বাড়তি অর্থ পাবার যোগ আছে। পদোন্নতির পাশাপাশি কর্মস্থান পরিবর্তন হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পক্ষে থাকবে। ... বিশদ
পরিচালক নীতিনকুমার গুপ্ত তাঁর নতুন ছবি ‘এলএসি— লাইভ দ্য ব্যাটেল’-এর শ্যুটিং করছেন কার্গিলে। এই ছবিতে সেনা আধিকারিকের চরিত্রে রয়েছেন বিগ বস খ্যাত নিশান্ত সিং মালখানি। বহুযুগ পর এই ছবির মাধ্যমেই সেলুলয়েডে ফিরতে চলেছেন রাহুল। নীতিন পরিচালকের পাশাপাশি একজন চিকিৎসকও বটে। তিনি জানিয়েছেন, লাদাখের হোটেলে কথা বলতে গিয়ে খেয়াল করেন রাহুলের কথা জড়িয়ে গিয়েছে। সন্দেহ হওয়ায় স্থানীয় এক চিকিৎসকের মাধ্যমে সিটি স্ক্যান করা হয় অভিনেতার। কিন্তু রিপোর্টে তেমন অস্বাভাবিক কিছু ধরা পড়ে না। এরপর চিকিৎসার জন্য রাহুলকে তড়িঘড়ি শ্রীনগরে পাঠিয়ে দেওয়া হয়। এর মধ্যে অভিনেতার সিটি স্ক্যান রিপোর্টটি নিয়ে ওই পরিচালক মুম্বইয়ে তাঁর বন্ধু-চিকিৎসকদের সঙ্গে আলোচনা করলে তাঁরা আশঙ্কা করেন, রাহুলের মিনি স্ট্রোক হয়েছে, যা ওই পরীক্ষায় ধরা পড়ছে না। তাঁরা একমত হন সমস্যার কারণ জানতে আরও বেশ কিছু পরীক্ষার প্রয়োজন রয়েছে। তাঁদের পরামর্শ মেনেই শ্রীনগর থেকে অসুস্থ অভিনেতাকে মুম্বই রওনা করিয়ে দেওয়া হয়।
ন’য়ের দশকে অনু আগরওয়ালের সঙ্গে জুটি বেঁধে রাহুল রায় ‘আশিকি’ ছবিটি করেন। এই ছবি ব্লক বাস্টার হয়েছিল। অবশ্য, ধীরে ধীরে সেলুলয়েড থেকে হারিয়ে যান আশিকির নায়ক-নায়িকা।