উচ্চতর বিদ্যায় সফলতা আসবে। সরকারি ক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-প্রণয়ে মানসিক অস্থিরতা ... বিশদ
প্রায় ৭ বছর পর এক তরুণ থিয়েটার দলের সদস্যরা দুর্গা পুজোর নবমী রাতে একত্র হয়েছে। বন্ধুবান্ধব একত্র হলে পুরনো কথা, হাসি ঠাট্টা সবকিছু যেমন থাকে, তেমনই রয়েছে এই ছবিতে। এক ঝাঁক তরুণ অভিনেতা অভিনয় করছেন। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান অভিনেতাদের নিয়ে কাজ করছেন সৌম্যজিত্। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য সোহম মজুমদার, সায়নী গুপ্ত, তুহিনা দাস, পূজারিণী ঘোষ, শুভ্রসৌরভ দাস, সায়ন ঘোষ, অপ্রতিম চট্টোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য, হুসেন দালাল, তুষার পাণ্ডে, প্লাবিতা বরঠাকুর প্রমুখ। প্রায় ৩০ জন শিল্পী ছবিতে অভিনয় করেছেন। এই ছবিতে হিন্দি গান লিখেছেন এবং পরিচালনা করেছেন সমীর রাহাত। বাংলা গান গেয়েছেন সাত্যকি বন্দ্যোপাধ্যায়। ব্যাকগ্রাউন্ড মিউজিক নীল মুখোপাধ্যায়ের।