স্ত্রীর সূত্রে বিত্তলাভ যোগ আছে। ব্যবসায়িক বিনিয়োগ বৃদ্ধিতেও মনোমতো ফলের অভাব। মনে অস্থিরতা থাকবে। ... বিশদ
করোনার বাড়বাড়ন্তে যেটুকু সিনেমা হল খোলা, সেই বাজার কার্যত ভোঁভাঁ। তেমন কোনও বড় রিলিজ নেই। আর এই সময় কপাল ঠুকে নেমে পড়তে চাইছেন ‘আলা বৈকুণ্ঠপুরমলু’র নির্মাতারা। আগামী ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ছবিটির হিন্দি ডাবিং মুক্তি পাবে। ছবিটির পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাস নিজে টুইট করে সোমবার এই খবর জানিয়েছেন। এই ছবিতে আল্লু অর্জুন ছাড়াও রয়েছেন পূজা হেগড়ে, টাবু, জয়রাম প্রমুখ।