দেবকর্মে অমনোযোগিতা ও বাধা। আইনজীবীদের কর্মোন্নতি ও উপার্জন বৃদ্ধি। স্বাস্থ্য চলনসই থাকবে। ... বিশদ
টি-সিরিজ জানিয়েছে, ‘তিন প্রজন্ম ধরে দেশ তৈরি করার কাজে নিয়োজিত এক অসাধারণ পরিবারের গল্প চলচ্চিত্রে দেখানোর স্বত্ব নিতে পেরে আমরা গর্বিত।’ যদিও নির্মাতারা এখনও ঘোষণা করেনি এটি ছবি না ওয়েব সিরিজ হতে চলেছে। কারা অভিনয় করবেন সেই বিষয় নিয়েও স্বাভাবিকভাবেই সরকারিভাবে কোনও তথ্য প্রকাশিত হয়নি। সেটা না হলেও কে বা কারা অভিনয় করবেন সেই সম্বন্ধে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আর মাধবন অভিনয় করতে পারেন রতন টাটার চরিত্রে। অন্য কয়েকটি চরিত্রে অভিনয় করতে পারেন বিক্রান্ত ম্যাসি, অদিতি রায় হায়দারি প্রমুখ।