কর্মক্ষেত্রে সহকর্মীর ঈর্ষার কারণে সম্মানহানি হবে। ব্যবসায়ীদের আশানুরূপ লাভ না হলেও মন্দ হবে না। দীর্ঘদিনের ... বিশদ
আগে শোনা গিয়েছিল মহাভারতকে ওয়েব সিরিজ আকারে নিয়ে আসতে চান আমির। দীর্ঘ দু’বছর সেইজন্য তিনি গবেষণাও করেছিলেন। ওই সিরিজ তৈরি হতেও দু’বছর সময় চাই। কিন্তু এই মুহূর্তে পরের ছবিতেই মনোনিবেশ করতে চাইছেন তিনি। কারণ একটা ওয়েব সিরিজর জন্য দু’বছর ব্যয় করাটা মিস্টার পারফেকশনিস্টের পক্ষে কার্যত অসম্ভব। তাছাড়া এখন ‘লাল সিং চাড্ডা’ শেষ না করা পর্যন্ত আমিরের হাতে কোনও সময় নেই। একটা সময় মহাভারত নিয়ে কাজ করবেন বলেই রাকেশ শর্মার বায়োপিক থেকে সরে এসেছিলেন আমির।