স্ত্রীর সূত্রে বিত্তলাভ যোগ আছে। ব্যবসায়িক বিনিয়োগ বৃদ্ধিতেও মনোমতো ফলের অভাব। মনে অস্থিরতা থাকবে। ... বিশদ
একটি ছাদকে কেন্দ্র করে তৈরি হয়েছে ছবির গল্প। শ্রীলেখা বলছিলেন, ‘আগামী সপ্তাহ থেকেই ছবির শ্যুটিং শুরু হবে। একটি ছাদ এবং কয়েকটি চরিত্র নিয়ে নির্বাক ছবি তৈরি করতে চলেছি।’
ছবিতে চারটি চরিত্র থাকছে। শ্রীলেখা নিজে অভিনয়ও করছেন। এছাড়া একেবারেই নতুন অভিনেতাদের নিয়ে কাজ করছেন। ‘প্রথমে ভেবেছিলাম চার-পাঁচ মিনিটের কাজ হবে। কিন্তু লেখার সময় বিষয়টা একটু অন্যরকম দাঁড়ালো। মনে হচ্ছে, এটা একটা ভালো ছবি হতে পারে। প্রথমে চলচ্চিত্র উত্সবগুলোতে ছবিটা পাঠাতে চাই। একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গেও কথা হচ্ছে’ বলছিলেন শ্রীলেখা।
ছবির নাম এখনও ঠিক হয়নি। ‘ইতি ছাদ’ কিংবা ‘...এবং ছাদ’—এই দু’টি নাম শ্রীলেখার মাথায় রয়েছে।