গৃহ পরিবেশে চাপ ও মানসিক চিন্তা বৃদ্ধি। কপট লোকের দ্বার কর্মে বিপত্তি ও অর্থক্ষতির যোগ। ... বিশদ
কিছুদিন থেকেই সিনেটাউনে গুঞ্জন শোনা যাচ্ছিল যে রাকুল আর ভূমির সঙ্গে একটি ছবিতে কাজ করছেন অর্জুন। কিন্তু কেউই এই বিষয়ে মুখ খুলছিলেন না। অর্জুনের পোস্ট করা ছবিতে সেই খবর যে সত্যি সেটা বোঝা গেল। ছবির নাম নাকি ঠিক হয়েছে ‘মেরি পত্নী কা রিমেক’। কিন্তু অর্জুন সেটা কনফার্ম করেননি। বরং নাম ঘোষণার জন্য প্রযোজকের কাছে দাবি রেখেছেন। ছবিটির প্রযোজনা করছেন জ্যাকি ভাগনানি। মুদসসর আজিজের এই ছবিটি ছাড়াও তাঁর ‘কুত্তে’ ছবিটিও রিলিজ হওয়ার মুখে। এই ছবি দিয়ে পরিচালনায় ডেব্যু করছেন বিশাল ভরদ্বাজের পুত্র আসমান।