করোনার বাজারে যেখানে মানুষের আয় কমে যাচ্ছে, সেখানে এক মাসে পারিশ্রমির বেড়েছে এক কোটি টাকা। সেই সৌভাগ্যবান ব্যক্তিটি হলেন বলিউড নায়ক জন আব্রহাম। পরিচালক মোহিত সুরির ‘এক ভিলেন রিটার্নস’-এ যে তিনি অভিনয় করছেন, তা অনেকেরই জানা। তবে, ইন্ডাস্ট্রির একটি সূত্র বলছে, এই ছবিতে সাইন করার জন্য জন পারিশ্রমিক হাঁকিয়েছেন ২১ কোটি টাকা। অথচ, তার এক মাস আগেই প্রযোজক আদিত্য চোপড়ার ‘পাঠান’ ছবিতে কাজ করার জন্য তিনি নিয়েছিলেন ২০ কোটি টাকা। অর্থাৎ এক মাসে পারিশ্রমিক বৃদ্ধি এক কোটি টাকা।
শুধু এক মাসে পারিশ্রমিক বৃদ্ধিই নয়, ওই সূত্রের তরফে দাবি করা হচ্ছে, গত তিন বছরে জনের পারিশ্রমিক বেড়েছে তিন গুণ। তিন বছর আগেও তিনি ছবি পিছু সাত কোটি টাকা পারিশ্রমিক নিতেন। সেটা বাড়তে বাড়তে ‘এক ভিলেন রিটার্নস’-এ ২১ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে।