সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা। কাজকর্মে অগ্রগতি। সাহিত্য চর্চায় মানসিক প্রফুল্লতা। ... বিশদ
দ্বিতীয় উপহারটি ভক্তদের দিলেন আরও খানিক পরে। নিজের আগামী ছবি ‘শেহজাদা’র টিজার প্রকাশ্যে এনে। ছবির টিজার শেয়ার করে ক্যাপশনে কার্তিক লিখেছেন, ‘যখন পরিবার নিয়ে কথা ওঠে তখন আর আলোচনা নয়, অ্যাকশন করতে হয়। তোমাদের শেহজাদার থেকে জন্মদিনের উপহার।’ কার্তিকের অভিনয়ের প্রশংসা করেছেন ছবির প্রযোজক ভূষণ কুমার। তিনি বলেছেন, ‘কার্তিক খুব সূক্ষ্ম অভিনেতা। শেহজাদাকে সামনে আনার এর থেকে ভালো দিন আর কী হতে পারে!’ অন্য কাজ নিয়েও কার্তিক বেশ ব্যস্ত। ডিসেম্বর মাসের শুরুতেই তাঁর ‘ফ্রেডি’ ছবিটি ওটিটিতে মুক্তি পাবে। এখানে দন্ত চিকিৎসক কার্তিক প্রেমে পড়বেন বিবাহিত আলয়া ফার্নিচারওয়ালার। এর সঙ্গে রয়েছে ‘সত্যপ্রেম কি কথা’, ‘আশিকি থ্রি’ এবং কবির খানের নাম ঠিক না হওয়া একটি ছবি।