সামাজিক কর্মে সম্মান লাভ। স্ত্রী’র শরীর-স্বাস্থ্য খারাপ হতে পারে। দেরীতে অর্থপ্রাপ্তি। ... বিশদ
গল্প অনুযায়ী এই সিরিজের একটা বড় অংশ এশিয় সংস্কৃতির উপরে দাঁড়িয়ে রয়েছে। তাই স্বাভাবিকভাবেই সিরিজে পরিচিত মুখ হিসেবেই ফারহানকে কাস্ট করেছেন নির্মাতারা। যদিও তাঁর চরিত্রটি খুব বেশি বড় নয়। ফারহান ছাড়াও এই সিরিজে বলিউড থেকে রয়েছেন মোহন কাপুর। পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানকেও একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে।