয়।
 ৩ জানুয়ারি: মহাকাশ গবেষণার ইতিহাসে প্রথমবার চাঁদের অন্ধকার পৃষ্ঠে অবতরণ করে চীনা মহাকাশযান চ্যাং ই-৪।  বিশদ

29th  December, 2019
ইলেকট্রনিক্সের ইতি!
আলোয় চলবে নতুন
যুগের কম্পিউটার

রক্তিম হালদার: বর্তমানে ‘কোয়ান্টাম সুপ্রিমেসি’র মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে তামাম বিশ্ব। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই — তাহলে কি আজকের যুগের সাধারণ ইলেকট্রনিক কম্পিউটারের বদলে খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে ‘কোয়ান্টাম কম্পিউটার’? 
বিশদ

08th  December, 2019
 কৃত্রিম ত্বক নিয়ে মানুষ
হয়ে উঠবে রোবট

 সৌম্য নিয়োগী: রোবটরাও এবার হয়ে উঠবে মানুষের মতো! কৃত্রিম নয়, যন্ত্রমানবের শরীরেও থাকবে ব্যথা-বেদনা-ভালোবাসার মতো অনুভূতি। রোবটকে জড়িয়ে ধরলে সে লজ্জা পাবে। ভালোবেসে জড়িয়েও ধরবে। হাতে হাত রেখে মনও পড়তে পারবে সে। ঠান্ডা-গরম, হাসি-কান্না, আশঙ্কা — সব‌মিলিয়ে ষষ্ঠ ইন্দ্রিয়ই কাজ করবে যন্ত্র শরীরে।
বিশদ

08th  December, 2019
যন্ত্র কখনই চেতনা সম্পন্ন হবে না
বেদান্ত দর্শন তুলে ধরে বসু বিজ্ঞান
মন্দিরে বলে গেলেন সুভাষ কাক

 দেবজ্যোতি রায়: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতিতে অনেক কাজই আর মানুষকে করতে হচ্ছে না। করে দিচ্ছে যন্ত্র। কর্মচ্যুত হচ্ছেন বহু চাকুরিজীবী। এআইয়ের অগ্রগতির ফলে বর্তমান গোটা বিশ্বজুড়ে একটা অস্থিরতা তৈরি হয়েছে। আশঙ্কা, সংশয়ের প্রহর গুনছে তামাম দুনিয়া।
বিশদ

08th  December, 2019
 গুগল ইন্ডিয়ার শীর্ষ পদে সঞ্জয় গুপ্ত

ডিজনি ভারত শাখার প্রাক্তন শীর্ষ আধিকারিক সঞ্জয় গুপ্তকে কান্ট্রি ম্যানেজার এবং সেলস ও অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করল মার্কিন তথ্যপ্রযুক্তি জায়ান্ট গুগল। আগামী বছরের শুরুতে তিনি নতুন পদে কাজ শুরু করবেন। এই পদে ছিলেন রঞ্জন আনন্দন।
বিশদ

08th  December, 2019
কী করে বুঝবেন ফোন
ট্যাপ হচ্ছে কি না?

 একটি উপায় হচ্ছে অ্যান্টি-ভাইরাস বা অ্যান্টি-ম্যালওয়্যার অ্যাপ বা মোবাইল এন্ড টু এন্ড সিকিউরিটির উপর অনেক অ্যাপ প্লে স্টোরে রয়েছে। সেরকম অ্যাপ যদি ডাউনলোড করা হয়, তারা কিন্তু একটা সঙ্কেত দেবে যে কিছু একটা হতে চলেছে বা কোনও প্রিভিলেজ অ্যাক্সেস দেওয়া হয়েছে।
বিশদ

10th  November, 2019
বিজ্ঞানের টুকিটাকি 

চন্দ্র অভিযানের জন্য নাসার নতুন স্পেসস্যুট, পরতে পারবেন যে কেউ
নতুন অভিযানের জন্য চাই নতুন পোশাক। আগামী আর্টেমিস চন্দ্র অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে নাসা। তার জন্য বিশেষ স্পেসস্যুট বা মহাকাশ অভিযানের উপযুক্ত পোশাক প্রস্তুত করে ফেললেন বিজ্ঞানীরা। সাংবাদিক সম্মেলন করে তা প্রকাশ্যে নাসার প্রধান জিম ব্রিডেনস্টাইন।   বিশদ

10th  November, 2019

Pages: 12345

একনজরে
 ওয়াশিংটন: আরও একবার রেকর্ড ছাড়িয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ও অন্য গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব ...

 আগ্রা, ২৫ জানুয়ারি: কথায় বলে প্রেমের কোনও বয়স হয়না। এই প্রবাদবাক্যটি ফের একবার বাস্তবে ধরা পড়ল। আর তার ঘটল খোদ তাজমহলেরই শহর আগ্রায়। যার রূপকার ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মক্ষেত্রে পদোন্নতির সূচনা। ব্যবসায়ীদের উন্নতির আশা রয়েছে। বিদ্যার্থীদের সাফল্যযোগ আছে। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য দেখা দেবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯২৬: জন লগি বেয়ার্ড লন্ডনে প্রথম টেলিভিশন সিস্টেমকে জনসমক্ষে নিয়ে আসেন
১৯৩৬: জনগণের জন্য লন্ডনে শুরু হল বিবিসি-র সম্প্রচার
১৯৩৯: আমেরিকায় নিয়মিতভাবে টেলিভিশন সম্প্রচার শুরু
১৭৮২ – বাঁশের কেল্লা খ্যাত বিপ্লবী তিতুমীর তথা সৈয়দ মীর নিসার আলীর জন্ম
১৮৮০ - টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতির বাণিজ্যিক পেটেন্ট করেন।
১৯৬৯: অভিনেতা ববি দেওলের জন্ম
১৯৬৯: চিত্রপরিচালক বিক্রম ভাটের জন্ম
১৯৮৬: বিশিষ্ট সেতারবাদক নিখিল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
২০০৯: ভারতের অষ্টম রাষ্ট্রপতি আর ভেঙ্কটরামনের মৃত্যু
২০০২ - নাইজেরিয়ার লেগোস শহরে এক বিস্ফোরণে এক হাজারেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ২০ হাজারেরও বেশি মানুন গৃহহীন হন।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৬৪ টাকা ৭২.৩৪ টাকা
পাউন্ড ৯১.৭৩ টাকা ৯৫.০২ টাকা
ইউরো ৭৭.৩৫ টাকা ৮০.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪০,৯৮৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৮,৮৮৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৯,৪৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৭,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৭,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
26th  January, 2020

দিন পঞ্জিকা

১১ মাঘ ১৪২৬, ২৬ জানুয়ারি ২০২০, রবিবার, (মাঘ শুক্লপক্ষ) দ্বিতীয়া ৫৯/৪৫ শেষ রাত্রি ৬/১৬। ধনিষ্ঠা অহোরাত্র। সূ উ ৬/২১/৫৩, অ ৫/১৬/১৩, অমৃতযোগ দিবা ৭/৫ গতে ১০/০ মধ্যে। রাত্রি ৭/১ গতে ৮/৪৬ মধ্যে। বারবেলা ১০/২৭ গতে ১/১০ মধ্যে। কালরাত্রি ১/২৭ গতে ৩/৬ মধ্যে। 
১১ মাঘ ১৪২৬, ২৬ জানুয়ারি ২০২০, রবিবার, দ্বিতীয়া ৫৬/১৭/৫২ শেষরাত্রি ৪/৫৬/৫। ধনিষ্ঠা ৫৮/৫৪/২৯ শেষরাত্রি ৫/৫৮/৪৪। সূ উ ৬/২৪/৫৬, অ ৫/১৪/৫৬, অমৃতযোগ দিবা ৭/১ গতে ৯/৫৯ মধ্যে ও রাত্রি ৭/৮ গতে ৮/৫১ মধ্যে। কালবেলা ১১/৪৯/৫৬ গতে ১/১১/১১ মধ্যে। কালরাত্রি ১/২৮/৪১ গতে ৩/৭/২৬ মধ্যে।
৩০ জমাদিয়ল আউয়ল 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: বিদ্যার্থীদের সাফল্যযোগ আছে। বৃষ: নিজের প্রতিভার দ্বারা বিশেষ প্রতিষ্ঠা লাভ করতে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৯২৬: জন লগি বেয়ার্ড লন্ডনে প্রথম টেলিভিশন সিস্টেমকে জনসমক্ষে নিয়ে ...বিশদ

07:03:20 PM

গিরিশ পার্ক এলাকায় ১১ মাসের শিশুকে অপহরণের অভিযোগ

04:55:03 PM

আনন্দপুরে একটি বাড়িতে ঢুকে মহিলাকে বেঁধে লুটতরাজ দুষ্কৃতীদের, তদন্তে পুলিস 

04:18:31 PM

৮৩ যাত্রী নিয়ে আফগানিস্তানের গজনিতে ভেঙে পড়ল বিমান

04:15:59 PM

৪৫৮ পয়েন্ট পড়ল সেনসেক্স 

04:11:36 PM