উচ্চতর বিদ্যায় সফলতা আসবে। সরকারি ক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-প্রণয়ে মানসিক অস্থিরতা ... বিশদ
সদ্যোজাতকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কী কী হতে পারে, সেই বিষয়ে মোক্ষম ধারণা রয়েছে সইফ-করিনার। প্রথম সন্তান তৈমুরকে নিয়ে মাতামাতির সময়টি তাঁরা পেরিয়ে এসেছেন। তাই এবার আর কোনও ঝুঁকি নিতে চাইছেন না এই দম্পতি। তাঁরাও গোপনীয়তা বজায় রাখার জন্য বাড়ির নতুন সদস্যের ছবি না তোলার অনুরোধ করেছেন ফোটোগ্রাফারদের কাছে। সেই বার্তাই কি এতদিন ছোট্ট তৈমুর ফোটোগ্রাফারদের দিত? ক্যামেরা দেখলেই একরত্তি চেঁচিয়ে উঠে বলত, ‘নট অ্যালাউড’।