স্ত্রীর সূত্রে বিত্তলাভ যোগ আছে। ব্যবসায়িক বিনিয়োগ বৃদ্ধিতেও মনোমতো ফলের অভাব। মনে অস্থিরতা থাকবে। ... বিশদ
কুণ্ডলিনী চক্র দ্বারা অনুপ্রাণিত হয়ে এই পোশাক তৈরি করা হয়েছে। দেহের শিরদাঁড়া বরাবর থাকে চক্রগুলো। শক্তি চলাচলের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় এই কুণ্ডলিনী চক্র। এই পোশাকের কাঁধের কোবরা নকশাগুলো ভারতের রহস্যময় সর্পকে প্রতিনিধিত্ব করে। সোনালি রং নতুনত্ব, গৌরব ও শক্তিকে প্রতিনিধিত্ব করে। প্রায় ৫০ হাজার কাচের টুকরো ব্যবহার হয়েছে এই পোশাকে। হীরে, মুক্তো ও স্ফটিক চূড়ান্ত পর্যায়ের কাজের জন্য ব্যবহৃত হয়েছে। ব্রোকেড, টিউল, কোরিয়ান সিকুইন ফ্যাব্রিক পোশাকটি তৈরিতে ব্যবহার করা হয়েছে।