কোনও কিছুতে বিনিয়োগের ক্ষেত্রে ভাববেন। শত্রুতার অবসান হবে। গুরুজনদের কথা মানা দরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল ... বিশদ
হঠাৎ ছবিতে প্লেব্যাকের আইডিয়াটা কি সোহমের নিজেরই? ‘একদমই নয়! এটা সম্পূর্ণভাবে জিৎদার আইডিয়া। জিৎদা আমার সঙ্গে আগে শো করেছেন বলেই তাঁর মনে হয়েছে যে, আমি কাজটা করতে পারব,’ হাসতে হাসতে ফোনে বলছিলেন অভিনেতা। তবে প্রথম গান বলেই রেকর্ডিংয়ের সময় মনের মধ্যে একটা চাপা উত্তেজনা ছিল তাঁর। সোহমের কথায়, ‘বাচ্চাদের সঙ্গে নিয়ে মজা করে কাজটা শেষ করতে পারব কি না সেটা ভেবে শুরুতে বেশ টেনশনে ছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে গানটা ঠিকভাবে উতরে দিতে পেরেছি।’
উল্লেখ্য, এর আগে রাজ চক্রবর্তী পরিচালিত ‘কাটমুণ্ডু’ ছবিতেও একটা গানে আবির চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষের সঙ্গে গলা মিলিয়েছিলেন সোহম। তবে তাঁর সোলো প্লেব্যাক এই প্রথমবার। এরপর কি তাহলে তাঁকে আবার ছবি কিংবা ওয়েব সিরিজের জন্য গান গাইতে দেখা যাবে? ‘সেটা তো জিৎদা বা অন্যান্য সঙ্গীত পরিচালকদের উপর নির্ভর করছে। তাঁরা আমাকে যোগ্য মনে করলে নিশ্চয়ই আমি চেষ্টা করব,’ উত্তর সোহমের।