কর্মোন্নতির বিশেষ কোনও সুযোগ আসতে পারে। কর্মসূত্রে বহির্গমনের যোগ। স্বাস্থ্য সমস্যায় ভোগান্তি। ... বিশদ
প্রথমবারের মতো এবার আর শাড়ি পরেননি শুভশ্রী। বরং হাল্কা মেকআপ, সবুজ রঙা ফ্লোরাল প্রিন্টের কুর্তিতে সেজেছিলেন হবু মা। সঙ্গে ছিল ম্যাচিং কানের দুল। হালকা বেগুনি রঙের পাঞ্জাবি পরা রাজের পাশে দাঁড়িয়ে ছবিও দেন হবু মা। আপাতত কাজ থেকে সাময়িক বিরতি নিয়েছেন নায়িকা। পুজোয় মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’। প্রথমে সে ছবিতে শুভশ্রীর অভিনয় করার কথা ছিল। কিন্তু তিনি সন্তানসম্ভবা হওয়ায় তাঁর পরিবর্তে জয়া আহসান অভিনয় করেছেন। আপাতত বিশ্রামে রয়েছেন শুভশ্রী। দ্বিতীয় সন্তান জন্মের পর খুব তাড়াতাড়ি ফ্লোরে ফেরার ইচ্ছে রয়েছে তাঁর।