দেবকর্মে অমনোযোগিতা ও বাধা। আইনজীবীদের কর্মোন্নতি ও উপার্জন বৃদ্ধি। স্বাস্থ্য চলনসই থাকবে। ... বিশদ
সেরা ছবি বেছে নেওয়ার মতো কঠিন কাজের পাশাপাশি যে কানে প্রচণ্ড মজা করবনে দীপিকা, তা তাঁর প্রথম দিনের ক্লিপিংস থেকেই স্পষ্ট। এই ক্লিপিংসে দীপিকাকে কানের বিমানবন্দরে দেখা যাচ্ছে। বলতে শোনা যাচ্ছে, ১১ ঘণ্টার যাত্রাপথ অতিক্রম করে তিনি ফ্রান্সের এই শহরে পৌঁছেছেন। রিলের শেষে অভিনেত্রীকে মজা করে বলতে শোনা যাচ্ছে, ‘ঘুম আর খাওয়ার মধ্যে কোনটা বেছে নেব বুঝতে পারছি না। তবে, খাওয়াটাই ভালো প্ল্যান।’ সেই সঙ্গে কান থেকে অনুরাগীদের জন্য ভালোবাসাও পাঠিয়েছেন তিনি। ৭৫তম কান চলচ্চিত্র উৎসব ১৭ মে থেকে ২৮ মে পর্যন্ত চলবে। এবারের ন’জনের জুরি বোর্ডে মোট চারজন মহিলা সদস্য। তার মধ্যে দীপিকা একজন।