জোর করে নয়, শিশুর মধ্যে কবিতার প্রতি ভালোবাসা জাগ্রত হবে নিজে থেকেই। এমনটাই মনে করেন কবি তথা বলিউডের প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার। টাটা স্টিল সাহিত্য উৎসব উপলক্ষে বুধবার শহরে এসে এই মত ব্যক্ত করেন তিনি। প্রশ্ন ছিল, কীভাবে সন্তানের মধ্যে কবিতার প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা সম্ভব? এর জবাবে জাভেদ বলেন, ‘আপনি জোর করলে হয়তো সে শুনবে না। আপনি কবিতা গভীরভাবে ভালোবাসলে সন্তানকে সঙ্গে নিয়ে বিভিন্ন কবি সম্মেলনে যোগ দিন। দেখবেন, ওর নিজেরই কবিতার প্রতি আগ্রহ জন্মাচ্ছে।’
উর্দু গানের সুরকার হিসেবে তাঁর একজন উত্তরসূরি তৈরি করা উচিত কি না জানতে চাওয়া হলে তিনি জানান, ভারত ও পাকিস্তানের বহু তরুণ-তরুণীর মধ্যে তিনি প্রতিভার স্ফুলিঙ্গ দেখেছেন। তাই তাদের অনুপ্রাণিত করতে তাঁকে আলাদা করে কোনও উদ্যোগ নিতে হবে না।