বাড়তি অর্থ পাবার যোগ আছে। পদোন্নতির পাশাপাশি কর্মস্থান পরিবর্তন হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পক্ষে থাকবে। ... বিশদ
মেদিনীপুরে ‘কমান্ডো’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন দেব। এটি একটি বাংলাদেশি ছবি, যেখানে দেবকে কমান্ডোর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। প্রসঙ্গত, শ্যুটিং স্পট থেকে কিছু দূরেই দেবের আদি বাড়ি। সেখানেও একবার ঘুরে আসতে পারেন তিনি। সবটাই নির্ভর করছে শ্যুটিং শিডিউলের উপর। কিছুদিন আগেই বান্ধবী রুক্মিণী মৈত্র অভিনীত ‘সুইজারল্যান্ড’ হলে গিয়ে দেখে এসেছেন দেব। সোশ্যাল মিডিায়ায় এই ছবির প্রশংসাও করেছেন সাংসদ-অভিনেতা।