সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
ভারতীয় চলচ্চিত্র নিয়ে একেবারে সোজাসাপ্টা বক্তব্য রাখেন বাল্কি। তাঁর কথায়, ‘ছবি অনেক তৈরি হচ্ছে। কিন্তু মানুষের কাছে সেই ছবি পৌঁছচ্ছে না। এখন মানুষের কাছে ছবি পৌঁছনই বিরাট ব্যাপার।’ বাল্কি বলছেন,‘পুষ্পা ২-খুবই অল্প ছবির মধ্যে পড়ে, যার জন্য মানুষ অপেক্ষা করেন।’ তাঁর মতে, ‘চারদিক আবর্জনায় ভরে গিয়েছে। ভালো ছবি দেখা হচ্ছে না। আবর্জনা দেখা হচ্ছে।’ তাহলে উপায় কী? বাল্কির মতে, ‘মানুষ থিয়েটারে গিয়ে ছবি দেখতে চান। যদি টিকিটের দাম ৯৯ টাকার মধ্যে রাখা যায়। তবেই সব ধরনের ছবি মানুষ দেখতে পারেন। হাউজফুলও হবে।’ এর পাশাপাশি ছবির বাজেট কমানোর কথাও বলেন তিনি। এদিন সন্ধ্যায় সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ পরিচালিত ‘আপিস’ ছবিটি দেখানো হয় রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে। এই ছবিটি দেখার জন্য দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল।
ছবি: ভাস্কর মুখোপাধ্যায়