বিদ্যালাভের পক্ষে দিনটি উত্তম। ব্যবসার উন্নতি, পেশায় সুনাম। উপার্জন বাড়বে। ... বিশদ
আসলে অভিনয়ের মতোই দু’চাকা বিক্রমের আরও একটি প্যাশন। বাইক নিয়ে একা বেড়াতে যাওয়া বিক্রমের নেশা। এই সফরে দু’চাকাই অভিনেতার একমাত্র সঙ্গী। সত্যিই কি এসব সফরে অন্য আর কেউ থাকেন না? হাসতে হাসতে জোর গলায় সে সম্ভাবনার কথা বাতিল করলেন! বাইক নিয়ে সমতলে নয়। পাহাড়ের হাতছানি অগ্রাহ্য করতে পারেন না তিনি। ‘পাহাড় আমার খুব পছন্দের জায়গা। পাহাড়ে বাইক নিয়ে আমি একাই ঘুরতে বরাবর খুব ভালোবাসি। বহুদিন ধরেই পাহাড়ে বাইক নিয়ে যাচ্ছি। এটা আমার ভীষণ রোমাঞ্চকর লাগে। কিছুদিন আগেও হিমাচল হয়ে লাদাখের দিকে গিয়েছিলাম বাইক নিয়েই’ বললেন বিক্রম। পরের গন্তব্য? ‘এখনও কিছু ঠিক করিনি। তবে বাইক নিয়ে অবশ্যই কোনও না কোনও পাহাড়েই যাব’, জবাব তাঁর।
এই মুহূর্তে ওয়েব সিরিজ ‘রক্তকরবী’র প্রচারে চূড়ান্ত ব্যস্ত বিক্রম। জি ফাইভের এই সিরিজে বিক্রম একজন সাইকোলজিস্ট। পাশাপাশি চলছে তথাগত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘পারিয়া’র প্রস্তুতি পর্ব। ‘শেষপাতা’ রয়েছে মুক্তির অপেক্ষায়। ‘শহরের উষ্ণতম দিনে’র পোস্ট প্রোডাকশন চলছে। চলতি বছরের মে-জুন মাস পর্যন্ত বিক্রমের ডায়েরির প্রতিটি ডেট ব্লক করেছে শুধুই কাজ। ছুটি মিললেই পাহাড়ে পাড়ি।
ছবি দীপেশ মুখোপাধ্যায়