যে কোনও ধরনের কর্মে ব্যস্ততা বাড়বে। অর্থকড়ি রোজগার বাড়তে পারে। অর্থ সঞ্চয়ের ক্ষেত্র বিচারে সতর্ক ... বিশদ
ফারহান প্রথম থেকেই বলে আসছেন যে, এই ছবি তিন মহিলার চোখ দিয়ে দুনিয়া দেখার ছবি। ফলে যাঁদের কাছেই অফার নিয়ে যাচ্ছেন, তাঁরা ভাবছেন সেভাবে অভিনয় করার জায়গাই হয়তো পাওয়া যাবে না। ইউনিটের এক সদস্যের কথায়, অভিনেতারা মনে করছেন তিন নায়িকার ছায়াতেই ঢাকা থাকতে হবে তাঁদের। কিন্তু এই তথ্য সঠিক নয়। এই ছবিতে পুরুষ অভিনেতার চরিত্রগুলোও সমান গুরুত্বপূর্ণ।’
প্রিয়াঙ্কা, ক্যাটরিনা বা আলিয়ার বিপরীতে স্টার শিল্পীদেরই কাস্ট করতে চাইছেন পরিচালক। আর সেটাই স্বাভাবিক। চরিত্রের গুরুত্বও রয়েছে। কিন্তু সেটা বুঝছে কে! অতঃপর পরিচালক নিজেই একটি চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছেন। শেষপর্যন্ত নিজে অভিনয় করলেও তাঁর আরও দুই নায়ক প্রয়োজন। এই সিদ্ধান্তের পরে যদি অন্য অভিনেতারা ছবিটি করতে এগিয়ে আসেন, এখন সেই আশাতেই ঘুঁটি সাজাচ্ছেন ফারহান।