কর্মক্ষেত্রে সহকর্মীর ঈর্ষার কারণে সম্মানহানি হবে। ব্যবসায়ীদের আশানুরূপ লাভ না হলেও মন্দ হবে না। দীর্ঘদিনের ... বিশদ
বিদ্যা জানিয়েছেন, ছোট থেকেই তিনি মোটা ছিলেন। হরমোনের সমস্যার জন্য জীবনের একটা বড় সময় তাঁকে বাড়তি মেদ নিয়ে সমস্যায় পড়তে হয়েছে। তাছাড়া পরিবারে কেউ সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন না বলেও তাঁকে সেই অর্থে পথ দেখানোর কেউ ছিল না। সময়ের সঙ্গেই বলিউডে নিজের জায়গা করে নিয়েছিলেন বিদ্যা। এখন আর শরীরের বাড়তি মেদ নিয়ে চিন্তিত নন জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেত্রী। এ প্রসঙ্গে বিদ্যার সাফ জবাব, ‘আমি অনেকটা পথ পেরিয়ে এসেছি। এখন এগুলো আর গায়ে মাখি না।’